A
ইমদাদুল হক মিলন
B
মানিক বন্দ্যোপাধ্যায়
C
হুমায়ুন আজাদ
D
আল মাহমুদ
উত্তরের বিবরণ
• 'পানকৌড়ির রক্ত' গল্পগ্রন্থটির রচয়িতা- আল মাহমুদ।
- এটি ১৯৭৫ সালে প্রকাশিত হয়।
-------------
• আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ:
- লোক লোকান্তর,
- কালের কলস,
- সোনালী কাবিন,
- পাখির কাছে ফুলের কাছে,
- অদৃষ্টবাদীদের রান্নাবান্না ইত্যাদি।
• তাঁর রচিত উপন্যাস:
- ডাহুকী,
- উপমহাদেশ,
- আগুনের মেয়ে,
- চেহারার চতুরঙ্গ,
- কাবিলের বোন ইত্যাদি।
• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- পানকৌড়ির রক্ত,
- সৌরভের কাছে পরাজিত,
- গন্ধবণিক,
- ময়ূরীর মুখ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 day ago
স্কুল মাস্টার সুরজিত নন্দী নামের এক চরিত্র বিশিষ্ট নাটক কোনটি?
Created: 1 week ago
A
আলোছায়া
B
বহুরূপা
C
নেমেসিস
D
রূপান্তর
নেমেসিস (নাটক)
-
রচয়িতা: নুরুল মোমেন
-
রচনা/প্রকাশ: ১৯৪৪, ‘শনিবারের চিঠি’ পত্রিকায়; গ্রন্থাকারে প্রকাশ ১৯৪৮
-
প্রেক্ষাপট: ১৯৩৯-৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ
-
বিষয়বস্তু: সমকালীন দুর্ভিক্ষ, মজুতদারদের পিশাচবৃত্তি এবং নিরন্নদের হাহাকার
-
কেন্দ্রীয় চরিত্র: সুরজিত নন্দী, নৃপেন বোস, সুলতা, অসীম, অমল বাবু, ইয়াকুব
নুরুল মোমেন
-
জন্ম: ১৯০৬, আলফাডাঙ্গা, ফরিদপুর
-
প্রথম নাটক: ‘রূপান্তর’ (১৯৪২, ঢাকা বেতার)
-
প্রথম রম্যগ্রন্থ: ‘বহুরূপা’ (১৯৪৮)
বিখ্যাত নাটকসমূহ
-
যদি এমন হতো
-
নয়া খান্দান
-
আলোছায়া
-
আইনের অন্তরালে
-
শতকরা আশি
-
রূপলেখা
-
যেমন ইচ্ছা তেমন
উৎস:
১) বাংলাপিডিয়া
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 week ago
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের কবি ছিলেন-
Created: 1 day ago
A
বসন্তরঞ্জন রায়
B
বড়ু চণ্ডীদাস
C
কানাহরি দত্ত
D
জ্ঞানদাস
• 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য:
- বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য হিসেবে শ্রীকৃষ্ণকীর্তন স্বীকৃত।
- ১৯০৯ খ্রিষ্টাব্দে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণকীর্তনের পুথি আবিষ্কার করেন।
- শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কারের সময় গ্রন্থের প্রথম পৃষ্ঠায় এর কোনো নাম পাওয়া যায়নি। সম্পাদক বসন্তরঞ্জন রায় এর নাম দেন শ্রীকৃষ্ণকীর্তন। একে শ্রীকৃষ্ণসন্দর্ভও বলা হয়।
- ১৯১৬ খ্রিষ্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় পুথিটি 'শ্রীকৃষ্ণকীর্তন' নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- পুথির প্রথম দুটি এবং শেষপৃষ্ঠা পাওয়া যায়নি বলে এর নাম ও কবির নাম স্পষ্ট করে জানা যায়নি।
- কবির ভণিতায় 'চণ্ডীদাস' এবং অধিকাংশ ক্ষেত্রে 'বড়ু চণ্ডীদাস' পাওয়া যাওয়ায় এই গ্রন্থের কবি হিসেবে বড়ু চণ্ডীদাসকে গ্রহণ করা হয়।
- শ্রীকৃষ্ণকীর্তন গীতি-আলেখ্য। রাধাকৃষ্ণের প্রণয়লীলা এর বিষয়বস্তু। মোট ১৩ খণ্ডে ৪১৮টি পদে এটি বিন্যস্ত।
এ কাব্যের প্রধান তিনটি চরিত্র:
- কৃষ্ণ,
- রাধা,
- বড়ায়ি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহবুবুল আলম।

0
Updated: 1 day ago
‘ইউসুফ-জোলেখা’ কাব্যটি কোন ভাষা থেকে অনুবাদ করা হয়েছে?
Created: 3 weeks ago
A
সংস্কৃত
B
উর্দু
C
ফারসি
D
আরবি
‘ইউসুফ-জোলেখা’ কাব্য
‘ইউসুফ-জোলেখা’ একটি কাহিনি-নির্ভর কাব্যগ্রন্থ, যার রচয়িতা শাহ মুহম্মদ সগীর। এটি ফারসি ভাষা থেকে অনূদিত।
প্রমাণ থেকে জানা যায়, গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ-এর রাজত্বকালে (১৩৮৯–১৪০৯ খ্রিষ্টাব্দ) এ কাব্য রচিত হয়। সে বিচারে এটি পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকের রচনা, এবং শাহ মুহম্মদ সগীর বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হিসেবে গণ্য।
ইউসুফ-জোলেখার কাহিনি বাইবেল ও কোরান—উভয় গ্রন্থেই বর্ণিত হয়েছে। ইরানের কবি ফেরদৌসি (মৃত্যু ১০২৫ খ্রিষ্টাব্দ) এই নামে কাব্য রচনা করেছিলেন।
এটি মূলত একটি অনুবাদ কাব্য, যা রোমান্টিক প্রণয়োপাখ্যানের উৎকৃষ্ট নিদর্শন।

0
Updated: 3 weeks ago