’বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট’ কোথায় অবস্থিত?
A
পাবনা
B
দিনাজপুর
C
বগুড়া
D
রংপুর
উত্তরের বিবরণ
সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই)
-
সংক্ষিপ্ত পরিচিতি: বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) দেশের একটি অগ্রজ গবেষণা প্রতিষ্ঠান।
-
অবস্থান: ঈশ্বরদী
-
গবেষণা ক্ষেত্র: ইক্ষু, তাল, খেজুর, গোলপাতা ও সুগারবীট ফসলের উপর।
-
অন্যান্য গবেষণা: চিনি, গুড় ও চিবিয়ে খাওয়াসহ ইক্ষুর বহুমুখী ব্যবহারের উপর।
-
অর্থনৈতিক গুরুত্ব: বাংলাদেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের স্বল্প বৃষ্টিপাত এলাকায় ইক্ষু একমাত্র নির্ভরযোগ্য অর্থকরী ফসল।
-
শিল্প গঠন: ইক্ষুর উপর ভিত্তি করে দেশে চিনি ও গুড় তৈরির শিল্প গড়ে উঠেছে।
উৎস: বিএসআরআই ওয়েবসাইট
0
Updated: 1 month ago
কোন রাজবংশের শাসনামলে 'কৈবর্ত বিদ্রোহ' সংঘটিত হয়েছিল?
Created: 1 month ago
A
গুপ্ত রাজবংশ
B
পাল রাজবংশ
C
সেন রাজবংশ
D
কুষাণ রাজবংশ
কৈবর্ত বিদ্রোহ
-
পাল রাজবংশের শাসনামলে সংঘটিত একটি জনবিদ্রোহ।
-
অন্য নাম: বরেন্দ্র বিদ্রোহ
-
সময়কাল: দ্বিতীয় মহীপালের শাসনামল, প্রায় ১০৭৫–১০৮০ খ্রি।
-
নেতৃত্ব: দিব্যক বা দিব্য; সম্ভবত তিনি প্রথমে পালদের একজন রাজকর্মচারী বা সামন্ত ছিলেন।
-
উদ্দেশ্য: কৈবর্তদের একত্রিত করে পাল শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গঠন।
-
প্রত্যক্ষ কারণ: ধর্মীয় কারণে বিদ্রোহের সূচনা।
-
গুরুত্ব: বাংলাদেশ ও ভারতের ইতিহাসে এটি প্রথম সফল জনবিদ্রোহ হিসেবে বিবেচিত।
0
Updated: 1 month ago
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, পাট উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি?
Created: 1 month ago
A
রংপুর
B
কুষ্টিয়া
C
ফরিদপুর
D
ময়মনসিংহ
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, উৎপাদনে শীর্ষ জেলা:
-
ধান: ময়মনসিংহ
-
গম: ঠাকুরগাঁও
-
চা: মৌলভীবাজার
-
তামাক: কুষ্টিয়া
-
পাট: ফরিদপুর
-
আলু: রংপুর
-
ভুট্টা: দিনাজপুর
-
তুলা: ঝিনাইদহ
অর্থাৎ, প্রতিটি কৃষি পণ্যের ক্ষেত্রে উল্লেখিত জেলা গুলোই উৎপাদনে শীর্ষে রয়েছে।
0
Updated: 1 month ago
সম্প্রতি, উচ্চ লবণসহিষ্ণু গমের জাত ‘জিএইউ গম ১’ উদ্ভাবন করেছে- [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
B
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
C
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট
D
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
গমের জাত ‘জিএইউ গম ১’
তথ্যগুলো হলো:
-
উদ্ভাবন: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগ কর্তৃক।
-
বৈশিষ্ট্য: উচ্চ লবণাক্ততা সহনশীলতা সম্পন্ন, দেশের প্রথম এ ধরনের গম।
-
পরীক্ষামূলক চাষ: ২০২১ থেকে ২০২৩ সালে দেশের দক্ষিণাঞ্চলে কৃষকের মাঠে পরীক্ষা-নিরীক্ষা করা হয়, যেখানে এটি উচ্চ ফলনশীল ও লবণাক্ততা সহনশীল প্রমাণিত হয়।
-
মান ও উপকারিতা: উন্নতমানের, অধিক প্রোটিনসমৃদ্ধ ও উচ্চ ফলনশীল।
-
অনুমোদন: জাতীয় বীজ বোর্ড ১৭ জুন জিএইউ গম–১–এর ছাড়পত্র দেয়।
-
মোট উদ্ভাবিত জাত: বিশ্ববিদ্যালয় মোট ৯১টি জাত উদ্ভাবন করেছে।
অর্থাৎ, ‘জিএইউ গম ১’ বাংলাদেশের কৃষিক্ষেত্রে উন্নতমানের, লবণসহিষ্ণু ও প্রোটিনসমৃদ্ধ গমের নতুন সংযোজন।
0
Updated: 1 month ago