A
মধ্য জানুয়ারি – ফেব্রুয়ারি
B
মধ্য মার্চ – মধ্য এপ্রিল
C
জুনের শেষ – জুলাই শুরু
D
নভেম্বর – ডিসেম্বর
উত্তরের বিবরণ
ফসল রোপন ও উত্তোলনের সময়সূচি
রোপনের সময়:
-
আউশ ধান: মধ্য মার্চ – মধ্য এপ্রিল
-
আমন ধান: জুনের শেষ – সেপ্টেম্বরের শুরু
-
বোরো ধান: মধ্য নভেম্বর – মধ্য জানুয়ারি
উত্তোলনের সময়:
-
আউশ ধান: মধ্য জুলাই – আগস্টের শুরু
-
আমন ধান: ডিসেম্বর – জানুয়ারির শুরু
-
বোরো ধান: এপ্রিল – মে
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ– ২০২৪ (বিবিএস)

0
Updated: 1 day ago
বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় -
Created: 1 week ago
A
আউশ ধান
B
আমন ধান
C
বোরো ধান
D
ইরি ধান
বাংলাদেশে ধানের উৎপাদন পরিসংখ্যান (২০২৩)
বাংলাদেশে ধান প্রধান খাদ্যশস্য, যার মধ্যে সবচেয়ে বেশি উৎপাদিত হয় বোরো ধান। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী ধানের আবাদ ও উৎপাদনের বিবরণ নিম্নরূপ:
-
মোট ধান
-
উৎপাদন: ৩৯০.৯৫ লক্ষ মেট্রিক টন
-
আবাদকৃত জমি: ২৮৭.৫৪ লক্ষ একর
-
-
বোরো ধান (স্থানীয় + অন্যান্য)
-
উৎপাদন: ২০৭.৬৮ লক্ষ মেট্রিক টন
-
আবাদকৃত জমি: ১১৯.৮৯ লক্ষ একর
-
-
আউশ ধান (স্থানীয় + অন্যান্য)
-
উৎপাদন: ২৯.০১ লক্ষ মেট্রিক টন
-
আবাদকৃত জমি: ২৬.২২ লক্ষ একর
-
-
আমন ধান (স্থানীয় + অন্যান্য)
-
উৎপাদন: ১৫৪.২৬ লক্ষ মেট্রিক টন
-
আবাদকৃত জমি: ১৪১.৪৩ লক্ষ একর
-
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২৩

0
Updated: 1 week ago
গমের উন্নত জাতের একটি-
Created: 1 day ago
A
বর্ণালি
B
ডায়মন্ড
C
দোয়েল
D
সুমাত্রা
কৃষি ফসলের উন্নত জাত
-
গম: আনন্দ, আকবর, দোয়েল, বরকত, বলাকা, সোনালিকা, জোপাটিকা, ইনিয়া-৬৬
-
আলু: ডায়মন্ড, সিন্দুরী, কুফরী, চমক, কার্ডিনাল
-
ভুট্টা: বর্ণালি, শুভ্র, খইভুট্টা, মোহর উত্তরণ
-
তামাক: সুমাত্রা, ম্যানিলা
উৎস: কৃষিমন্ত্রনালয়

0
Updated: 1 day ago
সর্বশেষ কৃষি শুমারি কোন সালে অনুষ্ঠিত হয়? (সেপ্টেম্বর-২০২৫)
Created: 1 day ago
A
২০১৯ সালে
B
২০১৭ সালে
C
২০২১ সালে
D
২০১৮ সালে
কৃষি শুমারি
-
স্বাধীনতার পর প্রথম কৃষি শুমারি: ১৯৭৭ সালে
-
স্বাধীনতার পূর্বে (তৎকালীন পূর্ব পাকিস্তান): ১৯৬০ সালে সর্বপ্রথম অনুষ্ঠিত
-
কৃষি শুমারিতে অন্তর্ভুক্ত বিষয়: ৩ টি — শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ
-
মোট কৃষি শুমারি বাংলাদেশে: ৬ টি
-
সর্বশেষ কৃষি শুমারি: ২০১৯ সালে
-
স্লোগান: "কৃষি শুমারি সফল করি সমৃদ্ধ বাংলাদেশ গড়ি"
-
পরিচালনা: পরিসংখ্যান ব্যুরো, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার গাইডলাইন অনুসারে
উৎস: কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং বিবিএস

0
Updated: 1 day ago