২০২৫–২৬ অর্থবছরে, মহিলা ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার করমুক্ত আয়সীমা কত নির্ধারণ করা হয়েছে?
A
৩ লক্ষ ৫০ হাজার টাকা
B
৪ লক্ষ টাকা
C
৪ লক্ষ ৫০ হাজার টাকা
D
৫ লক্ষ টাকা
উত্তরের বিবরণ
২০২৫-২০২৬ অর্থবছরের করমুক্ত আয়সীমা
| করদাতার ধরন | করমুক্ত আয়সীমা (টাকা) |
|---|---|
| সাধারণ করদাতা | ৩,৫০,০০০ |
| মহিলা ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতা | ৪,০০,০০০ |
| প্রতিবন্ধী ব্যক্তি করদাতা | ৪,৭৫,০০০ |
| গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা | ৫,০০,০০০ |
| তৃতীয় লিঙ্গ করদাতা | ৪,৭৫,০০০ |
উৎস: বাজেট ২০২৫-২৬
0
Updated: 1 month ago
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে জনপ্রশাসন খাতে বরাদ্দের পরিমাণ -
Created: 1 month ago
A
১৭.৮%
B
১৯.৩%
C
২৩.৫%
D
২৭.২%
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট:
- ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাতসমূহ,
• প্রথম অবস্থানে জনপ্রশাসন - ২৩.৫%।
• দ্বিতীয় অবস্থানে শিক্ষা ও প্রযুক্তি - ১৪.০%।
• তৃতীয় অবস্থানে পরিবহন ও যোগাযোগ - ৯.০%।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অউন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: সুদ।
0
Updated: 1 month ago
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে জনপ্রশাসন খাতে বরাদ্দ কত শতাংশ?
Created: 1 month ago
A
২০.৯%
B
২১.৭%
C
২২.৩%
D
২৩.৫%
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট
খাতভিত্তিক বরাদ্দ (মোট বাজেটের ভাগ)
-
জনপ্রশাসন: ২৩.৫% (সর্বোচ্চ বরাদ্দ)
-
শিক্ষা ও প্রযুক্তি: ১৪.০%
-
পরিবহন ও যোগাযোগ: ৯.০%
বরাদ্দভিত্তিক প্রধান খাত
-
উন্নয়ন বাজেট: পরিবহন ও যোগাযোগ
-
অউন্নয়ন বাজেট: সুদ
উৎস: জাতীয় বাজেট ২০২৫-২৬
0
Updated: 1 month ago
বাংলাদেশ সরকারের অর্থবছরের সময়কাল-
Created: 4 weeks ago
A
জুন-জুলাই
B
জুলাই-জুন
C
জানুয়ারি- ডিসেম্বর
D
মার্চ- ফেব্রুয়ারি
বাংলাদেশের বাজেট ব্যবস্থাপনা নির্দিষ্ট অর্থবছরকে কেন্দ্র করে পরিচালিত হয় এবং এটি ঘাটতি বাজেট হিসেবে পরিচিত।
-
বাংলাদেশের আর্থিক বছর জুলাই থেকে জুন পর্যন্ত স্থায়ী হয়
-
অর্থবছর শুরু হয় ১ জুলাই থেকে
-
বাংলাদেশের বাজেট সবসময়ই ঘাটতি বাজেট
-
জাতীয় সংসদে বাজেট অর্থমন্ত্রী পেশ করেন
-
বাজেট কার্যকর হয় ১ জুলাই থেকে
-
১৯৭২ সালের ৩০ জুন জাতীয় সংসদে প্রথম বাজেট উপস্থাপন করা হয়
-
এই বাজেটটি ছিল ১৯৭২-৭৩ অর্থবছরের জন্য, যা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের প্রথম বাজেট
0
Updated: 4 weeks ago