A
54°
B
42°
C
78°
D
27°
উত্তরের বিবরণ
সমাধান:
দেওয়া আছে,
sin (P + 18°) = 1/√2
বা, sin (P + 18°) = sin 45°
বা, P + 18° = 45°
বা, P = 45° - 18°
∴ P = 27°

0
Updated: 1 day ago
secA + tanA = 5/2 হলে secA - tanA = কত?
Created: 1 day ago
A
1/2
B
5/2
C
1/5
D
2/5
সমাধান:
আমরা জানি,
sec2A - tan2A = 1
বা, (secA + tanA) (secA - tanA) = 1
বা, secA - tanA = 1/(secA + tanA)
বা, secA - tanA = 1/(5/2)
∴ secA - tanA = 2/5

0
Updated: 1 day ago
একটি পুকুরের দৈর্ঘ্য ২০ মিটার ও প্রস্থ ১৫ মিটার। যদি প্রতি বর্গমিটার রাস্তার খরচ ১৫০ টাকা হয়, তবে পুকুরটির চারপাশে ২ মিটার চওড়া একটি রাস্তা তৈরি করতে মোট কত টাকা খরচ হবে?
Created: 3 weeks ago
A
২৩৪০০ টাকা
B
৪৩৬০০ টাকা
C
৩৬২০০ টাকা
D
৪১৬০০ টাকা
সমাধান:
ভিতরের আয়তক্ষেত্র: বর্গমিটার
চারপাশে ২ মি রাস্তা হলে বাইরের আয়তক্ষেত্র: বর্গমিটার
রাস্তারের ক্ষেত্রফল = বর্গমিটার
খরচ = টাকা
উত্তর: ২৩,৪০০ টাকা।

0
Updated: 3 weeks ago
A = 45° হলে, (1 - tan2A)/(1 + tan2A) = কত?
Created: 1 day ago
A
1/2
B
2
C
1
D
0
সমাধান:
(1 - tan2A)/(1 + tan2A)
= {1 - (tan45°)2}/{1 + (tan45°)2}
= {1 - (1)2}/{1 + (1)2}
= (1 - 1)/(1 + 1)
= 0/2
= 0

0
Updated: 1 day ago