আহসান হাবীবের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
A
সারাদুপুর
B
ছায়া হরিণ
C
রাত্রিশেষে
D
মেঘ বলে চৈত্রে যাবো
উত্তরের বিবরণ
আহসান হাবীব
-
জন্ম: ২ ফেব্রুয়ারি, ১৯১৭, শংকরপাশা, পিরোজপুর জেলা
-
পেশা: কবি ও সাংবাদিক
প্রকাশিত কাব্যগ্রন্থ:
-
রাত্রিশেষ (১৯৪৭) – কলকাতার কমরেড পাবলিশার্স থেকে প্রকাশিত।
-
কবিতাগুলো বিন্যস্ত চারটি ভাগে: প্রহর, প্রান্তিক, প্রতিভাস, পদক্ষেপ।
-
-
সারা দুপুর (১৯৬৪) – ঢাকা থেকে প্রকাশিত।
-
মোট ২৬টি কবিতা; কাব্যভাষা, ঐতিহ্যান্বেষণ ও বক্তব্য প্রকাশে পরিপক্ক।
-
অন্যান্য কাব্যগ্রন্থ:
-
মেঘ বলে চৈত্রে যাবো
-
দু’হাতে দুই আদিম পাথর
-
ছায়া হরিণ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
'বিদীর্ণ দর্পণে মুখ' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Created: 1 month ago
A
সুধীন্দ্রনাথ দত্ত
B
বিষ্ণু দে
C
নির্মলেন্দু গুণ
D
আহসান হাবীব
আহসান হাবীব ও তাঁর সাহিত্যকর্ম
-
‘বিদীর্ণ দর্পণে মুখ’
-
রচয়িতা: আহসান হাবীব
-
প্রকাশ: ১৯৮৫
-
ধরন: কাব্যগ্রন্থ
-
-
আহসান হাবীবের জীবন
-
জন্ম: ১৯১৭ সালের ২ ফেব্রুয়ারি, পিরোজপুর জেলার শংকরপাশা গ্রামে।
-
পেশা: কবি ও সাংবাদিক
-
সাহিত্যিক জীবন:
-
সপ্তম শ্রেণীতে অধ্যয়নকালে ১৯৩৩ সালে স্কুল ম্যাগাজিনে প্রবন্ধ ‘ধর্ম’ প্রকাশিত।
-
১৯৩৪ সালে দশম শ্রেণীতে ‘মায়ের কবর পাড়ে কিশোর’ কবিতা প্রকাশিত।
-
প্রথম কবিতার বই: ‘রাত্রিশেষ’, প্রকাশিত ১৯৪৭ সালে।
-
-
-
কাব্যগ্রন্থসমূহ
-
ছায়াহরিণ
-
সারা দুপুর
-
আশায় বসতি
-
মেঘ বলে চৈত্রে যাবো
-
দুহাতে দু আদিম পাথর
-
প্রেমের কবিতা
-
বিদীর্ণ দর্পণে মুখ
-
-
উপন্যাস
-
অরণ্য নীলিমা
-
রাণীখালের সাঁকো
-
-
শিশুতোষ গ্রন্থ
-
জ্যোৎস্না রাতের গল্প
-
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
-
ছুটির দিন দুপুরে
-
আহসান হাবীবের সাহিত্যচর্চা কাব্য, উপন্যাস ও শিশুতোষ সাহিত্য—সবক্ষেত্রেই বৈচিত্র্যময় ও প্রাসঙ্গিক।
0
Updated: 1 month ago
'রাত্রিশেষে' কাব্যগ্রন্থের লেখক কে?
Created: 1 month ago
A
আবুল হাসান
B
আহসান হাবীব
C
আবুল ফজল
D
আল মাহমুদ
রাত্রিশেষে কাব্যগ্রন্থ
কবি আহসান হাবীবের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ
প্রকাশিত: ১৯৪৭ সালের এপ্রিল, কলকাতার কমরেড পাবলিশার্স
কাব্যগ্রন্থে চার ভাগে কবিতাগুলো বিন্যস্ত
মোট কবিতার সংখ্যা: ২৮
আহসান হাবীব পরিচিতি
জন্ম: ২ ফেব্রুয়ারি ১৯১৭, পিরোজপুর জেলার শংকরপাশা গ্রামে
শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ: সারাদুপুর (১৯৬৪, ঢাকা), মোট কবিতার সংখ্যা: ২৬
কাব্যভাষা, ঐতিহ্যান্বেষণ ও বক্তব্য প্রকাশে পরিপক্ব
আহসান হাবীব রচিত অন্যান্য কাব্যগ্রন্থ
রাত্রিশেষ (প্রথম প্রকাশিত)
মেঘ বলে চৈত্রে যাবো
দু'হাতে দুই আদিম পাথর
ছায়া হরিণ
সারাদুপুর
আশায় বসতি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 1 month ago
‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ শিশুতোষ গ্রন্থটির লেখক কে?
Created: 2 weeks ago
A
আহসান হাবীব
B
অন্নদাশঙ্কর রায়
C
সেলিনা হোসেন
D
অতুলপ্রসাদ সেন
‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ হলো আহসান হাবীব রচিত একটি জনপ্রিয় শিশুতোষ গ্রন্থ, যেখানে শিশুমন, প্রকৃতি এবং নির্ভেজাল আনন্দের এক মনোমুগ্ধকর চিত্র অঙ্কিত হয়েছে। এই বইটি শিশু সাহিত্যে আহসান হাবীবের অবদানের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত।
আহসান হাবীব ছিলেন একজন প্রখ্যাত কবি ও সাংবাদিক, যিনি বাংলা সাহিত্যজগতে কবিতা ও শিশুসাহিত্য উভয় ক্ষেত্রেই অমরত্ব অর্জন করেছেন।
-
তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘রাত্রিশেষ’, যা প্রকাশিত হয় ১৯৪৭ সালে।
-
সাহিত্যকর্মে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬১) এবং একুশে পদক (১৯৭৮) লাভ করেন।
-
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ‘ছায়া হরিণ’ প্রকাশিত হয় ১৯৬২ সালে ঢাকা থেকে।
কাব্যগ্রন্থসমূহ—
-
রাত্রিশেষ (প্রথম প্রকাশিত)
-
মেঘ বলে চৈত্রে যাবো
-
দু’হাতে দুই আদিম পাথর
-
ছায়া হরিণ
-
বিদীর্ণ দর্পণে মুখ
শিশুতোষ গ্রন্থসমূহ—
-
ছোটদের পাকিস্তান
-
ছুটির দিন দুপুরে
-
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
আহসান হাবীবের সাহিত্যকর্মে গ্রামীণ জীবনের সহজ সরলতা, মানবিক অনুভব ও শিশুর নিষ্পাপ দৃষ্টিভঙ্গি বিশেষভাবে প্রতিফলিত হয়েছে, যা তাঁকে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ শিশুসাহিত্যিক ও কবি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
0
Updated: 2 weeks ago