২০২৪-২০২৫ অর্থ বছরের জুলাই-জুন সময়ে বাংলাদেশের পণ্য খাতের অর্জিত রপ্তানি আয় কত মিলিয়ন মার্কিন ডলার?
A
৪৫,০০০.৫০ মিলিয়ন মার্কিন ডলার
B
৪৮,২৮৩.৯৩ মিলিয়ন মার্কিন ডলার
C
৫০,৫০০.৭৫ মিলিয়ন মার্কিন ডলার
D
৪৬,৭৫০.৮০ মিলিয়ন মার্কিন ডলার
উত্তরের বিবরণ
২০২৪-২০২৫ অর্থবছরের জুলাই-জুন সময়ের রপ্তানি কার্যক্রম
- 
বিগত ২০২৪-২০২৫ অর্থবছরের রপ্তানি আয়: ৪৪,৪৬৯.৭৪ মিলিয়ন মার্কিন ডলার 
- 
চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা: ৫০,০০০.০০ মিলিয়ন মার্কিন ডলার 
- 
২০২৪-২০২৫ অর্থবছরের জুলাই-জুন সময়ের অর্জিত রপ্তানি আয়: ৪৮,২৮৩.৯৩ মিলিয়ন মার্কিন ডলার - 
বিগত অর্থবছরের একই সময়ে রপ্তানি আয়ের তুলনায় ৮.৫৮% বৃদ্ধি 
- 
নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রার ৯৬.৫৭% অর্জিত 
 
- 
উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
বর্তমানে চা বোর্ডের অধীনে বাংলাদেশের নিবন্ধিত চা বাগানের সংখ্যা কয়টি? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
১৬৫টি
B
১৬৮টি
C
১৭০টি
D
১৭২টি
বাংলাদেশে চায়ের চাষাবাদ শুরু হয় ১৮৪০ সালে এবং ১৮৫৪ সালে সিলেটের মালনিছড়ায় প্রথম বাণিজ্যিক চা বাগান প্রতিষ্ঠা করা হয়। স্বাধীনতার পূর্ব পর্যন্ত দেশে চা আবাদ সীমিত ছিল শুধুমাত্র দুইটি জেলায়। পরবর্তীতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে আরও চা বাগান তৈরি হয়। বাংলাদেশ চা বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ১৭০টি নিবন্ধিত চা বাগান রয়েছে।
- 
বাংলাদেশে চা চাষের শুরু: ১৮৪০ 
- 
প্রথম বাণিজ্যিক চা বাগান: ১৮৫৪, সিলেটের মালনিছড়া 
- 
স্বাধীনতার পূর্ব চা চাষের জেলা: সিলেট ('সুরমা ভ্যালি') ও চট্টগ্রাম ('হালদা ভ্যালি', বর্তমানে চট্টগ্রাম ভ্যালি) 
- 
পরবর্তীতে চা বাগান বৃদ্ধি: হবিগঞ্জ ও মৌলভীবাজার 
- 
বর্তমানে নিবন্ধিত চা বাগান: ১৭০টি 
- 
সর্বাধিক চা বাগান: মৌলভীবাজার (৯০টি) 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
রাজশাহী
B
পাবনা
C
গাজীপুর
D
ময়মনসিংহ
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (Bangladesh Agricultural Research Institute - BARI) হলো দেশের প্রধান কৃষি গবেষণা সংস্থা।
তথ্যগুলো হলো:
- 
প্রতিষ্ঠিত: ১৯০৮ সালে, এবং ১৯৭৬ সালে স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে BARI নামে আত্মপ্রকাশ করে। 
- 
প্রধান কার্যালয়: গাজীপুর জেলার জয়দেবপুর। 
- 
গবেষণার ক্ষেত্র: দেশের বহুমুখী শস্য ও কৃষি পণ্য। 
- 
বিশেষ গুরুত্বের বিষয়সমূহ: - 
দানাশস্য, কন্দাল, ডাল, তৈলবীজ, সবজি, মসলা, ফল, ফুল ইত্যাদির নতুন জাত উদ্ভাবন। 
- 
কৃষি ফসলের বীজ ও ফসল সম্পর্কিত গবেষণা। 
- 
নতুন জাত উদ্ভাবন, রোগ নির্ণয় ও প্রতিরোধ কৌশল। 
- 
কীটনাশক প্রয়োগ, পানি ও সেচ ব্যবস্থাপনা, খামার পদ্ধতির উন্নয়ন। 
- 
কৃষির সাথে সম্পর্কিত যন্ত্রপাতি উদ্ভাবন। 
 
- 
অর্থাৎ, BARI দেশের কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি, নতুন জাত এবং কার্যকর চাষাবাদ পদ্ধতি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
বাংলাদেশের কৃষিতে 'শতাব্দী ও ডেলফোজ' কী ধরনের ফসলের জাত হিসেবে পরিচিত?
Created: 1 month ago
A
ভুট্টা ও তামাক
B
গম ও তুলা
C
গম ও টমেটো
D
আলু ও আম
গমের কিছু উন্নত জাতের মধ্যে রয়েছে: বলাকা, দোয়েল, সোনালিকা, আকবর, আনন্দ, কাঞ্চন, শতাব্দী।
তুলার উন্নত জাত: সিবি-১০, রূপালী, ডেলফোজ।
অন্যান্য ফসল ও তাদের কিছু উন্নত জাত:
- 
ধান: ব্রি হাইব্রিড-১, সুফলা, প্রগতি 
- 
ভুট্টা: বর্ণালী, শুভ্রা, উত্তরণ 
- 
বেগুন: নয়নতারা, শুকতারা, বিজয় 
- 
আলু: হিরা, গ্রানোলা, কার্ডিনাল 
- 
আম: ল্যাংড়া, গোপালভোগ, হাড়িভাঙ্গা 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago