আউশ ধান রোপনের উপযুক্ত সময় কোনটি?
A
মধ্য জানুয়ারি – ফেব্রুয়ারি
B
মধ্য মার্চ – মধ্য এপ্রিল
C
জুনের শেষ – জুলাই শুরু
D
নভেম্বর – ডিসেম্বর
উত্তরের বিবরণ
ফসল রোপন ও উত্তোলনের সময়সূচি
রোপনের সময়:
-
আউশ ধান: মধ্য মার্চ – মধ্য এপ্রিল
-
আমন ধান: জুনের শেষ – সেপ্টেম্বরের শুরু
-
বোরো ধান: মধ্য নভেম্বর – মধ্য জানুয়ারি
উত্তোলনের সময়:
-
আউশ ধান: মধ্য জুলাই – আগস্টের শুরু
-
আমন ধান: ডিসেম্বর – জানুয়ারির শুরু
-
বোরো ধান: এপ্রিল – মে
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ– ২০২৪ (বিবিএস)
0
Updated: 1 month ago
বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় -
Created: 2 months ago
A
আউশ ধান
B
আমন ধান
C
বোরো ধান
D
ইরি ধান
বাংলাদেশে ধানের উৎপাদন পরিসংখ্যান (২০২৩)
বাংলাদেশে ধান প্রধান খাদ্যশস্য, যার মধ্যে সবচেয়ে বেশি উৎপাদিত হয় বোরো ধান। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী ধানের আবাদ ও উৎপাদনের বিবরণ নিম্নরূপ:
-
মোট ধান
-
উৎপাদন: ৩৯০.৯৫ লক্ষ মেট্রিক টন
-
আবাদকৃত জমি: ২৮৭.৫৪ লক্ষ একর
-
-
বোরো ধান (স্থানীয় + অন্যান্য)
-
উৎপাদন: ২০৭.৬৮ লক্ষ মেট্রিক টন
-
আবাদকৃত জমি: ১১৯.৮৯ লক্ষ একর
-
-
আউশ ধান (স্থানীয় + অন্যান্য)
-
উৎপাদন: ২৯.০১ লক্ষ মেট্রিক টন
-
আবাদকৃত জমি: ২৬.২২ লক্ষ একর
-
-
আমন ধান (স্থানীয় + অন্যান্য)
-
উৎপাদন: ১৫৪.২৬ লক্ষ মেট্রিক টন
-
আবাদকৃত জমি: ১৪১.৪৩ লক্ষ একর
-
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২৩
0
Updated: 2 months ago
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, দেশে আলু উৎপাদনে শীর্ষ বিভাগ-
Created: 1 month ago
A
ঢাকা
B
খুলনা
C
রংপুর
D
রাজশাহী
আলু উৎপাদন (কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী)
-
আলু উৎপাদনে শীর্ষ বিভাগ:
-
প্রথম: রংপুর বিভাগ
-
দ্বিতীয়: রাজশাহী বিভাগ
-
-
আলু উৎপাদনে শীর্ষ জেলা:
-
প্রথম: রংপুর জেলা
-
দ্বিতীয়: বগুড়া জেলা
-
0
Updated: 1 month ago
পঞ্চব্রীহি ধানের উদ্ভাবক কে?
Created: 1 month ago
A
ড. রফিক উদ্দিন
B
ড. আবেদ চৌধুরী
C
ড. মাকসুদুল আলম
D
ড. মুকবুল হোসেন
পঞ্চব্রীহি ধানচাষ:
-
উদ্ভাবক: বাংলাদেশি বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী
-
পদ্ধতি: একটি ধানগাছ থেকে একাধিক মৌসুমে পাঁচবার ফলন নেওয়া হয়।
-
প্রথম ফলন: ১১০ দিন পর
-
পরবর্তী ফলন: প্রতি ৪৫ দিন অন্তর
-
ফসলের ধরণ: একবার বোরো, দুবার আউশ, দুবার আমন
-
ফসলের উৎপাদন: প্রথমবার হেক্টরপ্রতি ৪ টন
-
চারা রোপণের দূরত্ব: প্রতি ৪ সেন্টিমিটার
-
প্রকাশ: ২০২৩ সালের ১২ অক্টোবর, লন্ডন-বাংলা প্রেসক্লাব, ‘খাদ্যনিরাপত্তা ও মানবস্বাস্থ্য’ শীর্ষক বক্তৃতা
0
Updated: 1 month ago