A
সমাপ্তি
B
পোস্টমাস্টার
C
দেনা-পাওনা
D
সুভা
উত্তরের বিবরণ
✦ ছোটগল্প: সমাপ্তি
লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর
সংকলন: গল্পগুচ্ছ
প্রধান চরিত্র: মৃন্ময়ী
বিশেষ তথ্য / বিখ্যাত উক্তি:
-
“শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।”
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
‘সমাপ্তি’ ছোটগল্প

0
Updated: 1 day ago
ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন?
Created: 4 hours ago
A
রোসাঙ্গ রাজসভা
B
লক্ষ্মণ সেনের রাজসভা
C
কৃষ্ণনগর রাজসভা
D
মিথিলার রাজসভা
• ভারতচন্দ্র রায়গুণাকর:
-
নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
সংক্ষিপ্ত পরিচয়:
-
মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি।
-
রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে অন্নদামঙ্গল কাব্য রচনা করেন।
-
অন্নদামঙ্গল কাব্যের ৩টি খন্ড রয়েছে।
-
মহারাজ কৃষ্ণচন্দ্র তাঁকে ‘রায়গুণাকর’ উপাধি দেন।
-
প্রথম কাব্য: বিমিশ্র দেবতা সত্যনারায়ণের সম্মানে রচিত একটি পাঁচালি।
-
উনবিংশ শতাব্দীর কলকাতায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন।
-
৪৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলাপিডিয়া

0
Updated: 4 hours ago
সম্প্রতি, বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্মেলন- ২০২৫ কোথায় অনুষ্ঠিত হয়েছে? [আগস্ট, ২০২৫]
Created: 3 weeks ago
A
টোকিও, জাপান
B
সাংহাই, চীন
C
সিউল, দক্ষিণ কোরিয়া
D
বেইজিং, চীন
বাংলা
কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence - AI )
বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
No subjects available.
বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন-২০২৫
-
তারিখ ও স্থান: ২৬–২৮ জুলাই, ২০২৫, সাংহাই, চীন
-
মূল প্রতিপাদ্য: “Global Solidarity in the AI Era” (কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বৈশ্বিক ঐক্য)
-
উল্লেখযোগ্য তথ্য:
-
অংশগ্রহণকারী প্রতিষ্ঠান: ৮০০+
-
প্রদর্শিত AI উদ্ভাবন: ৩,০০০+
-
বড় ভাষার মডেল (LLM): ৪০+
-
স্মার্ট ডিভাইস: ৫০+
-
বুদ্ধিমান রোবট: ৬০+
-
বিশেষ অতিথি: ১২০+ জন, যার মধ্যে ১২ জন টুরিং ও নোবেল পুরষ্কারপ্রাপ্ত, এছাড়া ওপেনএআই ও মাইক্রোসফটের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
-
-
গুরুত্ব: বিশ্বের অন্যতম বৃহৎ ও প্রভাবশালী AI ভিত্তিক আন্তর্জাতিক সম্মেলন।

0
Updated: 3 weeks ago
'বঙ্গসুন্দরী' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Created: 1 week ago
A
বুদ্ধদেব বসু
B
সুধীন্দ্রনাথ দত্ত
C
বিহারীলাল চক্রবর্তী
D
অমিয় চক্রবর্তী
বিহারীলাল চক্রবর্তী
-
জন্ম: ১৮৩৫, নিমতলা, কলকাতা
-
পরিচয়: আধুনিক বাংলা গীতিকবিতার পুরোধা, রবীন্দ্রনাথের কাব্যগুরু
-
সাহিত্যকর্ম: আধুনিক বাংলা গীতিকবিতার স্রষ্টা
-
বিশেষ শ্রদ্ধা: রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘সারদা মঙ্গল’ কাব্য পড়ে তাঁকে ‘ভোরের পাখি’ আখ্যায়িত করেন
-
প্রখ্যাত কাব্যগ্রন্থ:
-
সারদা মঙ্গল (শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ)
-
সাধের আসন (শেষ কাব্যগ্রন্থ, ‘সারদা মঙ্গল’ এর পরিশিষ্ট)
-
অন্যান্য কাব্যগ্রন্থ: স্বপ্নদর্শন, সঙ্গীত শতক, বন্ধু-বিয়োগ, প্রেম প্রবাহিণী, নিসর্গ সন্দর্শন, বঙ্গসুন্দরী, নিসর্গ সঙ্গীত, মায়াদেবী, দেবরাণী, বাউল বিংশতি
-

0
Updated: 1 week ago