'গ্রানাডার শেষ বীর' কোন ধরনের সাহিত্য রচনা?
A
উপন্যাস
B
প্রবন্ধ
C
ছোটগল্প
D
নাটক
উত্তরের বিবরণ
এস. ওয়াজেদ আলি
-
রচয়িতা: ‘গ্রানাডার শেষ বীর’ (ঐতিহাসিক উপন্যাস, ১৯৪০ সালে প্রকাশিত)
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
প্রবন্ধ:
-
জীবনের শিল্প
-
প্রাচ্য ও প্রতীচ্য
-
ভবিষ্যতের বাঙালী
-
আকবরের রাষ্ট্র সাধনা
-
মুসলিম সংস্কৃতির আদর্শ
উপন্যাস:
-
গ্রানাডার শেষ বীর
ভ্রমণকাহিনি:
-
পশ্চিম ভারত
-
মোটর যোগে রাঁচী সফর
উৎস: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 1 month ago
দুধেভাতে উৎপাত’ কোন ধরনের রচনা?
Created: 2 weeks ago
A
উপন্যাস
B
কবিতা
C
প্রবন্ধ
D
ছোটগল্প
দুধেভাতে উৎপাত একটি ছোটগল্প যা আখতারুজ্জামান ইলিয়াস রচনা করেছেন।
-
আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭) একজন কথাসাহিত্যিক।
-
পূর্ণনাম: আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস।
-
তিনি বাংলাদেশ লেখক শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন।
-
দেশের প্রগতিশীল ও মানবতাবাদী সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের পরোক্ষ সমর্থক ছিলেন।
-
তাঁর লেখায় সমাজবাস্তবতা এবং কালচেতনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে।
রচিত গ্রন্থসমূহ:
উপন্যাস:
-
চিলেকোঠার সেপাই
-
খোয়াবনামা
ছোটগল্প:
-
অন্য ঘরে অন্য স্বর
-
খোয়ারি
-
দুধেভাতে উৎপাত
-
দোজখের ওম
0
Updated: 2 weeks ago
'চিলেকোঠার সেপাই' উপন্যাসের প্রেক্ষাপট কী?
Created: 2 months ago
A
ভাষা আন্দোলন
B
মুক্তিযুদ্ধ
C
ঊনসত্তরের গণঅভ্যুত্থান
D
দেশভাগ
• 'চিলেকোঠার সেপাই' উপন্যাস:
-
লেখক: আখতারুজ্জামান ইলিয়াস
-
ধরন: মহাকাব্যোচিত উপন্যাস
-
প্রেক্ষাপট: ঊনসত্তরের গণঅভ্যুত্থান
-
প্রধান চরিত্র: ওসমান
-
সারসংক্ষেপ: উপন্যাসে দেখানো হয়েছে, ওসমান কোন বাড়ির চিলেকোঠায় বাস করেও স্বাধীনতার লক্ষ্যে গড়ে ওঠা বৃহত্তর আন্দোলনের সাথে মিলিত হয়েছিল। এছাড়া উপন্যাসে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিবাচক রাজনীতির পূর্বাবস্থা তুলে ধরা হয়েছে।
• আখতারুজ্জামান ইলিয়াস:
-
জন্ম: ১৯৪৩, গাইবান্ধা জেলা
-
প্রধান অবদান: চিলেকোঠার সেপাই ও খোয়াবনামা নামের দুটি মহাকাব্যোচিত উপন্যাস রচনা করেছেন।
• রচিত উপন্যাস:
-
চিলেকোঠার সেপাই
-
খোয়াবনামা
• রচিত ছোটগল্প:
-
অন্য ঘরে অন্য স্বর
-
খোয়ারি
-
দুধভাতে উৎপাত
-
দোজখের ওম
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
'রেইনকোট' গল্পটি কে লিখেছেন?
Created: 1 month ago
A
আলাউদ্দিন আল আজাদ
B
আখতারুজ্জামান ইলিয়াস
C
আবুল মনসুর আহমদ
D
আবুল কালাম শামসুদ্দীন
রেইনকোট গল্প
আখতারুজ্জামান ইলিয়াস রচিত রেইনকোট একটি মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্প। গল্পটিতে মনস্তাত্ত্বিক দিক থাকলেও এটি মূলত প্রতীকী রূপে রচিত। রেইনকোট প্রথম প্রকাশিত হয় ১৯৯৫ সালে। এর কথক নুরুল হুদা। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম সঞ্চারিত হয়, তারই ব্যঞ্জনা প্রকাশিত হয়েছে এ গল্পে। এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ জাল স্বপ্ন স্বপ্নের জাল (১৯৯৭)-এ সংকলিত হয়।
লেখক পরিচিতি: আখতারুজ্জামান ইলিয়াস
আখতারুজ্জামান ইলিয়াস গাইবান্ধা জেলার গোহাটি গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস বগুড়া জেলায়।
তাঁর উল্লেখযোগ্য ছোটগল্প
মিলির হাতে স্টেনগান, রেইনকোট, দুধভাতে উৎপাত, জাল স্বপ্ন স্বপ্নের জাল, ফোঁড়া, নিরুদ্দেশ যাত্রা ইত্যাদি।
উৎস
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago