A
নিরুপায় হরিণী
B
নীড় সন্ধানী
C
নদী নিঃশেষিত হলে
D
শহরতলী
উত্তরের বিবরণ
‘নীড় সন্ধানী’ উপন্যাস
-
রচয়িতা: আনোয়ার পাশা
-
প্রকাশ সাল: ১৯৬৮
-
সারসংক্ষেপ:
‘নীড় সন্ধানী’ উপন্যাসে মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষা ও জীবনের অগাধ কামনার চিত্র ফুটে উঠেছে। মূল চরিত্র হাসানের কথায় উঠে আসে—“আমি বাঁচব”—যা উপন্যাসের নায়ক ও নায়িকার জীবনের মূল লক্ষ্য ও প্রেরণা হিসেবে কাজ করে। মানুষের বাঁচার আকাঙ্ক্ষা, উদ্যোগ, পরিশ্রম ও আত্মউদ্দেশ্য এ কাহিনিতে গভীরভাবে উপস্থাপিত হয়েছে।
আনোয়ার পাশার অন্যান্য সাহিত্যকর্ম:
-
উপন্যাস:
-
নিশুতি রাতের গাথা
-
নীড় সন্ধানী
-
রাইফেল রোটি আওরাত (মুক্তিযুদ্ধভিত্তিক)
-
-
গল্পগ্রন্থ:
-
নিরুপায় হরিণী
-
-
কাব্যগ্রন্থ:
-
নদী নিঃশেষিত হলে
-
সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী
-
তুলনামূলক:
-
মানিক বন্দ্যোপাধ্যায় রচিত শহরতলী উপন্যাসের সঙ্গে সমসাময়িক বাস্তবধর্মী ও সমাজভিত্তিক উপন্যাস হিসেবে তুলনা করা যেতে পারে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া

0
Updated: 1 day ago