A
২০১৯ সালে
B
২০১৭ সালে
C
২০২১ সালে
D
২০১৮ সালে
উত্তরের বিবরণ
কৃষি শুমারি
-
স্বাধীনতার পর প্রথম কৃষি শুমারি: ১৯৭৭ সালে
-
স্বাধীনতার পূর্বে (তৎকালীন পূর্ব পাকিস্তান): ১৯৬০ সালে সর্বপ্রথম অনুষ্ঠিত
-
কৃষি শুমারিতে অন্তর্ভুক্ত বিষয়: ৩ টি — শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ
-
মোট কৃষি শুমারি বাংলাদেশে: ৬ টি
-
সর্বশেষ কৃষি শুমারি: ২০১৯ সালে
-
স্লোগান: "কৃষি শুমারি সফল করি সমৃদ্ধ বাংলাদেশ গড়ি"
-
পরিচালনা: পরিসংখ্যান ব্যুরো, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার গাইডলাইন অনুসারে
উৎস: কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং বিবিএস

0
Updated: 1 day ago
বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় -
Created: 1 week ago
A
আউশ ধান
B
আমন ধান
C
বোরো ধান
D
ইরি ধান
বাংলাদেশে ধানের উৎপাদন পরিসংখ্যান (২০২৩)
বাংলাদেশে ধান প্রধান খাদ্যশস্য, যার মধ্যে সবচেয়ে বেশি উৎপাদিত হয় বোরো ধান। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী ধানের আবাদ ও উৎপাদনের বিবরণ নিম্নরূপ:
-
মোট ধান
-
উৎপাদন: ৩৯০.৯৫ লক্ষ মেট্রিক টন
-
আবাদকৃত জমি: ২৮৭.৫৪ লক্ষ একর
-
-
বোরো ধান (স্থানীয় + অন্যান্য)
-
উৎপাদন: ২০৭.৬৮ লক্ষ মেট্রিক টন
-
আবাদকৃত জমি: ১১৯.৮৯ লক্ষ একর
-
-
আউশ ধান (স্থানীয় + অন্যান্য)
-
উৎপাদন: ২৯.০১ লক্ষ মেট্রিক টন
-
আবাদকৃত জমি: ২৬.২২ লক্ষ একর
-
-
আমন ধান (স্থানীয় + অন্যান্য)
-
উৎপাদন: ১৫৪.২৬ লক্ষ মেট্রিক টন
-
আবাদকৃত জমি: ১৪১.৪৩ লক্ষ একর
-
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২৩

0
Updated: 1 week ago
বাংলাদেশে সবচেয়ে বেশি ভুট্টা উৎপন্ন হয় - (কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪)
Created: 1 day ago
A
ঠাকুরগাঁও
B
দিনাজপুর
C
নওগাঁ
D
কুষ্টিয়া
ভুট্টা উৎপাদন ও আবাদ (কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ অনুযায়ী)
-
মোট ভুট্টা উৎপাদন: ৪,৫৯,৫০৭.৬৩ মেট্রিক টন
-
মোট ভুট্টা আবাদ: ১২,২৭,২৯৯.৩৭ একর
-
সর্বোচ্চ ভুট্টা উৎপাদনকারী জেলা: দিনাজপুর (৬,৪১,৪০৬.৮৯ মেট্রিক টন)
-
ঠাকুরগাঁও জেলার ভুট্টা আবাদ (২০২৩-২৪): ১,৭২,৪৯৮ একর
অন্যান্য শীর্ষ উৎপাদনকারী জেলা:
-
ধান: ময়মনসিংহ
-
গম: ঠাকুরগাঁও
-
তুলা: ঝিনাইদহ
-
চা: মৌলভীবাজার
-
তামাক: কুষ্টিয়া
-
পাট: ফরিদপুর
-
আলু: রংপুর
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪

0
Updated: 1 day ago
বাংলাদেশের কৃষিতে 'দোয়েল'-
Created: 3 weeks ago
A
জাতীয় পাখির নাম
B
কৃষি সংস্থার নাম
C
উন্নত জাতের গমের নাম
D
কৃষি যন্ত্রের নাম
বাংলাদেশে বিভিন্ন ফসলের উন্নত জাত
বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট (BARI) বিভিন্ন ফসলের উন্নত জাত উদ্ভাবন করেছে। এগুলো বাংলাদেশের কৃষকদের উচ্চ ফলন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। প্রধান ফসল ও তাদের উন্নত জাতগুলো হলো:
-
গম: সোনালিকা, বলাকা, দোয়েল, অগ্রণী, আনন্দ, কাঞ্চন, শতাব্দী, আকবর
-
ধান: ইরাটম, ব্রি হাইব্রিড-১, চান্দিনা, হীরা, মালা, বিপ্লব, দুলাভোগ, মোহিনী, সুফলা, আশা, প্রগতি
-
তামাক: সুমাত্রা, ম্যানিলা
-
ভুট্টা: বর্ণালী, শুভ্রা, উত্তরণ
-
আম: মহানন্দা, ল্যাংড়া, গোপালভোগ, হাড়িভাঙ্গা, ক্ষীরসাপাতি, মোহনভোগ
-
টমেটো: বাহার, মানিক, রতন, অপূর্ব, মিন্টো, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী
-
মরিচ: যমুনা
-
বেগুন: শুকতারা, নয়নতারা, তারাপুরী, ইসলামপুরী, কাজলা, বিজয়, মুক্তকেশী, ঝুমকো
-
আলু: হিরা, আইলসা, পেট্রোনিস, মুল্টা, ডায়ামন্ট, কার্ডিনাল, মন্ডিয়াল, কুফরী সিন্দুরী, চমক, ধীরা, গ্রানোলা, ক্লিওপেট্রা, চিনেলা
-
তুলা: সিবি-১০, রূপালী, ডেলফোজ
উৎস: [কৃষি তথ্য সার্ভিস]

0
Updated: 3 weeks ago