A
নারিকেল জিঞ্জিরা
B
সোনাদিয়া
C
কুতুবদিয়া
D
নিঝুম দ্বীপ
উত্তরের বিবরণ
সেন্টমার্টিন
-
দেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো সেন্টমার্টিন।
-
সেন্টমার্টিনের স্থানীয় নাম হলো নারিকেল জিঞ্জিরা।
-
বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ হলো মহেশখালী, যেখানে আদিনাথ পাহাড় এবং আদিনাথ মন্দির রয়েছে।
অন্যদিকে
-
কুতুবদিয়া দ্বীপে একটি বাতিঘর অবস্থিত।
-
সন্দ্বীপে প্রাচীনকালে বাণিজ্যিক জাহাজ নির্মাণের প্রচলন ছিল।
বাংলাদেশের উল্লেখযোগ্য দ্বীপসমূহ ও তাদের অবস্থান:
-
ভোলা — ভোলা (দ্বীপজেলা)
-
সেন্টমার্টিন — টেকনাফ, কক্সবাজার
-
দক্ষিণ তালপট্টি / পূর্বাশা / নিউমুর — শ্যামনগর, সাতক্ষীরা
-
নিঝুম দ্বীপ — হাতিয়া, নোয়াখালী
-
সোনাদিয়া — মহেশখালী, কক্সবাজার
-
মনপুরা দ্বীপ — মনপুরা, ভোলা
-
কুতুবদিয়া — কুতুবদিয়া, কক্সবাজার
তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন, বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago