A
IJSG
B
APEC
C
SAARC
D
ADB
উত্তরের বিবরণ
IJSG (International Jute Study Group)
-
পূর্ণরূপ: International Jute Study Group
-
এটি ইন্টারন্যাশনাল জুট অর্গানাইজেশন (IJO)-এর উত্তরসূরী সংস্থা।
-
গঠন করা হয় ২৭ এপ্রিল, ২০০২ সালে।
-
সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
-
এটি UNCTAD (United Nations Conference on Trade and Development) এর একটি সহযোগী সংস্থা।
-
প্রধান উদ্দেশ্য: পাট ও কেনাফের আন্তর্জাতিক বাণিজ্যে স্বচ্ছতা নিশ্চিত করা।
-
এটি প্রতিষ্ঠিত হয় মার্চ ২০০০ - এপ্রিল ২০০১ পর্যন্ত জেনেভাতে অনুষ্ঠিত UNCTAD সম্মেলনের ফলস্বরূপ।
APEC (Asia-Pacific Economic Cooperation)
-
পূর্ণরূপ: Asia-Pacific Economic Cooperation
-
এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
-
প্রতিষ্ঠিত হয় ১৯৮৯ সালে।
-
সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
-
প্রতিষ্ঠাতা দেশ: ১২টি
-
বর্তমান সদস্য সংখ্যা: ২১টি
SAARC (South Asian Association for Regional Cooperation)
-
পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation
-
এটি দক্ষিণ এশিয়ার দেশসমূহের একটি আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
-
প্রতিষ্ঠিত হয় ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে ঢাকায়।
-
সদর দপ্তর: কাঠমুন্ডু, নেপাল।
-
বর্তমান সদস্য সংখ্যা: ৮টি
ADB (Asian Development Bank)
-
পূর্ণরূপ: Asian Development Bank
-
এটি এশীয় উন্নয়ন ব্যাংক হিসেবে পরিচিত।
-
প্রতিষ্ঠিত হয় ২২ আগস্ট, ১৯৬৬ সালে এবং কার্যক্রম শুরু করে ১৯ ডিসেম্বর, ১৯৬৬।
-
সদর দপ্তর: ম্যানিলা, ফিলিপাইন।
-
বর্তমান সদস্য সংখ্যা: ৬৮টি
-
বর্তমান প্রেসিডেন্ট: মাসাতসুগু আসাকাওয়া
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 2 months ago