আজ থেকে তিন দিন পর যদি বৃহস্পতিবার হয়, তবে গত পরশুর আগের দিন কি বার ছিল?
A
বৃহস্পতিবার
B
শুক্রবার
C
শনিবার
D
রবিবার
উত্তরের বিবরণ
প্রশ্ন: আজ থেকে তিন দিন পর যদি বৃহস্পতিবার হয়, তবে গত পরশুর আগের দিন কি বার ছিল?
সমাধান:
আজ থেকে তিন দিন পর বৃহস্পতিবার হলে, আজ সোমবার।
তাই, আজ = সোমবার
গতকাল = রবিবার
গত পরশু = শনিবার
গত পরশুর আগের দিন = শুক্রবার
0
Updated: 1 month ago
যদি A = {1, 2, 3, 4, 5, 6}, B = {2, 3, 4, 6} এবং C = {1, 5, 6} হয়, তবে (A - B) ∪ C = কত?
Created: 1 month ago
A
{1, 4, 5}
B
{2, 6}
C
{5, 6}
D
{1, 5, 6}
প্রশ্ন: যদি A = {1, 2, 3, 4, 5, 6}, B = {2, 3, 4, 6} এবং C = {1, 5, 6} হয়, তবে (A - B) ∪ C = কত?
সমাধান:
দেওয়া আছে,
A = {1, 2, 3, 4, 5, 6},
B = {2, 3, 4, 6} এবং
C = {1, 5, 6}
এখন,
A - B = {1, 2, 3, 4, 5, 6} - {2, 3, 4, 6}
= {1, 5}
∴ (A - B) ∪ C
= {1, 5} ∪ {1, 5, 6}
= {1, 5, 6}
0
Updated: 1 month ago
সেট A = {x ∈N : x2 > 8, x3 < 30} হলে x এর সঠিক মান কোনটি?
Created: 2 months ago
A
2
B
3
C
4
D
5
প্রশ্ন: সেট A = {x ∈ N : x2 > 8, x3 < 30} হলে x এর সঠিক মান কোনটি?
সমাধান:
x2 > 8; এই শর্তে x এর মানের সেট P হলে, P = {3, 4, 5 .......}
x3 < 30; এই শর্তে x এর মানের সেট Q হলে, Q = {1, 2, 3}
উভয় শর্তে x এর মানের সেট, A = P ∩ Q
= {3, 4, 5 .......} ∩ {1, 2, 3}
= {3}
0
Updated: 2 months ago
C = {x ∈ N : x < 9 এবং x > 10} এর সমাধান কোনটি?
Created: 1 month ago
A
{9}
B
{10}
C
{ }
D
{Ø}
প্রশ্ন: C = {x ∈ N : x < 9 এবং x > 10} এর সমাধান কোনটি?
সমাধান:
দেওয়া আছে,
C = {x ∈ N : x < 9 এবং x > 10}
x < 9 এবং x > 10 শর্তে C সেটে কোনো উপাদান নেই অর্থাৎ ফাঁকা।
∴ C = { }
0
Updated: 1 month ago