A
জাভা যাত্রীর পত্র
B
ইস্তাম্বুল যাত্রীর পত্র
C
তুরস্ক ভ্রমণ
D
বুলগেরিয়া ভ্রমণ
উত্তরের বিবরণ
ইব্রাহীম খাঁ
-
গ্রন্থ: ‘ইস্তাম্বুল যাত্রীর পত্র’
-
ধরন: ভ্রমণকাহিনি ও সাহিত্যকীর্তি
-
রচনা ভিত্তি: ১৯৫১ সালের ২২ আগস্ট করাচী থেকে ইস্তাম্বুল যাত্রা। সহযাত্রী ছিলেন মৌলভী তমিজুদ্দীন খাঁ ও মৌলভী খোন্দকার আলী আফজাল। তাঁরা পাকিস্তান জাতীয় পরিষদের প্রতিনিধি দলের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সফর করেন।
-
সফরক্রম: বছরা → বৈরুত → আলোপ্পো → খালেদার মাজার → আঙ্কারা → ইস্তাম্বুল → নিকোশিয়া → কায়রো → জেদ্দা → মক্কা → মদীনা → দামেশক → তেহরান → করাচী (১৯৫১ সালের ৪ অক্টোবর শেষ)।
-
বৈশিষ্ট্য: পাঠক সমাজের পরামর্শে পত্রগুলো বই আকারে প্রকাশিত। দেওয়ান মোহাম্মদ আজরফ এই গ্রন্থকে ‘অভিনব ভ্রমণকাহিনির প্রবর্তক’ হিসেবে অভিহিত করেছেন।
-
ভূমিকায় লেখকের বক্তব্য: ইস্তাম্বুল যাত্রীর পত্র আগেও পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পাঠক ও অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের সহযোগিতায় এটি বই আকারে প্রকাশিত হয়।
-
-
অন্যান্য সমজাতীয় ভ্রমণগ্রন্থ:
-
রবীন্দ্রনাথ ঠাকুর: ‘জাভা যাত্রীর পত্র’
-
ইসমাইল হোসেন সিরাজী: ‘তুরস্ক ভ্রমণ’
-
ড. মুহম্মদ এনামুল হক: ‘বুলগেরিয়া ভ্রমণ’
-
উৎস: বাংলাপিডিয়া; ‘ইস্তাম্বুল যাত্রীর পত্র’ ভ্রমণকাহিনি।

0
Updated: 1 day ago