আবদুল মান্নান সৈয়দ
-
আবদুল মান্নান সৈয়দের একটি বিখ্যাত উপন্যাস হলো "পোড়ামাটির কাজ", যা ১৯৮২ সালে প্রকাশিত হয়।
জীবনীসংক্ষেপ:
-
তিনি ১৯৪৩ সালের ৩ আগস্ট পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণায় জন্মগ্রহণ করেন।
-
প্রথম জীবনে তিনি 'অশোক সৈয়দ' ছদ্মনাম ব্যবহার করতেন।
-
তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮১), নজরুল পুরস্কার (১৯৯৮), নজরুল পদক (২০০১) প্রভৃতি পদক ও পুরস্কার লাভ করেছেন।
-
তিনি ২০১০ সালের ৫ই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
উপন্যাসসমূহ:
-
পরিপ্রেক্ষিতের দাস-দাসী
-
শ্রাবস্তীর দিনরাত্রি
-
অ-তে অজগর
-
পোড়ামাটির কাজ
-
ক্ষুধা প্রেম আগুন
ছোটগল্পসমূহ:
-
সত্যের মতো বদমাশ
-
চলো যাই পরোক্ষে
-
মৃত্যুর অধিক লাল ক্ষুধা
-
নেকড়ে হায়েনা আর তিন পরী ইত্যাদি
স্মৃতিকথা:
-
স্মৃতির নোটবুক
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।