একজন বোলার গড়ে ২৪ রান দিয়ে ৮ উইকেট পান। পরবর্তী খেলায় তিনি গড়ে ১২ রান দিয়ে ৪ উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন?
A
২৪
B
১৬
C
১৮
D
২০
উত্তরের বিবরণ
প্রশ্ন: একজন বোলার গড়ে ২৪ রান দিয়ে ৮ উইকেট পান। পরবর্তী খেলায় তিনি গড়ে ১২ রান দিয়ে ৪ উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন?
সমাধান:
প্রথমে,
২৪ রান দিয়ে ৮ উইকেট।
∴ মোট রান = ২৪ × ৮ = ১৯২
আবার,
পরবর্তী খেলায়,
১২ রান দিয়ে ৪ উইকেট।
∴ মোট রান = ১২ × ৪ = ৪৮
মোট রান = ১৯২ + ৪৮ = ২৪০
মোট উইকেট = ৮ + ৪ = ১২টি
∴ গড়ে উইকেট প্রতি রান = ২৪০/১২ = ২০
0
Updated: 1 month ago
Which of the following integers has the most divisors?
Created: 6 days ago
A
88
B
91
C
95
D
99
Question: Which of the following integers has the most divisors?
Solution:
• For 88:
Prime factorization: 88 = 23 × 11
Number of divisors = (3 + 1) × (1 + 1) = 4 × 2 = 8 divisors
Divisors are: 1, 2, 4, 8, 11, 22, 44, 88
• For 91:
Prime factorization: 91 = 7 × 13
Number of divisors = (1 + 1) × (1 + 1) = 2 × 2 = 4 divisors
Divisors are: 1, 7, 13, 91
• For 95:
Prime factorization: 95 = 5 × 19
Number of divisors = (1 + 1) × (1 + 1) = 2 × 2 = 4 divisors
Divisors are: 1, 5, 19, 95
• For 99:
Prime factorization: 99 = 32 × 11
Number of divisors = (2 + 1) × (1 + 1) = 3 × 2 = 6 divisors
Divisors are: 1, 3, 9, 11, 33, 99
Therefore, 88 has the most divisors.
0
Updated: 6 days ago
যদি একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে?
Created: 3 months ago
A
৭
B
৯
C
১০
D
১২
প্রশ্ন: যদি একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে?
সমাধান:
অতিরিক্ত ৩ জন আসলে মোট লোকসংখ্যা = (৯ + ৩) জন
= ১২ জন
৯ জন লোক একটি কাজ করে ১২ দিনে
১ জন লোক ঐ কাজ করে (১২ × ৯) দিনে
১২ জন লোক ঐ কাজ করে (১২ × ৯)/১২ দিনে
= ৯ দিনে
0
Updated: 3 months ago
একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে কর্মরত একজন শ্রমিক কাজ করলে দৈনিক ৬০০ টাকা বেতন পাবে ও অনুপস্থিত থাকলে ১৫০ টাকা বেতন কাটা যাবে এই শর্তে কাজ করে ২০২৫ সালের জুন মাসে ১৩৫০০ টাকা বেতন পান। ঐ মাসে তিনি কতদিন কাজে উপস্থিত ছিলেন?
Created: 1 month ago
A
২০ দিন
B
২১ দিন
C
২৩ দিন
D
২৪ দিন
প্রশ্ন: একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে কর্মরত একজন শ্রমিক কাজ করলে দৈনিক ৬০০ টাকা বেতন পাবে ও অনুপস্থিত থাকলে ১৫০ টাকা বেতন কাটা যাবে এই শর্তে কাজ করে ২০২৫ সালের জুন মাসে ১৩৫০০ টাকা বেতন পান। ঐ মাসে তিনি কতদিন কাজে উপস্থিত ছিলেন?
সমাধান:
মনে করি,
উপস্থিত ছিলেন = ক দিন
অনুপস্থিত ছিলেন = (৩০ - ক) দিন [জুন মাস = ৩০ দিন]
প্রশ্নমতে,
৬০০ক - ১৫০(৩০ - ক) = ১৩৫০০
⇒ ৬০০ক - ৪৫০০ + ১৫০ক = ১৩৫০০
⇒ ৭৫০ক = ১৩৫০০ + ৪৫০০
⇒ ৭৫০ক = ১৮০০০
⇒ ক = ১৮০০০/৭৫০
⇒ ক = ২৪
অর্থাৎ তিনি ঐ মাসে ২৪ দিন উপস্থিত ছিলেন।
0
Updated: 1 month ago