পানি কোন তাপমাত্রায় বরফে পরিণত হয়?০ °C
A
০ °C
B
৪ °C
C
৩৯ °C
D
১০০ °C
উত্তরের বিবরণ
পানি:
- পানির ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভর করে।
- ৪°C সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি।
- ০°C তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়।
- ১০০°C সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়।
- এই তাপমাত্রায় পানির ঘনত্ব ১গ্রাম/সি.সি. বা ১০০০ কেজি/মিটার৩।
- ১ কিউবিক মিটার পানির ভর হলো ১০০০ কেজি।
- প্রমাণ চাপে অর্থাৎ ৭৬০ মি মি পারদ চাপে পানি ১০০° সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়।
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি; বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
0
Updated: 1 month ago
তাপমাত্রার এস.আই একক কী?
Created: 2 weeks ago
A
ক্যালরি
B
কেলভিন
C
সেলসিয়াস
D
ফারেনহাইট
তাপমাত্রা (Temperature) হলো কোনো বস্তুর তাপীয় অবস্থার পরিমাপ, যা নির্ধারণ করে একটি বস্তু থেকে অন্য বস্তুর দিকে তাপ প্রবাহের দিক। অর্থাৎ, তাপ সর্বদা উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে প্রবাহিত হয়।
-
তাপমাত্রা মূলত বস্তুর অণুগুলোর গড় গতিশক্তির (Average kinetic energy) পরিমাপক।
-
তাপমাত্রার এস.আই. একক হলো কেলভিন (K)।
-
এছাড়াও সাধারণভাবে ব্যবহৃত দুটি একক হলো সেলসিয়াস বা সেন্টিগ্রেড (°C) এবং ফারেনহাইট (°F)।
-
তাপমাত্রা পরিমাপের যন্ত্র হলো থার্মোমিটার, যা পারদ বা অ্যালকোহল দ্বারা কাজ করে।
-
তাপের প্রবাহ সবসময় তাপমাত্রার পার্থক্যের ওপর নির্ভর করে; সমান তাপমাত্রায় কোনো তাপ প্রবাহ ঘটে না।
-
দুটি বস্তুর তাপমাত্রা সমান হলেও তাদের মধ্যে মোট তাপের পরিমাণ (heat content) ভিন্ন হতে পারে, কারণ তাপের পরিমাণ নির্ভর করে বস্তুর ভর ও তাপ ধারকের ওপর।
-
তাপমাত্রা ও তাপ দুটি ভিন্ন ধারণা—তাপ হলো শক্তির রূপ, আর তাপমাত্রা হলো সেই শক্তির তীব্রতার পরিমাপক।
0
Updated: 2 weeks ago
কোন তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়?
Created: 1 month ago
A
০° C
B
৪° C
C
৩৩° C
D
১০০° C
পানির ধর্ম (Properties of Water)
-
পানির ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভরশীল।
-
৪° সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক।
-
০° সেলসিয়াস তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়।
-
১০০° সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়।
-
এই তাপমাত্রায় পানির ঘনত্ব ১ গ্রাম/সি.সি. বা ১০০০ কেজি/মিটার³।
-
১ কিউবিক মিটার পানির ভর হলো ১০০০ কেজি।
-
৭৬০ মিমি পারদ চাপে পানি ১০০° সেলসিয়াসে বাষ্পে রূপান্তরিত হয়।
উৎস:
0
Updated: 1 month ago
বায়ুমণ্ডলের কোন স্তর সবচেয়ে শীতলতম তাপমাত্রা ধারণ করে?
Created: 1 month ago
A
তাপমণ্ডল
B
স্ট্র্যাটোমণ্ডল
C
মেসোমণ্ডল
D
এক্সোমণ্ডল
মেসোমণ্ডল (Mesosphere)
-
সংজ্ঞা: স্ট্রাটোবিরতির উপরে প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তর হলো মেসোমণ্ডল।
-
এই স্তরের উপরে তাপমাত্রা হ্রাস বন্ধ হয়ে যায়; একে মেসোবিরতি (Mesopause) বলে।
মেসোমণ্ডলের বৈশিষ্ট্য
-
ট্রপোমণ্ডলের মতো এখানেও উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা ক্রমশ হ্রাস পায় এবং সর্বনিম্ন –৮৩° সেলসিয়াস পর্যন্ত নেমে যায়।
-
এটি বায়ুমণ্ডলের সবচেয়ে শীতল স্তর।
-
মহাকাশ থেকে পৃথিবীর দিকে ধাবিত হওয়া অধিকাংশ উল্কা (Meteor) এই স্তরে এসে জ্বলে-পুড়ে যায়।
তাপমণ্ডল (Thermosphere)
-
সংজ্ঞা: মেসোবিরতির উপরে প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তর হলো তাপমণ্ডল।
-
এ স্তরের বায়ু খুবই হালকা এবং বায়ুচাপ অতি সামান্য।
-
তাপমণ্ডলের নিচের অংশকে আয়নমণ্ডল (Ionosphere) বলা হয়।
তাপমণ্ডলের বৈশিষ্ট্য
-
এ স্তরে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ১৪৮০° সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়।
-
উপরের স্তরে তাপমাত্রা তুলনামূলকভাবে প্রায় স্থির থাকে।
-
তীব্র সৌর বিকিরণের ফলে রঞ্জন রশ্মি (X-ray) ও অতিবেগুনি রশ্মি (UV ray) এর সংঘাতে বায়ু আয়নিত হয়।
-
ভূপৃষ্ঠ থেকে প্রেরিত বেতার তরঙ্গ (Radio waves) আয়নমণ্ডলের আয়নের সাথে প্রতিফলিত হয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম–দশম শ্রেণি
0
Updated: 1 month ago