আবদুল গাফ্ফার চৌধুরী
-
জীবনী:
আবদুল গাফ্ফার চৌধুরী ১৯৩৪ সালের ১২ই ডিসেম্বর বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি সাংবাদিক, সাহিত্যিক ও গীতিকবি হিসেবে পরিচিত। তিনি ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা। -
প্রথম গল্পগ্রন্থ:
-
কৃষ্ণপক্ষ
-
আবদুল গাফ্ফার চৌধুরীর প্রথম গল্পগ্রন্থ। অধিকাংশ গল্প ১৯৫০–৫১ সালে লেখা।
-
গ্রন্থ প্রকাশের আগে লেখক প্রাথমিক গল্পগুলোর ভাষা, আঙ্গিক ও কাহিনিগত ত্রুটি সমাধান করেছেন এবং দ্বিতীয় পর্যায়ের কয়েকটি গল্প (কৃষ্ণপক্ষ, পূর্বাশা, নাম ভূমিকা, ইতিহাস) যুক্ত করেছেন।
-
প্রাথমিক গল্প লেখায় তাকে উৎসাহ দিয়েছেন কবি আহসান হাবীব ও তালিম হোসেন।
-
-
-
রচিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
-
উপন্যাস:
-
চন্দ্রদ্বীপের উপাখ্যান, নাম না জানা ভোর, নীল যমুনা, শেষ রাত্রির চাঁদ
-
-
গল্পগ্রন্থ:
-
সম্রাটের ছবি, কৃষ্ণপক্ষ, সুন্দর হে সুন্দর
-
-
শিশুতোষ গ্রন্থ:
-
ডানপিটে শওকত
-
-
সম্পাদনা গ্রন্থ:
-
বাংলাদেশ কথা কয়
-
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ‘কৃষ্ণপক্ষ’ গল্পগ্রন্থ।