আবুল কালাম শামসুদ্দীন দীর্ঘ বাইশ বছর কোন পত্রিকা সম্পাদনা করেন?
A
দৈনিক আজাদ
B
মাসিক মোহাম্মদী
C
দৈনিক সোলতান
D
সাপ্তাহিক মোসলেম জগৎ
উত্তরের বিবরণ
আবুল কালাম শামসুদ্দীন
-
জীবনী:
আবুল কালাম শামসুদ্দীন (১৮৯৭–১৯৭৮) ছিলেন সাংবাদিক ও সাহিত্যিক। তিনি ১৮৯৭ সালের ৩ নভেম্বর ময়মনসিংহ জেলার ত্রিশালে জন্মগ্রহণ করেন।-
১৯২২ সালে মাসিক মোহাম্মদী পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু।
-
পরে সম্পাদনা করেছেন সাপ্তাহিক মোসলেম জগৎ, দি মুসলমান, দৈনিক সোলতান, মাসিক মোহাম্মদী ইত্যাদি।
-
১৯৩৬ সালে যোগদান করেন দৈনিক আজাদ পত্রিকায় এবং ১৯৪০–১৯৬২ পর্যন্ত এর সম্পাদকের দায়িত্ব পালন করেন।
-
১৯৬৪ সালে প্রেস ট্রাস্ট অব পাকিস্তান পরিচালিত দৈনিক পাকিস্তান পত্রিকার সম্পাদক নিযুক্ত হন এবং ১৯৭২ সালে অবসর গ্রহণ করেন।
-
-
প্রকাশিত ও অনূদিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
-
পোড়োজমি বা অনাবাদী জমি
-
ত্রিস্রোতা
-
খরতরঙ্গ
-
দৃষ্টিকোণ
-
নতুন চীন নতুন দেশ
-
দিগ্বিজয়ী তাইমুর
-
ইলিয়ড (অনুবাদ)
-
পলাশী থেকে পাকিস্তান
-
অতীত দিনের স্মৃতি
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞেসা; বাংলাপিডিয়া।
0
Updated: 1 month ago
'মাটির দেয়াল' - কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Created: 1 month ago
A
অদ্বৈত মল্লবর্মণ
B
অমিয় চক্রবর্তী
C
আবু জাফর শামসুদ্দীন
D
অন্নদাশঙ্কর রায়
অমিয় চক্রবর্তী ১০ এপ্রিল ১৯০১ পশ্চিমবঙ্গের হুগলীর শ্রীরামপুরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কবি, গবেষক ও শিক্ষাবিদ এবং তিরিশের পঞ্চকবির মধ্যে অন্যতম। তিনি ১৯২১ সালে পাটনা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ পাস করেন এবং শান্তিনিকেতনের গবেষণা বিভাগে যোগ দেন। পরে ১৯২৬ থেকে ১৯৩৩ সালের মধ্যে তিনি রবীন্দ্রনাথের সাহিত্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর প্রথম প্রকাশিত বই ‘কবিতাবলী’ (১৯২৪-২৫)। স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে তিনি ‘বাংলাদেশ’ কবিতা রচনা করেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে ‘দেশিকোত্তম’ (১৯৬৩) এবং ভারত সরকার ‘পদ্মভূষণ’ (১৯৭০) উপাধিতে ভূষিত করেন। তিনি ১৯৮৬ সালের ১২ জুন শান্তিনিকেতনে মৃত্যুবরণ করেন।
-
অমিয় চক্রবর্তীর রচিত কাব্যগ্রন্থ:
-
খসড়া
-
এক মুঠো
-
মাটির দেয়াল
-
অভিজ্ঞান বসন্ত
-
অনিঃশেষ
-
0
Updated: 1 month ago
কোনটি আবদুল কাদিরের উপাধি?
Created: 1 month ago
A
ছান্দসিক কবি
B
কলমসৈনিক
C
সাহিত্যবিশারদ
D
ছন্দের রাজা
0
Updated: 1 month ago
আবুল কালাম শামসুদ্দীন নিচের কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন?
Created: 1 month ago
A
মোসলেম ভারত
B
দৈনিক আজাদ
C
সমকাল
D
উত্তরাধিকার
আবুল কালাম শামসুদ্দীন পরিচিতি
জন্ম: ৩ নভেম্বর ১৮৯৭, ময়মনসিংহ জেলার ত্রিশাল
পেশা: সাংবাদিক ও সাহিত্যিক
শিক্ষা:
১৯১৯: ঢাকা কলেজ থেকে আইএ পাস
কলকাতার রিপন কলেজে বিএ ভর্তি (পরবর্তীতে খিলাফত ও অসহযোগ আন্দোলনের কারণে বিএ পরীক্ষা না দেওয়া)
১৯২১: কলকাতার গৌড়ীয় সুবর্ণ বিদ্যায়তন থেকে উপাধি পরীক্ষা পাশ
সম্পাদকীয় কার্যক্রম
১৯২৩: সহযোগী সম্পাদক, দৈনিক মোহাম্মদী
১৯২৬: সওগাত পত্রিকার সম্পাদনা বিভাগে কর্মরত
১৯৩৬: দৈনিক আজাদ পত্রিকার সম্পাদনা বিভাগে যোগদান, দীর্ঘ ২২ বছর দায়িত্ব পালন
দৈনিক আজাদের প্রতিষ্ঠাতা সম্পাদক: মওলানা মুহাম্মদ আকরাম খাঁ
রচিত গ্রন্থসমূহ
কচি পাতা (শিশুসাহিত্য)
ত্রিস্রোতা (অনুবাদ)
পোড়োজমি বা অনাবাদী জমি
দৃষ্টিকোণ (প্রবন্ধ সংকলন)
ইলিয়ড (বঙ্গানুবাদ)
পলাশী থেকে পাকিস্তান (ইতিহাস)
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago