একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৬ সে.মি. ও ৮ সে.মি. হলে ত্রিভুজটির পরিসীমা কত?
A
১৮ সে.মি.
B
২০ সে.মি.
C
২১ সে.মি.
D
২৪ সে.মি.
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৬ সে.মি. ও ৮ সে.মি. হলে ত্রিভুজটির পরিসীমা কত?
সমাধান:
আমরা জানি, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু হলো লম্ব এবং ভূমি।
ধরি, লম্ব = ৬ সে.মি.
ভূমি = ৮ সে.মি.
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
(অতিভুজ)২ = (ভূমি)২ + (লম্ব)২
⇒ (অতিভুজ)২ = ৮২ + ৬২
⇒ (অতিভুজ)২ = ৬৪ + ৩৬
⇒ অতিভুজ = √১০০
∴ অতিভুজ = ১০ সে.মি.
∴ ত্রিভুজটির পরিসীমা = ৬ + ৮ + ১০ = ২৪ সে.মি.
0
Updated: 1 month ago
একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকটির আয়তন কতগুণ হবে?
Created: 2 months ago
A
2 গুণ
B
4 গুণ
C
6 গুণ
D
8 গুণ
প্রশ্ন: একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকটির আয়তন কতগুণ হবে?
সমাধান:
মনে করি,
গোলকের প্রাথমিক ব্যাসার্ধ = r
সুতরাং গোলকের আয়তন, V1 = (4/3)πr3
আবার,
ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে নতুন ব্যাসার্ধ = 2r
এবং
পরিবর্তিত আয়তন = (4/3)π × (2r)3
= (4/3)π × 8r3
= 8 × (4/3)πr3
= 8 × V1
অর্থাৎ গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকটির আয়তন 8 গুণ হবে।
0
Updated: 2 months ago
একটি পুকুরের দৈর্ঘ্য ২০ মিটার ও প্রস্থ ১৫ মিটার। যদি প্রতি বর্গমিটার রাস্তার খরচ ১৫০ টাকা হয়, তবে পুকুরটির চারপাশে ২ মিটার চওড়া একটি রাস্তা তৈরি করতে মোট কত টাকা খরচ হবে?
Created: 2 months ago
A
২৩৪০০ টাকা
B
৪৩৬০০ টাকা
C
৩৬২০০ টাকা
D
৪১৬০০ টাকা
সমাধান:
ভিতরের আয়তক্ষেত্র: বর্গমিটার
চারপাশে ২ মি রাস্তা হলে বাইরের আয়তক্ষেত্র: বর্গমিটার
রাস্তারের ক্ষেত্রফল = বর্গমিটার
খরচ = টাকা
উত্তর: ২৩,৪০০ টাকা।
0
Updated: 2 months ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


Created: 1 month ago
A
17
B
23
C
29
D
31
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
নির্ণেয় সংখ্যা = 29
প্রথম চিত্রে,
(25 + 17)/2 = 42/2 = 21
দ্বিতীয় চিত্রে,
(38 + 18)/2 = 56/2 = 28
তৃতীয় চিত্রে,
(42 + 16)/2 = 58/2 = 29
0
Updated: 1 month ago