শামসুদ্দীন আবুল কালাম রচিত উপন্যাস কোনটি?
A
অনেক দিনের আশা
B
কাশবনের কন্যা
C
পথ জানা নাই
D
শাহের বানু
উত্তরের বিবরণ
• 'কাশবনের কন্যা' উপন্যাস:
- শামসুদ্দীন আবুল কালাম রচিত উপন্যাস 'কাশবনের কন্যা'। উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৫৪ সালে।
- শামসুদ্দীন আবুল কালামের 'কাশবনের কন্যা' উপন্যাসে গ্রামকে এমনভাবে তুলে আনা হয়েছে যে, দুঃখ দারিদ্রতা থাকলেও গ্রামেই সুখের স্বর্গ, সমস্ত বিশ্বাসের আধার।
- উপন্যাসে বরিশাল অঞ্চলের ভূপ্রকৃতি, লোকজীবন, গ্রামীণ দিগন্ত চিত্রায়িত হয়েছে।
- এই উপন্যাসের চরিত্র সমূহ: সিকদার, হোসেন, জোবেদা, মেহেরজান ইত্যাদি।
---------------------
• শামসুদ্দীন আবুল কালাম:
- শামসুদ্দীন আবুল কালাম ১৯২৬ খ্রিস্টাব্দের আগস্ট মাসে বরিশালের নলছিটি থানার কামদেবপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- শামসুদ্দীন বরিশাল জেলা স্কুল থেকে ম্যাট্রিক (১৯৪১), ব্রজমোহন কলেজ থেকে আই.এ (১৯৪৩) এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ (১৯৪৬) পাস করেন।
তাঁর রচনাসমূহ হলো:
• গল্পগ্রন্থ:
- অনেক দিনের আশা,
- ঢেউ,
- পথ জানা নাই,
- দুই হৃদয়ের তীর,
- শাহের বানু।
• উপন্যাস:
- আলমনগরের উপকথা,
- কাশবনের কন্যা,
- কাঞ্চনমালা,
- জায়মঙ্গল,
- কাঞ্চনগ্রাম,
- পুঁই ডালিমের কাব্য।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞেসা এবং বাংলাপিডিয়া।
0
Updated: 1 month ago
প্রমথ চৌধুরী কোন পত্রিকা সম্পাদনা করতেন?
Created: 1 month ago
A
ভারতী
B
সবুজপত্র
C
সমকাল
D
বঙ্গদর্শন
প্রমথ চৌধুরী সবুজপত্র পত্রিকা সম্পাদনা করতেন।
প্রমথ চৌধুরী:
- প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন।
- তাঁর সাহিত্যিক ছদ্মনাম ছিল ‘বীরবল’।
- তিনি বাংলা ভাষার সাধু ও চলিত রূপের তুলনামূলক গবেষণা করেছেন।
- বাংলা গদ্যে চলিত রীতি প্রবর্তন এবং বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনায় তিনি বিশেষ খ্যাত।
- প্রমথ চৌধুরী প্রথম গদ্য ও প্রবন্ধে চলিত রীতির ব্যবহার করেন।
- তিনি বাংলা কাব্য সাহিত্যে প্রথম ইতালীয় সনেট প্রবর্তন করেন।
- ১৯১৪ সালে তিনি মাসিক ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদনা করেন।
- ১৯৪৬ সালে তিনি শান্তিনিকেতনে মৃত্যুবরণ করেন।
0
Updated: 1 month ago
আবু জাফর শামসুদ্দীনের সম্পাদনায় কোন পত্রিকাটি প্রকাশিত হয়?
Created: 2 months ago
A
নয়া সড়ক
B
ক্রান্তি
C
কণ্ঠস্বর
D
অগত্যা
'নয়া সড়ক' পত্রিকা
-
ধরণ: বার্ষিক সাহিত্যপত্র
-
প্রকাশের সাল: ১৯৪৮
-
প্রথম সম্পাদক: আবু জাফর শামসুদ্দীন ও মোহাম্মদ নাসির আলি
-
বিশেষত্ব:
-
১৯৪৭ সালের ভারত ভাগের পর স্বাধীন পূর্ববাংলার প্রথম বাংলা সাহিত্যপত্র হিসেবে বিবেচিত।
-
মূলত মুসলিম লেখকদের লেখা প্রকাশিত হত।
-
আজ ‘দুষ্প্রাপ্য’ হিসেবে বাংলা একাডেমীতে সংরক্ষিত।
-
-
নামকরণের তাৎপর্য: নতুনের দিকে যাত্রার প্রত্যাশা প্রকাশ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
0
Updated: 2 months ago
কোনটি 'পোস্টমাস্টার' ছোটগল্পের চরিত্র?
Created: 1 month ago
A
অমল
B
গৌরীশংকর
C
রতন
D
অপু
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প: পোস্টমাস্টার
১. পোস্টমাস্টার
-
লেখক: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
-
ধরণ: ছোটগল্প
-
প্রধান চরিত্র:
-
পোস্টমাস্টার
-
রতন
-
২. বিখ্যাত উক্তি
"জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কী। পৃথিবীতে কে কাহার।"
৩. অন্যান্য উল্লেখযোগ্য ছোটগল্প ও চরিত্র
| গল্প | প্রধান চরিত্র |
|---|---|
| নষ্টনীড় | অমল, ভূপতি, চারুলতা |
| হৈমন্তী | হৈমন্তী (শিশির), গৌরীশংকর, অপু, বনমালী |
0
Updated: 3 days ago