বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D
প্যারিচাঁদ মিত্র
উত্তরের বিবরণ
বাংলায় যতি/ছেদ চিহ্নের প্রবর্তক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭) গ্রন্থ প্রথম যতিচিহ্নের ব্যবহার দেখান
0
Updated: 1 month ago
বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোনটি ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
সেমিকোলন
B
বিন্দু
C
হাইফেন
D
ড্যাশ
বিরামচিহ্নের বিভিন্ন প্রকার এবং তাদের ব্যবহার নিয়ে আমরা জানি, বাক্যের স্বচ্ছতা ও অর্থবোধের জন্য সঠিক চিহ্ন ব্যবহারের গুরুত্ব অপরিসীম।
-
হাইফেন (-): বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: মা-বাবার কাছে সন্তানের গৌরব সবচেয়ে বড়ো গৌরব।
-
উদাহরণ: জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকেই দেশের কল্যাণে কাজ করতে হবে।
-
-
বিন্দু (.): শব্দসংক্ষেপ ও ক্রম নির্দেশ করতে ব্যবহৃত হয়।
-
ইংরেজিতে এটি ফুলস্টপ বা পিরিয়ড (.) সমতুল্য।
-
সংখ্যা বা বর্ণ দিয়ে ক্রম নির্দেশ করলে বিন্দু বসে।
-
উদাহরণ: ড. মুহম্মদ শহীদুল্লাহ্।
-
উদাহরণ: ভাষার প্রধান উপাদান চারটি: ১. ধ্বনি, ২. শব্দ, ৩. বাক্য ও ৪. অর্থ।
-
-
সেমিকোলন (;): স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করতে ব্যবহৃত হয়।
-
কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে।
-
-
ড্যাশ (-): সাধারণত দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করতে এবং ব্যাখ্যাযোগ্য বাক্যাংশের আগে-পরে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: বাংলাদেশ দল জয়লাভ করেছে–বিজয়ের আনন্দে দেশের জনগণ উচ্ছ্বসিত।
-
উদাহরণ: ঐ লোকটি—যিনি গতকাল এসেছিলেন—তিনি আমার মামা।
-
0
Updated: 1 month ago
কোনটি 'কোলন'?
Created: 2 months ago
A
;
B
:
C
=
D
'' ''
(:) কোলন চিহ্ন।
--------------
• কোলন:
একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে কোলন ব্যবহার করতে হয়।
যেমন:
- 'সভায় ঠিক করা হল: এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে।'
নিম্নলিখিত স্থানে কোলন ব্যবহৃত হয় -
- বাক্যে কোনো প্রসঙ্গ অবতারণার আগে কোলন বসে। যেমন- শপথ নিলাম: পাশ করবই।
- কটা বাজে কত মিনিট তা সংখ্যায় নির্দেশ করতে। যেমন- ৭: ২০।
- নাটকের চরিত্রের পরে ও সংলাপের আগে। যেমন- রাজা: উজিররা সবাই এসে হাসির হও।
- গণিতে অনুপাত বোঝাতে কোলন বসে। যেমন- ৫:৩।
অন্যদিকে,
• (;) সেমিকোলন চিহ্ন।
• (=) সমান চিহ্ন।
• ('' '') উদ্ধরণ চিহ্ন।
উৎস: উচ্চমাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 2 months ago
নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?
Created: 2 months ago
A
ডিসেম্বর ১৬, ১৯৭১
B
২৬ মার্চ, ১৯৯১
C
ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
D
পয়লা বৈশাখ, চৌদ্দশো একুশ
বাক্যে 'কমা' বসানোর বিভিন্ন নিয়মের মধ্যে একটি নিয়ম হলো মাসের তারিখ লিখতে বার ও মাসের পর 'কমা' বসাতে হয়।
0
Updated: 2 months ago