A
আবুল হুসেন
B
আবদুল কাদির
C
আবু জাফর ওবায়দুল্লাহ
D
কাজী আব্দুল ওদুদ
উত্তরের বিবরণ
আবদুল কাদির ও তাঁর সাহিত্যকর্ম
-
আবদুল কাদির (১৯০৬-১৯৮৪) ছিলেন কবি, প্রাবন্ধিক, ছন্দসিক ও সম্পাদক।
-
তিনি মুসলিম সাহিত্য সমাজ (১৯২৬, ঢাকা) প্রতিষ্ঠা ও বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ছিলেন।
-
সংগঠনের মুখপত্র বার্ষিক শিখা (১৯২৭) পত্রিকার প্রকাশক ও লেখক হিসেবেও তিনি বিশেষ ভূমিকা পালন করেন।
-
বাংলা সাহিত্যে তাঁর কাব্যগ্রন্থ ‘দিলরুবা’ ও ‘উত্তর বসন্ত’ তাঁকে স্থায়ী আসন এনে দেয়। তাঁর কবিতা পাঠ করে রবীন্দ্রনাথ ঠাকুরও প্রশংসা করেছিলেন।
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
দিলরুবা
-
উত্তর বসন্ত
অন্যান্য গুরুত্বপূর্ণ রচনা:
-
বাংলা কাব্যের ইতিহাস: মুসলিম সাধনার ধারা
-
কবি নজরুল
-
ছন্দসমীক্ষণ
-
বাংলা ছন্দের ইতিবৃত্ত
-
কাজী আব্দুল ওদুদ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া

0
Updated: 1 day ago
‘লোকায়ত সাহিত্য’ - প্রবন্ধগ্রন্থটির রচয়িতা কে?
Created: 5 days ago
A
আবদুল কাদির
B
মানিক বন্দ্যোপাধ্যায়
C
অদ্বৈত মল্লবর্মণ
D
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
আবদুল কাদির (১৯০৬-১৯৮৪)
পরিচয়: কবি, প্রাবন্ধিক, ছন্দসিক, সম্পাদক
সংগঠন ও কার্যক্রম:
মুসলিম সাহিত্য সমাজ (১৯২৬) – ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম উদ্যোক্তা
বার্ষিক শিখা (১৯২৭) পত্রিকার প্রকাশক ও লেখক
'লোকায়ত সাহিত্য' প্রবন্ধ
রচয়িতা: আবদুল কাদির
প্রকাশ: ১৯৮৫ (মৃত্যুর পর বাংলা একাডেমি থেকে)
বিষয়: লোকায়ত সাহিত্য ও এর প্রভাব
অন্যান্য উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ
বাংলা কাব্যের ইতিহাস: মুসলিম সাধনার ধারা
কবি নজরুল
কাজী আব্দুল ওদুদ
উল্লেখযোগ্য অন্যান্য গ্রন্থ
দিলরুবা
উত্তর বসন্ত
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 5 days ago