A
ওরা কদম আলী
B
কোকিলারা
C
গিনিপিগ
D
ওরা আছে বলেই
উত্তরের বিবরণ
‘কোকিলারা’ নাটক
-
কোকিলারা আবদুল্লাহ আল মামুন রচিত এক চরিত্র নির্ভর নাটক।
-
গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৯০ খ্রিষ্টাব্দে, তবে ঢাকা গাইড হাউজ মিলনায়তনে ১৯৮৯ খ্রিষ্টাব্দের ১৯শে জানুয়ারি প্রথম অভিনীত হয়।
-
নাটকের কাহিনী বাংলাদেশি নারীদের তিনটি রূপকে কেন্দ্র করে, তিন কোকিলা।
আবদুল্লাহ আল মামুনের অন্যান্য বিখ্যাত নাটক:
-
শপথ
-
সুবচন নির্বাসনে
-
এখনও দুঃসময়
-
এবার ধরা দাও
-
শাহজাদীর কালো নেকাব
-
এখনও ক্রীতদাস
-
কোকিলারা
অন্য নাট্যকারদের রচিত নাটক (উদাহরণ):
-
মামুনুর রশীদ:
-
ওরা কদম আলী
-
ওরা আছে বলেই
-
মে দিবস
-
ইবলিশ
-
এখানে নোঙর
-
গিনিপিগ
-
সমতট
-
পাথর
-
লেবেদেফ
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 day ago
'সুবচন নির্বাসনে' আব্দুল্লাহ আল মামুন রচিত কোন ধরনের গ্রন্থ?
Created: 5 days ago
A
কাব্যগ্রন্থ
B
নাটক
C
উপন্যাস
D
প্রবন্ধগ্রন্থ
সুবচন নির্বাসনে
-
রচয়িতা: আব্দুল্লাহ আল মামুন
-
নাটকটি দেশের একটি মধ্যবিত্ত পরিবারের পটভূমিতে রচিত।
-
প্রধান চরিত্র: বাবা (স্কুল শিক্ষক), ছেলে খোকন, ছেলে তপন, মেয়ে রানু।
-
কাহিনীর মূল বিষয়:
-
বাবা সমাজে প্রচলিত চিরন্তন কিছু সুবচনে বিশ্বাস করেন।
-
বড় ছেলে খোকন বাবার আদর্শে চলার চেষ্টা করে, কিন্তু সমাজে তার পদে-পদে হোঁচট লাগে।
-
স্বাধীনতার পর দেশে ধীরে ধীরে সুবচনের স্থল নীতিহীনতা, কপটতা ও ভণ্ডামি দখল করে।
-
আব্দুল্লাহ আল মামুন পরিচিতি
-
জন্ম: ১২ জুলাই ১৯৪৩, জামালপুর জেলা সদরের আমলা পাড়া
-
পেশা: নাট্যরচয়িতা, নাট্যাভিনেতা
-
প্রথম প্রকাশিত নাটক: শপথ (১৯৬৪)
-
উল্লেখযোগ্য নাটক: কোকিলারা (১৯৯০)
-
মৃত্যু: ২১ আগস্ট ২০০৮
অন্যান্য নাটক
-
সুবচন নির্বাসনে
-
এখন দুঃসময়
-
এবার ধরা দাও
-
শাহজাদীর কাল নেকাব
-
চারদিকে যুদ্ধ
-
এখনও ক্রীতদাস
-
কোকিলারা
-
মেরাজ ফকিরের মা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 5 days ago