আউশ ধান রোপনের উপযুক্ত সময় কোনটি?
A
মধ্য জানুয়ারি – ফেব্রুয়ারি
B
মধ্য মার্চ – মধ্য এপ্রিল
C
জুনের শেষ – জুলাই শুরু
D
নভেম্বর – ডিসেম্বর
উত্তরের বিবরণ
ফসল রোপন ও উত্তোলনের সময়সূচি
রোপনের সময়:
-
আউশ ধান: মধ্য মার্চ – মধ্য এপ্রিল
-
আমন ধান: জুনের শেষ – সেপ্টেম্বরের শুরু
-
বোরো ধান: মধ্য নভেম্বর – মধ্য জানুয়ারি
উত্তোলনের সময়:
-
আউশ ধান: মধ্য জুলাই – আগস্টের শুরু
-
আমন ধান: ডিসেম্বর – জানুয়ারির শুরু
-
বোরো ধান: এপ্রিল – মে
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ– ২০২৪ (বিবিএস)
0
Updated: 1 month ago
বাংলাদেশের কোন অঞ্চলের জেলাগুলো গম চাষের জন্য বিশেষ উপযোগী?
Created: 1 month ago
A
দক্ষিণাঞ্চল
B
উত্তরাঞ্চল
C
মধ্যাঞ্চল
D
পাহাড়ি অঞ্চল
গম (Wheat)
তথ্যগুলো হলো:
-
চাষযোগ্য এলাকা: বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলো, বিশেষ করে দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, বগুড়া।
-
উৎপাদন ও আমদানি: বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ গম উৎপাদন করতে পারেনি; প্রতিবছর গম আমদানি করতে হয়।
-
চাষের নিয়ামক:
-
তাপমাত্রা: ১৬° থেকে ২২° সেলসিয়াস।
-
বৃষ্টিপাত: ৫০-৭৫ সেন্টিমিটার। বৃষ্টিপাত কম হলেও গম চাষ করা যায়; শীত মৌসুমে সেচ ব্যবস্থার মাধ্যমে চাষ সম্ভব।
-
মৃত্তিকা: উর্বর দোআঁশ মাটি গম চাষের জন্য বিশেষ সহায়ক।
-
0
Updated: 1 month ago
বাংলাদেশের কোন জেলায় চা বাগানের সংখ্যা সবচেয়ে বেশি?
Created: 1 month ago
A
হবিগঞ্জ
B
পঞ্চগড়
C
ঠাকুরগাঁও
D
মৌলভীবাজার
চা বোর্ডের অধীনে বাংলাদেশের নিবন্ধিত চা বাগান
-
মোট নিবন্ধিত চা বাগান: ১৭০ টি
-
মৌলভীবাজার: ৯০ টি
-
হবিগঞ্জ: ২৫ টি
-
সিলেট: ১৯ টি
-
চট্টগ্রাম: ২২ টি
-
পঞ্চগড়: ১০ টি
-
রাঙ্গামাটি: ২ টি
-
ঠাকুরগাঁও: ১ টি
-
খাগড়াছড়ি পার্বত্য জেলা: ১ টি
উৎস: বাংলাদেশ চা বোর্ড
0
Updated: 1 month ago
বাংলাদেশের কৃষিতে 'শতাব্দী ও ডেলফোজ' কী ধরনের ফসলের জাত হিসেবে পরিচিত?
Created: 1 month ago
A
ভুট্টা ও তামাক
B
গম ও তুলা
C
গম ও টমেটো
D
আলু ও আম
গমের কিছু উন্নত জাতের মধ্যে রয়েছে: বলাকা, দোয়েল, সোনালিকা, আকবর, আনন্দ, কাঞ্চন, শতাব্দী।
তুলার উন্নত জাত: সিবি-১০, রূপালী, ডেলফোজ।
অন্যান্য ফসল ও তাদের কিছু উন্নত জাত:
-
ধান: ব্রি হাইব্রিড-১, সুফলা, প্রগতি
-
ভুট্টা: বর্ণালী, শুভ্রা, উত্তরণ
-
বেগুন: নয়নতারা, শুকতারা, বিজয়
-
আলু: হিরা, গ্রানোলা, কার্ডিনাল
-
আম: ল্যাংড়া, গোপালভোগ, হাড়িভাঙ্গা
0
Updated: 1 month ago