5log105 - log1025 = কত?
A
log10 75
B
log10 25
C
log1015
D
log10125
উত্তরের বিবরণ
প্রশ্ন: 5log105 - log1025 = কত?
সমাধান:
= 5log105 - log1025
= 5log105 - log1052
= 5log105 - 2log105
= 3log105
= log1053
= log10125
0
Updated: 1 month ago
যদি (16)2x + 3 = (4)3x + 6 হয় তাহলে x এর মান কত?
Created: 1 month ago
A
0
B
1
C
2
D
4
প্রশ্ন: যদি (16)2x + 3 = (4)3x + 6 হয় তাহলে x এর মান কত?
সমাধান:(16)2x + 3 = (4)3x + 6
⇒ (42)2x + 3 = (4)3x + 6
⇒ (4)4x + 6 = (4)3x + 6
⇒ 4x + 6 = 3x + 6
⇒ 4x - 3x = 6 - 6
⇒ x = 0
⇒ (42)2x + 3 = (4)3x + 6
⇒ (4)4x + 6 = (4)3x + 6
⇒ 4x + 6 = 3x + 6
⇒ 4x - 3x = 6 - 6
⇒ x = 0
0
Updated: 1 month ago
ছয়টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার প্রথম তিনটির যোগফল ২৪ হলে শেষ তিনটির যোগফল কত হবে?
Created: 2 months ago
A
২৭
B
৩০
C
৩৩
D
৩৬
প্রশ্ন: ছয়টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার প্রথম তিনটির যোগফল ২৪ হলে শেষ তিনটির যোগফল কত হবে?
সমাধান:
ধরি,
ছয়টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে ক, (ক + ১), (ক + ২), (ক + ৩), (ক + ৪), (ক + ৫)
প্রশ্নমতে,
ক + (ক + ১) + (ক + ২) = ২৪
⇒ ৩ক + ৩ = ২৪
⇒ ৩ক = ২৪ - ৩
⇒ ৩ক = ২১
⇒ ক = ২১/৩
⇒ ক = ৭
অর্থাৎ শেষ তিনটি সংখ্যা হবে, (৭ + ৩) = ১০,
(৭ + ৪) = ১১ এবং (৭ + ৫) = ১২
∴ শেষ তিনটি সংখ্যার যোগফল = ১০ + ১১ + ১২ = ৩৩
0
Updated: 2 months ago