‘ডাক্তার ডাক’ কোন কারকে কোন বিভক্তি?
A
কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি
B
কর্মকারকে শূন্য বিভক্তি
C
করণ কারকে শূন্য বিভক্তি
D
কর্তৃকারকে শূন্য বিভক্তি
উত্তরের বিবরণ
যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় তা কর্মকারক। যেমন: ডাক্তার ডাক। আর ডাক্তার এর সাথে কোনো বিভক্তি না থাকায় শূন্য বিভক্তি। তাই উত্তর কর্মে শূন্য বিভক্তি।
0
Updated: 1 month ago
'পড়ায় আমার মন বসে না' এখানে 'পড়ায়' কোন কারকে কোন বিভক্তি?
Created: 6 days ago
A
কর্ম কারকে ৭মী
B
অধিকরণ কারকে ৭মী
C
অপাদান কারকে ৭মী
D
করণ কারকে ৭মী
0
Updated: 6 days ago
‘তিলে তৈল হয়’- ‘তিলে’ কোন কারকে কোন বিভক্তি?
Created: 1 month ago
A
কর্মকারকে ৭মী
B
অপাদানকারকে ৭মী
C
করণ কারকে ৭মী
D
অধিকরণ কারকে
প্রদত্ত বাক্যে 'তিলে তৈল হয়' দ্বারা অপাদান কারকে সপ্তমী বিভক্তি বুঝানো হয়েছে। যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরাম্ভ, দূরীভূত, ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। এছাড়া ক্রিয়াকে 'কোথা হতে' বা 'কিসের হাতে' দিয়ে প্রশ্ন করলে অপাদান কারক পাওয়া যায়। কোথা হতে তৈল হয় প্রশ্ন করলে তিল হতে উত্তর পাওয়া যায়।
0
Updated: 1 month ago
‘পড়ায় আমার মন বসে না’- এখানে ‘পড়ায়’ কোন কারকে কোন বিভক্তি?
Created: 2 months ago
A
কর্মকারকে ৭মী বিভক্তি
B
অধিকরণ কারকে ৭মী বিভক্তি
C
অপাদান কারকে ৭মী বিভক্তি
D
করণ কারকে ৭মী বিভক্তি
‘পড়ায় আমার মন বনে না’ – এখানে ‘পড়ায়’ কর্ম কারকে ৭মী বিভক্তি। কিসে প্রশ্ন করলে ‘পড়া’ পাওয়া যায় যেহেতু এটি কর্মকারক।
0
Updated: 2 months ago