‘আয়না’ – আবুল মনসুর আহমেদ
-
রচনা ও প্রকাশ: বাংলা সাহিত্যে ব্যঙ্গরচনার জগতে আবুল মনসুর আহমেদের ‘আয়না’ একটি কালজয়ী গল্পগ্রন্থ। প্রকাশিত হয় ১৯৩৫ সালে।
-
ভূমিকা: কাজী নজরুল ইসলাম লিখেছিলেন—
“এমনি আয়নায় শুধু মানুষের বাইরের প্রতিচ্ছবিই দেখা যায়, কিন্তু আমার বন্ধু শিল্পী আবুল মনসুর যে আয়না তৈরী করেছেন, তাতে মানুষের অন্তরের রূপ ধরা পড়েছে। যে-সমস্ত মানুষ হরেক রকম মুখোশ পরে আমাদের সমাজে অবাধে বিচরণ করছে, আবুল মনসুরের আয়নার ভেতরে তাদের স্বরূপ-মূর্তি বন্য ভীষণতা নিয়ে ফুটে উঠেছে।”
‘আয়না’ গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত গল্পসমূহ:
-
হুযুর কেবলা
-
গো দেওতা কা দেশ
-
নায়েবে নবী
-
লীডরে কওম
-
মুজাহেদীন
-
বিদ্রোহী সংঘ
-
ধর্মরাজ্য
আবুল মনসুর আহমেদ রচিত অন্যান্য সাহিত্যকর্ম:
-
ব্যঙ্গরচনা:
-
আয়না
-
ফুড কনফারেন্স
-
গালিভারের সফরনামা
-
-
স্মৃতিকথা:
-
আত্মকথা (১৯৭৮, আত্মজীবনী)
-
আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর
-
শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু
-
-
উপন্যাস:
-
সত্যমিথ্যা
-
জীবন ক্ষুধা
-
আবে-হায়াৎ
-
-
অন্যান্য রচনা:
-
বাংলাদেশের কালচার
-
আসমানী পর্দা
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া