A
কর্মধারয় সমাস
B
বহুব্রীহি সমাস
C
দ্বিগু সমাস
D
অব্যয়ীভাব সমাস
উত্তরের বিবরণ
'মৌমাছি' কর্মধারয় সমাস (মৌ সংগ্রহকারী মাছি)। যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: নীল যে পদ্ম= নীলপদ্ম, শান্ত অথচ শিষ্ট= শান্তশিষ্ট, কাঁচা অথচ মিঠা= কাঁচামিঠা।

0
Updated: 1 day ago
কোনটি দ্বিগু সমাস?
Created: 3 weeks ago
A
সপ্তাহ
B
পরিভ্রমণ
C
আমরণ
D
মনগড়া
'সপ্তাহ' দ্বিগু সমাস। সমাহার (সমষ্টি) বা মিলন অর্থ সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাই দ্বিগু সমাস। 'সপ্তাহ' বিশ্লেষণ করলে পাই - সপ্ত অহের সমাহার ।

0
Updated: 3 weeks ago
‘বীণাপাণি’ সমস্তপদটি কোন সমাস?
Created: 4 days ago
A
ব্যধিকরণে বহুব্রীহি
B
ব্যতিহার বহুব্রীহি
C
মধ্যপদলোপী বহুব্রীহি
D
অলুক বহুব্রীহি
যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের দুটিই বিশেষ্যপদ হয়, তাকে বলে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। যেমন - বীণা পানিতে যার = বীণাপাণি আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ।

0
Updated: 4 days ago
“তেপান্তর’ কোন সমাসের উদাহরণ?
Created: 6 days ago
A
অব্যয়ীভাব
B
দ্বিগু
C
নিত্য সমাস
D
বহুবীহি
সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। তবে অনেক ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন।
ত্রিকাল (তিন কালের সমাহার), চৌরাস্তা (চৌরাস্তার সমাহার), তেমাথা (তিন মাথার সমাহার), শতাব্দী (শত অব্দের সমাহার), পঞ্চবটী (পঞ্চবটের সমাহার), ত্রিপদী (ত্রি বা তিন পদের সমাহার), ত্রিফলা (ত্রি বা তিন ফলের সমাহার), নবরত্ন (নব বা নয় রত্নের সমাহার), তেপান্তর (তিন বা তে প্রান্তরের সমাহার)

0
Updated: 6 days ago