২০২৪-২০২৫ অর্থ বছরের জুলাই-জুন সময়ে বাংলাদেশের পণ্য খাতের অর্জিত রপ্তানি আয় কত মিলিয়ন মার্কিন ডলার?
A
৪৫,০০০.৫০ মিলিয়ন মার্কিন ডলার
B
৪৮,২৮৩.৯৩ মিলিয়ন মার্কিন ডলার
C
৫০,৫০০.৭৫ মিলিয়ন মার্কিন ডলার
D
৪৬,৭৫০.৮০ মিলিয়ন মার্কিন ডলার
উত্তরের বিবরণ
২০২৪-২০২৫ অর্থবছরের জুলাই-জুন সময়ের রপ্তানি কার্যক্রম
-
বিগত ২০২৪-২০২৫ অর্থবছরের রপ্তানি আয়: ৪৪,৪৬৯.৭৪ মিলিয়ন মার্কিন ডলার
-
চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা: ৫০,০০০.০০ মিলিয়ন মার্কিন ডলার
-
২০২৪-২০২৫ অর্থবছরের জুলাই-জুন সময়ের অর্জিত রপ্তানি আয়: ৪৮,২৮৩.৯৩ মিলিয়ন মার্কিন ডলার
-
বিগত অর্থবছরের একই সময়ে রপ্তানি আয়ের তুলনায় ৮.৫৮% বৃদ্ধি
-
নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রার ৯৬.৫৭% অর্জিত
-
উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো
0
Updated: 1 month ago
’বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট’ কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
পাবনা
B
দিনাজপুর
C
বগুড়া
D
রংপুর
সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই)
-
সংক্ষিপ্ত পরিচিতি: বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) দেশের একটি অগ্রজ গবেষণা প্রতিষ্ঠান।
-
অবস্থান: ঈশ্বরদী
-
গবেষণা ক্ষেত্র: ইক্ষু, তাল, খেজুর, গোলপাতা ও সুগারবীট ফসলের উপর।
-
অন্যান্য গবেষণা: চিনি, গুড় ও চিবিয়ে খাওয়াসহ ইক্ষুর বহুমুখী ব্যবহারের উপর।
-
অর্থনৈতিক গুরুত্ব: বাংলাদেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের স্বল্প বৃষ্টিপাত এলাকায় ইক্ষু একমাত্র নির্ভরযোগ্য অর্থকরী ফসল।
-
শিল্প গঠন: ইক্ষুর উপর ভিত্তি করে দেশে চিনি ও গুড় তৈরির শিল্প গড়ে উঠেছে।
উৎস: বিএসআরআই ওয়েবসাইট
0
Updated: 1 month ago
গমের উন্নত জাতের একটি-
Created: 1 month ago
A
বর্ণালি
B
ডায়মন্ড
C
দোয়েল
D
সুমাত্রা
কৃষি ফসলের উন্নত জাত
-
গম: আনন্দ, আকবর, দোয়েল, বরকত, বলাকা, সোনালিকা, জোপাটিকা, ইনিয়া-৬৬
-
আলু: ডায়মন্ড, সিন্দুরী, কুফরী, চমক, কার্ডিনাল
-
ভুট্টা: বর্ণালি, শুভ্র, খইভুট্টা, মোহর উত্তরণ
-
তামাক: সুমাত্রা, ম্যানিলা
উৎস: কৃষিমন্ত্রনালয়
0
Updated: 1 month ago
কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী, তুলা উৎপাদনে শীর্ষ জেলা-
Created: 1 month ago
A
মাগুরা
B
কুষ্টিয়া
C
ঝিনাইদহ
D
খুলনা
কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪
-
তামাক উৎপাদনে শীর্ষ জেলা: কুষ্টিয়া
-
তামাক উৎপাদনে শীর্ষ বিভাগ: খুলনা
-
চা উৎপাদনে শীর্ষ জেলা: মৌলভীবাজার
-
ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা: দিনাজপুর
-
তুলা উৎপাদনে শীর্ষ জেলা: ঝিনাইদহ
-
পাট উৎপাদনে শীর্ষ জেলা: ফরিদপুর
0
Updated: 1 month ago