বাস্তব সংখ্যায় |3x + 2| < 5 অসমতাটির সমাধান-
A
(- 7/3) < x < 1
B
x < (- 7/3) অথবা x > 1
C
(- 7/3) ≤ x ≤ 1
D
- 3 < x < 3
উত্তরের বিবরণ
প্রশ্ন: বাস্তব সংখ্যায় |3x + 2| < 5 অসমতাটির সমাধান-
সমাধান:
|3x + 2| < 5
⇒ - 5 < 3x + 2 < 5
⇒ - 5 - 2 < 3x + 2 - 2 < 5 - 2
⇒ - 7 < 3x < 3
⇒ - 7/3 < 3x/3 < 3/3
⇒ - 7/3 < x < 1
0
Updated: 1 month ago
নিচের কোন সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে?
Created: 2 weeks ago
A
৪৩২৭৬৬
B
৩২৬৫৮৬
C
৪৮২০৬৪
D
৫৬৩৪২৬
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে?
সমাধান:
আমরা জানি,
একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে।
এখানে,
৪৮২০৬৪ সংখ্যাটির শেষ দুইটি অঙ্ক অর্থাৎ ৬৪ যা ৪ দ্বারা বিভাজ্য।অর্থাৎ (৬৪ ÷ ৪) = ১৬
(৪৮২০৬৪ ÷ ৪) = ১২০৫১৬ যা ৪ দ্বারা বিভাজ্য একটি সংখ্যা
0
Updated: 2 weeks ago
যদি n একটি স্বাভাবিক সংখ্যা হয়, তবে নিচের কোনটি অবশ্যই বিজোড় সংখ্যা হবে?
Created: 1 month ago
A
3n + 2
B
n + 1
C
2n + 1
D
কোনটিই নয়
প্রশ্ন: যদি n একটি স্বাভাবিক সংখ্যা হয়, তবে নিচের কোনটি অবশ্যই বিজোড় সংখ্যা হবে?
সমাধান:
যেহেতু n একটি স্বাভাবিক সংখ্যা, সুতরাং 2n অবশ্যই জোড় স্বাভাবিক সংখ্যা হবে।
∴ 2n + 1 হবে বিজোড় পূর্ণসংখ্যা।
উদাহরণ:
2 × 3 + 1 = 6 + 1 = 7
2 × 4 + 1 = 8 + 1 = 9
0
Updated: 1 month ago
If p and q are odd numbers, which of the following is always odd?
Created: 2 months ago
A
p + q + 2
B
pq + 2
C
2p + q + 1
D
p2 + q
Question: If p and q are odd numbers, which of the following is always odd?
Solution:
Let p = 1 and q = 3 (both are odd numbers)
a) p + q + 2 = 1 + 3 + 2 = 6 ............. Even
b) pq + 2 = (1 × 3) + 2 = 5 ......... Odd
c) 2p + q + 1 = (2 × 1) + 3 + 1 = 2 + 4 = 6 ......... Even
d) p2 + q = (1)2 + 3 = 1 + 3 = 4 .......... Even
0
Updated: 2 months ago