'সমকাল' পত্রিকার সম্পাদক ছিলেন-
A
আহমদ ছফা
B
সিকান্দার আবু জাফর
C
রফিক আজাদ
D
শামসুদ্দীন আবুল কালাম
উত্তরের বিবরণ
0
Updated: 1 month ago
'গোরক্ষবিজয়' কোন ধারার সাহিত্য?
Created: 1 month ago
A
নাথসাহিত্য
B
মঙ্গলকাব্য
C
কবিগান
D
মর্সিয়া সাহিত্য
নাথসাহিত্য বাংলা সাহিত্যের এক বিশেষ ধারা, যা মূলত নাথধর্মের আচার-আচরণ ও নাথযোগীদের কাহিনি অবলম্বনে রচিত। এটি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধারার অন্যতম উল্লেখযোগ্য কাহিনি হলো শেখ ফয়জুল্লাহর ‘গোরক্ষবিজয়’। একই ধারায় রাজা মাণিকচন্দ্রের গান, ময়নামতীর গান এবং গোপীচন্দ্রের গান রচিত হয়েছিল। বিশেষ করে ময়নামতী-গোপীচন্দ্রের গানে গার্হস্থ্য জীবনের ভিত্তিতে যোগজীবনের নির্দেশিকা প্রকাশ পেয়েছে।
0
Updated: 1 month ago
'কায়েশ' চরিত্রটি কোন কাব্যের অন্তর্ভুক্ত?
Created: 1 month ago
A
ইউসুফ-জোলেখা
B
লায়লী মজনু
C
চন্দ্রাবতী
D
পদ্মাবতী
লায়লী-মজনু কাব্য বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ রোমান্টিক কাব্য, যা ফারসির প্রখ্যাত কাব্য ‘লায়লী-মজনু’ এর ভাবানুবাদ। মূল কাহিনির উৎস আরবি লোকগাঁথা, যা সারা বিশ্বে পরিচিত প্রেমকাহিনি।
-
কাব্যের প্রধান চরিত্র: কায়েশ (মজনু) ও লায়লী।
-
কাব্যটি রচনা করেছেন দৌলত উজির বাহরাম খান, ফারসি কবি জামীর লায়লী-মজনু কাব্যের ভাবানুবাদ ও স্বাধীন রচনার সংমিশ্রণে।
-
কাহিনি সংক্ষেপে:
-
আমির-পুত্র কায়েশ বাল্যকালে বণিক কন্যা লায়লী-এর প্রেমে পড়ে।
-
কায়েশ প্রেমে এত আবেগময় হয় যে তাকে মজনু বা পাগল বলা হয়।
-
লায়লীও মজনুর প্রতি গভীর আকর্ষণ অনুভব করে।
-
তাদের বিবাহে প্রবল বাধা সৃষ্টি হয়; মজনু বনজঙ্গলে ঘুরে বেড়ায়, লায়লী অন্যত্র বিবাহিত হলেও তার মন মজনুর প্রতি স্থির থাকে।
-
দীর্ঘ বিরহের শেষে তাদের মৃত্যু ঘটে করুণভাবে।
-
-
কাব্যের বৈশিষ্ট্য:
-
এটি কাব্যরস, লিপিচাতুর্য, ভব্যতা ও শালীনতায় সমৃদ্ধ।
-
রচনার রীতি গতানুগতিক, কিন্তু কবিত্বশক্তি ও ভাব প্রকাশে সফল।
-
-
ড. মুহম্মদ এনামুল হকের মতে, ষোড়শ শতাব্দীর বাংলা সাহিত্যে সমকক্ষ কাব্য বিরল।
0
Updated: 1 month ago
আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি-
Created: 1 month ago
A
আলাওল
B
কোরেশী মাগন ঠাকুর
C
দৌলত কাজী
D
মরদন
• আরাকান রাজসভা:
- আরাকান রাজসভার আদি কবি ও প্রথম বাঙালি কবি দৌলত কাজী।
- তিনি লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা।
- তাঁর উল্লেখযোগ্য কাব্যের নাম 'সতীময়না ও লোরচন্দ্রানী'।
- এটি হিন্দি কবি সাধনের 'মৈনাসত' কাব্য অবলম্বনে তিন খন্ডে রচিত।
• আরাকান রাজসভার অন্যান্য কবিগণ হলেন:
- আলাওল,
- কোরেশী মাগন ঠাকুর,
- মরদন,
- আবদুল করিম খন্দকার,
- শমসের আলী ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
0
Updated: 1 month ago