A
Sultana's Dream
B
মতিচূর
C
পদ্মরাগ
D
অবরোধবাসিনী
উত্তরের বিবরণ
রোকেয়া সাখাওয়াত হোসেন
-
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক, সমাজসংস্কারক এবং নারী জাগরণ ও নারীর অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তাঁকে মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে গণ্য করা হয়।
-
তিনি ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন।
-
স্বামীর প্রেরণায় তিনি সাহিত্যচর্চা শুরু করেন এবং সমকালীন মুসলমান সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে লেখনী ধারণ করেন।
-
সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল ও আনজুমান-ই-খাওয়াতীন-ই-ইসলাম প্রতিষ্ঠা করে তিনি মুসলিম নারীদের শিক্ষা ও সংস্কৃতির অগ্রযাত্রায় বিশাল অবদান রাখেন।
-
তাঁর ইংরেজি রচনা Sultana's Dream বাংলায় তিনি নিজেই অনুবাদ করেন সুলতানার স্বপ্ন নামে। এটি একটি প্রতীকী রচনা, যেখানে Lady Land বা নারীস্থান মূলত রোকেয়ারই স্বপ্নকল্পনার প্রতীক।
উল্লেখযোগ্য রচনা:
-
মতিচুর (প্রবন্ধ),
-
Sultana's Dream / সুলতানার স্বপ্ন (নকশাধর্মী রচনা),
-
পদ্মরাগ (উপন্যাস),
-
অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ)।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া।

0
Updated: 1 day ago
বেগম রোকেয়ার রচনা কোনটি?
Created: 3 months ago
A
ভাষা ও সাহিত্য
B
আয়না
C
লালসালু
D
অবরোধবাসিনী
• 'অবরোধবাসিনী' গদ্যগ্রন্থ:
- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি নকশাধর্মী গদ্যগ্রন্থ 'অবরোধবাসিনী'।
- এই গ্রন্থে মোট ৪৭টি ঘটনা অনুগল্প আকারে লেখা হয়েছে।
- এই গ্রন্থের মাধ্যমে বেগম রোকেয়া গল্প আকারে পর্দা প্রথার ফলে নারীদের অবস্থা সবার কাছে উপস্থাপন করেছেন। ঘটনাগুলো সব বাস্তব জীবন থেকে নেওয়া।
অন্যদিকে,
• 'ভাষা ও সাহিত্য' নামে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ও মুহম্মদ আবদুল হাই দুজনই গ্রন্থ রচনা করেছেন।
• আবুল মনসুর আহমদ রচিত বিখ্যাত রঙ্গ-ব্যঙ্গ সাহিত্য ‘আয়না’।
• সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস 'লালসালু'।
------------------------
• বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন:
- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক, সমাজ সংস্কারক এবং নারী জাগরণ ও নারীর অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
- তাঁকে মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে গণ্য করা হয়।
- রোকেয়া সাখাওয়াত হোসেন ৯ই ডিসেম্বর ১৮৮০ সালে রংপুর জেলায় পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন।
- স্বামীর প্রেরণায় তিনি সাহিত্যচর্চা শুরু করেন। সমকালীন মুসলমান সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেন।
- সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল ও আনজুমান -ই- খাওয়াতীন -ই- ইসলাম প্রতিষ্ঠা করে তিনি মুসলমান নারীদের শিক্ষা ও সংস্কৃতির পথে অগ্রসর হতে সাহায্য করেন।
তাঁর উলেখযোগ্য রচনার মধ্যে রয়েছে:
- মতিচূর (প্রবন্ধ),
- Sultana’s Dream (নকশাধর্মী রচনা),
- পদ্মরাগ (উপন্যাস),
- অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ) প্রভৃতি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 3 months ago