A
অষ্টম
B
নবম
C
দ্বাদশ
D
চতুর্দশ
উত্তরের বিবরণ
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
World Population Prospects 2024:
- জুলাই ২০২৪-এ জাতিসংঘের জনসংখ্যা বিভাগ 'World Population Prospects 2024' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
⇒ প্রতিবেদন অনুসারে –
• জনসংখ্যার দিক থেকে পৃথিবীর শীর্ষ দেশ:
১. ভারত,
২. চীন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. ইন্দোনেশিয়া,
৫. পাকিস্তান,
৬. নাইজেরিয়া,
৭. ব্রাজিল,
৮. বাংলাদেশ,
৯. রাশিয়া,
১০. ইথিওপিয়া।
⇒ জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম।
উৎস: UN ওয়েবসাইট। [link]

0
Updated: 2 months ago