A
বর্ণালি
B
ডায়মন্ড
C
দোয়েল
D
সুমাত্রা
উত্তরের বিবরণ
কৃষি ফসলের উন্নত জাত
-
গম: আনন্দ, আকবর, দোয়েল, বরকত, বলাকা, সোনালিকা, জোপাটিকা, ইনিয়া-৬৬
-
আলু: ডায়মন্ড, সিন্দুরী, কুফরী, চমক, কার্ডিনাল
-
ভুট্টা: বর্ণালি, শুভ্র, খইভুট্টা, মোহর উত্তরণ
-
তামাক: সুমাত্রা, ম্যানিলা
উৎস: কৃষিমন্ত্রনালয়

0
Updated: 1 day ago
'সোনালিকা' ও ' আকবর' বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম?
Created: 3 weeks ago
A
উন্নত কৃষি যন্ত্রপাতির নাম
B
উন্নত জাতের ধানের নাম
C
দুটি কৃষি বিষয়ক বেসরকারি সংস্থার নাম
D
উন্নত জাতের গমের নাম
বাংলাদেশের উন্নত জাতের ফসলসমূহ
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) বিভিন্ন ফসলের উন্নত জাত উদ্ভাবন করেছে, যা দেশের কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলো হলো:
১. গমের উন্নত জাত:
সোনালিকা, বলাকা, দোয়েল, অগ্রণী, আনন্দ, কাঞ্চন, শতাব্দী, আকবর
২. ধানের উন্নত জাত:
ইরাটম, ব্রি হাইব্রিড-১, চান্দিনা, হীরা, মালা, বিপ্লব, দুলাভোগ, মোহিনী, সুফলা, আশা, প্রগতি
৩. তামাকের উন্নত জাত:
সুমাত্রা, ম্যানিলা
৪. ভুট্টার উন্নত জাত:
বর্ণালী, শুভ্রা, উত্তরণ
৫. আমের উন্নত জাত:
মহানন্দা, ল্যাংড়া, গোপালভোগ, হাড়িভাঙ্গা, ক্ষীরসাপাতি, মোহনভোগ
৬. টমেটোর উন্নত জাত:
বাহার, মানিক, রতন, অপূর্ব, মিন্টো, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী
৭. মরিচের উন্নত জাত:
যমুনা
৮. বেগুনের উন্নত জাত:
শুকতারা, নয়নতারা, তারাপুরী, ইসলামপুরী, কাজলা, বিজয়, মুক্তকেশী, ঝুমকো
৯. আলুর উন্নত জাত:
হিরা, আইলসা, পেট্রোনিস, মুল্টা, ডায়ামন্ট, কার্ডিনাল, মন্ডিয়াল, কুফরী সিন্দুরী, চমক, ধীরা, গ্রানোলা, ক্লিওপেট্রা, চিনেলা
১০. তুলার উন্নত জাত:
সিবি-১০, রূপালী, ডেলফোজ
উৎস: [কৃষি তথ্য সার্ভিস]

0
Updated: 3 weeks ago
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ–২০২৪ অনুযায়ী, দেশের মোট আবাদী জমির পরিমাণ কত?
Created: 1 day ago
A
৩ কোটি ৯২ লক্ষ ৯৬ হাজার একর
B
৮৩ লক্ষ ৫৮ হাজার একর
C
১ কোটি ৯৮ লক্ষ ২৯ হাজার একর
D
১ কোটি ০১ লক্ষ ৪০ হাজার একর
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২৪ অনুযায়ী --
-
মোট আবাদযোগ্য জমি - ৩ কোটি ৯২ লক্ষ ৯৬ হাজার একর।
-
মোট আবাদী জমি - ১ কোটি ৯৮ লক্ষ ২৯ হাজার একর।
-
আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ - ৮৩ লক্ষ ৫৮ হাজার একর।
-
বনাঞ্চল - ৬৩ লক্ষ ৬৩ হাজার একর।
তার মধ্যে---
-
এক ফসলি জমি - ৫০ লক্ষ ৪৯ হাজার একর।
-
দুই ফসলি জমি - ১ কোটি ০১ লক্ষ ৪০ হাজার একর।
-
তিন ফসলি জমি - ৪৫ লক্ষ ৯৩ হাজার একর।
-
চার ফসলি জমি - ৪৭ হাজার একর।
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২৪ (বিবিএস)

0
Updated: 1 day ago
’বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট’ কোথায় অবস্থিত?
Created: 1 day ago
A
পাবনা
B
দিনাজপুর
C
বগুড়া
D
রংপুর
সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই)
-
সংক্ষিপ্ত পরিচিতি: বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) দেশের একটি অগ্রজ গবেষণা প্রতিষ্ঠান।
-
অবস্থান: ঈশ্বরদী
-
গবেষণা ক্ষেত্র: ইক্ষু, তাল, খেজুর, গোলপাতা ও সুগারবীট ফসলের উপর।
-
অন্যান্য গবেষণা: চিনি, গুড় ও চিবিয়ে খাওয়াসহ ইক্ষুর বহুমুখী ব্যবহারের উপর।
-
অর্থনৈতিক গুরুত্ব: বাংলাদেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের স্বল্প বৃষ্টিপাত এলাকায় ইক্ষু একমাত্র নির্ভরযোগ্য অর্থকরী ফসল।
-
শিল্প গঠন: ইক্ষুর উপর ভিত্তি করে দেশে চিনি ও গুড় তৈরির শিল্প গড়ে উঠেছে।
উৎস: বিএসআরআই ওয়েবসাইট

0
Updated: 1 day ago