রিওডি জেনিরিওতে অনুষ্ঠিত 'ধরিত্রী সম্মেলন'-এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল?
A
১৫০
B
১৫৬
C
১৭৮
D
১৭৯
উত্তরের বিবরণ
ধরিত্রী সম্মেলন (Earth Summit)
১৯৯২ সালের ৩ থেকে ১৪ জুন পর্যন্ত ব্রাজিলের রিও ডি জেনিরোতে প্রথমবারের মতো জাতিসংঘ আয়োজিত পরিবেশ ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন ‘রিও সামিট’, ‘রিও কনফারেন্স’ কিংবা ‘ধরিত্রী সম্মেলন’ নামেও পরিচিত।
এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ চুক্তি গৃহীত হয়, যা পরবর্তীতে ‘কিয়োটো প্রোটোকল’ নামে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। এই চুক্তির অন্যতম মূলনীতি ছিল ‘Polluter Pays Principle’ বা ‘দূষণকারীই খরচ বহন করবে’ নীতি।
সম্মেলনের উল্লেখযোগ্য ফলাফলের মধ্যে রয়েছে পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত রিও ঘোষণা এবং এজেন্ডা ২১, যা টেকসই উন্নয়নের রূপরেখা হিসেবে বিবেচিত।
বিশ্বের ১৭৯টি দেশের রাষ্ট্রপ্রধান, কূটনীতিক, বিজ্ঞানী, গণমাধ্যমের প্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) সদস্যরা এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন।
উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
0
Updated: 5 months ago
গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) গঠন করা হয় কোন সম্মেলনের মাধ্যমে?
Created: 1 month ago
A
COP-16
B
COP-15
C
COP-13
D
COP-17
গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund)
• গঠিত: ২০১০ সালে মেক্সিকোর ক্যানকুনে অনুষ্ঠিত COP-16 সম্মেলনে
• গঠনকারী সংস্থা: জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC)
• সদর দপ্তর: দক্ষিণ কোরিয়ার ইয়েনচিয়ন
• উদ্দেশ্য: উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা করা
• লক্ষ্য: প্রতি বছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা
COP (Conference of the Parties)
• সংক্ষিপ্ত রূপ: COP
• প্রতি বছর অনুষ্ঠিত: ১৯৯৫ সাল থেকে
• পরবর্তী সম্মেলন: COP-30, ২০২৫ সালে ব্রাজিলে
সূত্র: গ্রিন ক্লাইমেট ফান্ড ও UNFCCC ওয়েবসাইট
0
Updated: 1 month ago
Green Climate Fund গঠন করা হয় কোন সম্মেলনের মাধ্যমে?
Created: 3 weeks ago
A
COP-19
B
COP-10
C
COP-16
D
COP-14
Green Climate Fund বা গ্রিন ক্লাইমেট ফান্ড হলো জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি তহবিল, যা উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা প্রদান করে। এই তহবিল প্রতিষ্ঠিত হয় ২০১০ সালে মেক্সিকোর কানকুনে অনুষ্ঠিত COP-16 সম্মেলনে এবং এর সদর দপ্তর দক্ষিণ কোরিয়ার ইয়েনচিয়নে অবস্থিত। তহবিলের লক্ষ্য বছরে ১০০ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা।
• COP বা “Conference of the Parties” হলো জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন, যা ১৯৯২ সালে গৃহীত ফ্রেমওয়ার্কের অধীনে পরিচালিত হয়।
• ফ্রেমওয়ার্কের মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবিলা করা।
• জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয় এবং ১৯৯৫ সাল থেকে নিয়মিত আয়োজিত হচ্ছে।
• ২০২৫ সালে COP-30 অনুষ্ঠিত হবে ব্রাজিলে, যা জলবায়ু নীতি ও তহবিল ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ বৈশ্বিক আলোচনার অংশ হবে।
• Green Climate Fund আন্তর্জাতিক সহযোগিতা ও অর্থায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন ও জলবায়ু প্রতিরোধমূলক প্রকল্পগুলো সমর্থন করে।
0
Updated: 3 weeks ago
'COP' এর পূর্ণরূপ কী?
Created: 3 weeks ago
A
Conference of the Protocol
B
Conference of the Parties
C
Committee of Operations and Planning
D
Conference of the Party
কপ সম্মেলন বা Cop Conference হলো জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সভা। এই সম্মেলনের মূল লক্ষ্য হলো Climate Action এবং জলবায়ু সংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা তৈরি ও সমন্বয় করা।
-
COP-এর পূর্ণরূপ হলো Conference of the Parties।
-
জলবায়ু সংক্রান্ত জাতিসংঘের রূপরেখা সম্মেলন বা UNFCCC কার্যকর হয় ১৯৯৪ সালে।
-
প্রথম COP-1 অনুষ্ঠিত হয় জার্মানির বার্লিন শহরে ১৯৯৫ সালে।
-
UNFCCC-এর সদস্য দেশসমূহ এই জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করে।
-
COP-30 অনুষ্ঠিত হবে ২০২৫ সালে ব্রাজিলে।
-
এই সম্মেলনের জন্য জাতিসংঘ আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাকে নির্বাচন করেছে।
0
Updated: 3 weeks ago