‘দহরম মহরম’ – এর বিপরীত বাগধারা কোনটি?
A
জিলাপির প্যাঁচ
B
অহিনকুল
C
দুধের মাছি
D
বসন্তের কোকিল
উত্তরের বিবরণ
‘দহরম - মহরম' বিপরীতার্থক বাগধারা 'অহিনকুল' উল্লেখ্য, অহিনকুল অর্থ ভীষণ শত্রুতা। দুধের মাছি এবং বসন্তের কোকিল অর্থ সুসময়ের বন্ধু। জিলাপির প্যাচ অর্থ কুটিল বুদ্ধি।
0
Updated: 1 month ago
'গড্ডলিকা প্রবাহ' বাগধারাটির অর্থ কি?
Created: 5 days ago
A
অপরকে অন্ধ অনুসরণ
B
স্বেচ্ছায় প্রবাহিত হওয়া
C
অতিরিক্ত ব্যয় করা
D
আশ্রয়স্থল ত্যাগ
0
Updated: 5 days ago
'আককুটে' বাগ্ধারার অর্থ কী?
Created: 1 month ago
A
নিচ ব্যক্তি
B
অমিতব্যয়ী
C
অত্যন্ত অলস
D
বেখাপ্পা
‘আককুটে’ বাগধারার অর্থ হলো অমিতব্যয়ী বা বেহিসাবি।
অন্য কিছু প্রাসঙ্গিক বাগধারার অর্থ হলো:
-
‘অকর্মার ধাড়ি’ — অত্যন্ত অলস।
-
‘আস্তাকুঁড়ের পাতা’ — নিচ ব্যক্তি।
-
‘আখাম্বা’ — বেখাপ্পা।
0
Updated: 1 month ago
'ঈদের চাঁদ' বাগ্ধারার অর্থ কী?
Created: 1 month ago
A
অত্যন্ত প্রিয়জন
B
কাল্পনিক বস্তু
C
বিশিষ্ট ব্যক্তি
D
আকাঙ্ক্ষিত বস্তু
বাংলা ভাষায় বিভিন্ন বাগ্ধারা বা প্রবাদসমূলক শব্দবন্ধের নির্দিষ্ট অর্থ রয়েছে। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্ধারা ও তাদের অর্থ উদাহরণসহ দেওয়া হলো।
-
‘ঈদের চাঁদ’
-
অর্থ: আকাঙ্ক্ষিত বস্তু
-
উদাহরণ বাক্য: হারানো ছেলেকে ফিরে পেয়ে মা যেন ঈদের চাঁদ হাতে পেলেন।
-
-
‘আঁধার ঘরের মানিক’
-
অর্থ: অত্যন্ত প্রিয়জন
-
-
‘আকাশকুসুম’
-
অর্থ: কাল্পনিক বস্তু
-
-
‘কেউকেটা’
-
অর্থ: বিশিষ্ট ব্যক্তি
-
0
Updated: 1 month ago