নিচের কোন তারিখে পিএলও-ইসরাইল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে? 

Edit edit

A

১০ সেপ্টম্বর, ১৯৯৩ 

B

১১ সেপ্টম্বর, ১৯৯৩ 

C

১৩ সেপ্টম্বর, ১৯৯৩

D

 ২০ সেপ্টম্বর, ১৯৯৩

উত্তরের বিবরণ

img

পিএলও (PLO)

  • পূর্ণরূপ: প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন।

  • প্রতিষ্ঠার বছর: ১৯৬৪ সাল।

  • সদর দপ্তর: রামাল্লাহ, ফিলিস্তিন।

  • প্রথম চেয়ারম্যান: আহমদ শুকিরি।

  • তৃতীয় চেয়ারম্যান: ইয়াসির আরাফাত।

  • এই সংগঠনটি গঠিত হয়েছিল একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে।

  • ১৯৭৪ সাল থেকে পিএলও জাতিসংঘে পর্যবেক্ষক মর্যাদা লাভ করে।


অসলো চুক্তি

  • ইসরায়েল ও ফিলিস্তিন শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে এক চুক্তি স্বাক্ষর করে, যেটি অসলো চুক্তি নামে পরিচিত।

  • চুক্তি স্বাক্ষরের তারিখ: ১৩ সেপ্টেম্বর, ১৯৯৩।

  • স্থান: হোয়াইট হাউস, যুক্তরাষ্ট্র।

  • স্বাক্ষরকারী নেতারা: ফিলিস্তিনের পক্ষে ইয়াসির আরাফাত এবং ইসরায়েলের পক্ষে প্রধানমন্ত্রী আইজাক রবিন।

  • মধ্যস্থতাকারী ছিলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

  • উল্লেখযোগ্যভাবে, এই আলোচনা শুরু হয়েছিল নরওয়ের রাজধানী অসলোতে, যার নামানুসারে চুক্তির নামকরণ করা হয়।

এই শান্তি প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ইয়াসির আরাফাত ও আইজাক রবিন নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।


প্রাসঙ্গিক তথ্য

  • গাজা উপত্যকার জনগণের মধ্যে এই চুক্তি নিয়ে সবচেয়ে বেশি হতাশা লক্ষ্য করা গেছে।

  • চুক্তিতে ফিলিস্তিনিদের পক্ষে প্রতিনিধিত্ব করেছিল ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন পিএলও।

  • তবে ২০০৭ সাল থেকে গাজা শাসন করছে কট্টরপন্থী সংগঠন হামাস

  • হামাস ও ইসরায়েলের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে।

  • বর্তমানে গাজার সীমান্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করে ইসরায়েল এবং মিশর, যাতে হামাসের কাছে অস্ত্র পৌঁছানো সম্ভব না হয়।


উৎস:
i) বিবিসি (BBC)
ii) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর (.gov)

Unfavorite

0

Updated: 2 months ago

Related MCQ

Get Our App

Download our app for a better experience.

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD