বাংলাদেশের কোন জেলায় চা বাগানের সংখ্যা সবচেয়ে বেশি?
A
হবিগঞ্জ
B
পঞ্চগড়
C
ঠাকুরগাঁও
D
মৌলভীবাজার
উত্তরের বিবরণ
চা বোর্ডের অধীনে বাংলাদেশের নিবন্ধিত চা বাগান
-
মোট নিবন্ধিত চা বাগান: ১৭০ টি
-
মৌলভীবাজার: ৯০ টি
-
হবিগঞ্জ: ২৫ টি
-
সিলেট: ১৯ টি
-
চট্টগ্রাম: ২২ টি
-
পঞ্চগড়: ১০ টি
-
রাঙ্গামাটি: ২ টি
-
ঠাকুরগাঁও: ১ টি
-
খাগড়াছড়ি পার্বত্য জেলা: ১ টি
উৎস: বাংলাদেশ চা বোর্ড
0
Updated: 1 month ago
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, বোরো ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
Created: 1 month ago
A
ময়মনসিংহ
B
বরিশাল
C
কুমিল্লা
D
দিনাজপুর
ধান উৎপাদন (বাংলাদেশ):
-
প্রায় ৮০-৮৫% জমিতে ধান চাষ করা হয়।
-
সর্বোচ্চ ধান উৎপাদন জেলা: ময়মনসিংহ
-
সর্বোচ্চ ধান উৎপাদন বিভাগ: রংপুর
-
আউশ ধান উৎপাদনে শীর্ষ জেলা: কুমিল্লা
-
আমন ধান উৎপাদনে শীর্ষ জেলা: দিনাজপুর
-
বোরো ধান উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ
0
Updated: 1 month ago
গমের উন্নত জাতের একটি-
Created: 1 month ago
A
বর্ণালি
B
ডায়মন্ড
C
দোয়েল
D
সুমাত্রা
কৃষি ফসলের উন্নত জাত
-
গম: আনন্দ, আকবর, দোয়েল, বরকত, বলাকা, সোনালিকা, জোপাটিকা, ইনিয়া-৬৬
-
আলু: ডায়মন্ড, সিন্দুরী, কুফরী, চমক, কার্ডিনাল
-
ভুট্টা: বর্ণালি, শুভ্র, খইভুট্টা, মোহর উত্তরণ
-
তামাক: সুমাত্রা, ম্যানিলা
উৎস: কৃষিমন্ত্রনালয়
0
Updated: 1 month ago
বর্তমানে আমন ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
Created: 1 month ago
A
দিনাজপুর
B
কুমিল্লা
C
ময়মনসিংহ
D
বরিশাল
বাংলাদেশে ধান চাষ দেশের কৃষিকাজের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা মোট কৃষি জমির প্রায় ৮০-৮৫ শতাংশে চাষ করা হয়। ধান উৎপাদন বিভিন্ন প্রকারভেদে জেলা ও বিভাগভিত্তিকভাবে পরিবর্তিত হয় এবং কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী এর সর্বশেষ তথ্য নিম্নরূপ:
-
ময়মনসিংহ জেলা ধান উৎপাদনে সর্বাধিক।
-
বিভাগ অনুযায়ী, রংপুর বিভাগে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়।
-
আউশ ধান উৎপাদনে শীর্ষে রয়েছে কুমিল্লা জেলা।
-
আমন ধান উৎপাদনে শীর্ষে রয়েছে দিনাজপুর জেলা।
-
বোরো ধান উৎপাদনে শীর্ষে রয়েছে ময়মনসিংহ জেলা।
0
Updated: 1 month ago