A
জিলাপির প্যাঁচ
B
অহিনকুল
C
দুধের মাছি
D
বসন্তের কোকিল
উত্তরের বিবরণ
‘দহরম - মহরম' বিপরীতার্থক বাগধারা 'অহিনকুল' উল্লেখ্য, অহিনকুল অর্থ ভীষণ শত্রুতা। দুধের মাছি এবং বসন্তের কোকিল অর্থ সুসময়ের বন্ধু। জিলাপির প্যাচ অর্থ কুটিল বুদ্ধি।

0
Updated: 1 day ago
কোনটি বাগধারা বোঝায়?
Created: 1 month ago
A
চৈত্র সংক্রান্তি
B
পৌষ সংক্রান্তি
C
শিরে সংক্রান্তি
D
শিব-সংক্রান্তি
নিচে আপনার দেওয়া লেখাটি সহজ ও প্রাঞ্জল ভাষায় পুনর্লিখন করা হলো, যাতে শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারে:
‘শিরে সংক্রান্তি’ বাগ্ধারার অর্থ:
এই বাগ্ধারার মানে হলো – সামনেই কোনো বিপদ আসছে বা বিপদ ঘনিয়ে এসেছে।
উদাহরণ: এখন আমার শিরে সংক্রান্তি – কিভাবে সব সামলাবো বুঝতে পারছি না।
অপশনে দেওয়া অন্য শব্দগুলোর অর্থ:
-
চৈত্রসংক্রান্তি: চৈত্র মাসের শেষ দিন। এই দিনে শিব পূজা ও নানা উৎসব-মেলা হয়।
-
পৌষ সংক্রান্তি: পৌষ মাসের শেষ দিন। এদিন বাঙালিরা নানা রকম পিঠা-পুলি খায় – এক বিশেষ উৎসব।
-
শিব সংক্রান্তি: হিন্দুদের শিবের পূজার জন্য নির্দিষ্ট একটি দিন।
আরো কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা:
-
অকাল কুষ্মাণ্ড: যিনি কোনো কাজেই আসেন না, অপদার্থ।
-
অক্ষরে অক্ষরে: একদম ঠিক ঠিক মতো, সম্পূর্ণভাবে।
-
আঠারো মাসে বছর: কোনো কাজ করতে অনেক দেরি হওয়া, অর্থাৎ দীর্ঘসূত্রিতা।
-
আকাশের চাঁদ: যেটা পাওয়া খুব কঠিন বা দুর্লভ বস্তু।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং ড. সৌমিত্র শেখরের “বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা” বই।

0
Updated: 1 month ago
‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কী?
Created: 4 days ago
A
অর্থের কুপ্রভাব
B
অপচয়
C
ক্ষণস্থায়ী বস্তু
D
কৃপণের কড়ি
তামার বিষ - অর্থের কুপ্রভাব। তাসের ঘর - ক্ষণস্থায়ী বস্তু। বালির বাঁধ - অস্থায়ী বস্তু। কুল কাঠের আগুন - তীব্র জ্বালা।

0
Updated: 4 days ago
কেতাদুরস্ত' বাগ্ধারাটির অর্থ কী?
Created: 4 days ago
A
মূর্খ
B
অনভিজ্ঞ
C
অপদার্থ
D
পরিপাটি
বাগ্ধারা: কেতাদুরস্ত
-
অর্থ: পরিপাটি
-
বাক্য উদাহরণ: চালচলন আর পোশাকে সে খুবই কেতাদুরস্ত লোক।
অন্যান্য বাগধারা:
-
গোবর গণেশ → মূর্খ
-
কেবলা হাকিম → অনভিজ্ঞ
-
আমরা কাঠের ঢেকি → অপদার্থ
উৎস:
-
মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 4 days ago