আফ্রিকা মহাদেশের মানচিত্রে Horns of Africa-তে কোন দেশটি অবস্থিত?
A
ইথিওপিয়া
B
নাইজেরিয়া
C
কেনিয়া
D
সুদান
উত্তরের বিবরণ
ইথিওপিয়া
-
ইথিওপিয়া আফ্রিকার একটি রাষ্ট্র।
-
এর উত্তর ও উত্তর-পূর্বে ইরিত্রিয়া, পূর্বদিকে জিবুতি ও সোমালিয়া, পশ্চিমে সুদান এবং দক্ষিণে রয়েছে কেনিয়া।
-
পূর্বে দেশটি 'আবিসিনিয়া' নামে পরিচিত ছিল।
-
রাজধানী ও বৃহত্তম শহর: আদ্দিস আবাবা।
-
শাসনব্যবস্থা: ফেডারেল পার্লামেন্টারি রিপাবলিক।
-
আইনসভা দুটি কক্ষে বিভক্ত:
-
উচ্চকক্ষ: হাউজ অব ফেডারেশন
-
নিম্নকক্ষ: হাউজ অব পিপলস রিপ্রেজেন্টেটিভস
-
-
মুদ্রার নাম: বির
-
সরকারি ভাষা: আমহারি
অতিরিক্ত তথ্য:
-
আফ্রিকার পূর্বাঞ্চলের 'আফ্রিকার শিং' (Horn of Africa) অঞ্চলে ইরিত্রিয়া, ইথিওপিয়া, জিবুতি ও সোমালিয়া অন্তর্ভুক্ত।
তথ্যসূত্র:
i) World Atlas
ii) Britannica

0
Updated: 3 months ago
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫ অনুযায়ী, কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে?
Created: 6 days ago
A
আফগানিস্তান
B
বুরকিনা ফাসো
C
সিরিয়া
D
সোমালিয়া
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক (Global Terrorism Index) ২০২৫ অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশের সন্ত্রাসবাদ সংক্রান্ত ঝুঁকির মাত্রা পরিমাপ করা হয়েছে। এই সূচক অস্ট্রেলিয়াভিত্তিক Institute for Economics & Peace (IEP) কর্তৃক মার্চ ২০২৫-এ প্রকাশিত রিপোর্ট Global Terrorism Index 2025: Measuring the Impact of Terrorism-এ তুলে ধরা হয়েছে।
-
বাংলাদেশের অবস্থান: বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৪ অনুযায়ী বাংলাদেশ ৩৫তম স্থানে রয়েছে।
-
সবচেয়ে ঝুঁকিপূর্ণ ৫টি দেশ (২০২৫):
-
প্রথম: বুরকিনা ফাসো
-
দ্বিতীয়: পাকিস্তান
-
তৃতীয়: সিরিয়া
-
চতুর্থ: মালি
-
পঞ্চম: নাইজার
-

0
Updated: 6 days ago
COMESA কোন মহাদেশের বাণিজ্যিক ব্লক?
Created: 1 day ago
A
আফ্রিকা
B
ইউরোপ
C
এশিয়া
D
দক্ষিণ আমেরিকা
COMESA হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের একটি আঞ্চলিক বাণিজ্যিক ব্লক, যা সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে।
-
পূর্ণরূপ: Common Market for Eastern and Southern Africa
-
প্রাথমিক রূপ: Preferential Trade Area (PTA) নামে যাত্রা শুরু করে
-
রূপান্তর: ৮ ডিসেম্বর, ১৯৯৪ সালে PTA থেকে COMESA-তে রূপান্তরিত হয়
-
সদস্য দেশ সংখ্যা: ২১টি
-
সদর দপ্তর: লুসাকা, জাম্বিয়া
অতিরিক্ত তথ্য হিসেবে বলা যায়, COMESA হলো আফ্রিকার বৃহত্তম আঞ্চলিক অর্থনৈতিক সম্প্রদায়গুলোর একটি, যার মূল লক্ষ্য হলো অঞ্চলভিত্তিক মুক্তবাণিজ্য, শুল্ক হ্রাস, অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগ বৃদ্ধি।

0
Updated: 1 day ago
আফ্রিকা মহাদেশে মোট কয়টি দেশ রয়েছে?
Created: 2 weeks ago
A
৪৮টি
B
৫০টি
C
৫২টি
D
৫৪টি
আফ্রিকা মহাদেশ
অবস্থান ও আয়তন:
পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ।
মধ্যভাগ দিয়ে বিষুবরেখা (নিরক্ষরেখা) অতিক্রম করে।
আয়তন: ১১,৭২৪,০০০ বর্গ মাইল (৩০,৩৬৫,০০০ বর্গ কিমি)।
সীমান্ত:
উত্তর: ভূ-মধ্যসাগর
দক্ষিণ: দক্ষিণ মহাসাগর
পূর্ব: ভারত মহাসাগর ও লোহিত সাগর
পশ্চিম: আটলান্টিক মহাসাগর
দেশ ও আয়তন অনুযায়ী তথ্য:
আফ্রিকায় মোট ৫৪টি দেশ অবস্থিত।
আয়তনে সবচেয়ে বড় দেশ: আলজেরিয়া
আয়তনে সবচেয়ে ছোট দেশ: সিচেলিস
বিভিন্ন মহাদেশে দেশের সংখ্যা
মহাদেশ দেশের সংখ্যা
আফ্রিকা ৫৪
এশিয়া ৪৮
ইউরোপ ৪৪
উত্তর আমেরিকা ২৩
অস্ট্রেলিয়া/ওশেনিয়া ১৪
দক্ষিণ আমেরিকা ১২
তথ্যসূত্র: worldatlas.com

0
Updated: 2 weeks ago