'সমকাল' পত্রিকার সম্পাদক ছিলেন-
A
আহমদ ছফা
B
সিকান্দার আবু জাফর
C
রফিক আজাদ
D
শামসুদ্দীন আবুল কালাম
উত্তরের বিবরণ
0
Updated: 1 month ago
নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থ কোনটি?
Created: 2 weeks ago
A
প্রেমাংশুর রক্ত চাই
B
কালো মেলা
C
গীনসাবার্গের সঙ্গে
D
ভগলার তীরে
বাংলা আধুনিক কবিতায় গভীর মানবপ্রেম, সামাজিক চেতনা ও রাজনৈতিক বাস্তবতার অনন্য কণ্ঠস্বর হিসেবে নির্মলেন্দু গুণ বিশেষভাবে পরিচিত। তাঁর কবিতায় মানুষের বেঁচে থাকা, প্রেম, সংগ্রাম ও বিপ্লব একাকার হয়ে উঠে আসে। এজন্য তাঁকে প্রায়ই বলা হয় “বাংলাদেশের কবিদের কবি”।
মূল তথ্যসমূহ:
-
নির্মলেন্দু গুণ জন্মগ্রহণ করেন ১৯৪৫ সালে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার কাশবন গ্রামে।
-
তাঁর সম্পূর্ণ নাম ‘নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী’।
-
তিনি কবিতা, উপন্যাস, ভ্রমণকাহিনি ও আত্মজীবনীসহ নানা ধারায় সাহিত্যচর্চা করেছেন।
-
তাঁর কবিতায় দেশপ্রেম, সাধারণ মানুষের জীবন, ন্যায়বোধ ও বিদ্রোহী সত্তা শক্তভাবে প্রতিফলিত হয়েছে।
রচিত কাব্যগ্রন্থসমূহ:
-
প্রেমাংশুর রক্ত চাই
-
না প্রেমিক না বিপ্লবী
-
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী
-
ও বন্ধু আমার
-
চাষাভূষার কাব্য
রচিত ভ্রমণকাহিনি:
-
ভগলার তীরে
-
গীনসাবার্গের সঙ্গে
-
আমেরিকায় জুয়ালেখার স্মৃতি
-
ভ্রমি দেশে দেশে
রচিত কিশোর উপন্যাস:
-
কালো মেলা
-
বাবা যখন ছোট্ট ছিলেন
0
Updated: 2 weeks ago
‘চার ইয়ারি কথা’ কোন ধরনের গ্রন্থ?
Created: 2 months ago
A
গল্পগ্রন্থ
B
উপন্যাস
C
কাব্যগ্রন্থ
D
প্রবন্ধগ্রন্থ
চার ইয়ারী কথা’ (গল্পগ্রন্থ)
-
রচয়িতা: প্রমথ চৌধুরী
-
প্রকাশকাল: ১৯১৬
-
বিষয়বস্তু: চার বন্ধুর প্রেমের কাহিনী; নায়িকারা সকলেই ইউরোপীয়।
-
প্রথম নায়িকা: উন্মাদ
-
দ্বিতীয় নায়িকা: চোর
-
তৃতীয় নায়িকা: প্রতারক
-
চতুর্থ নায়িকা: মৃত্যুর পর ভালোবাসা প্রকাশ করে
-
-
বৈশিষ্ট্য: ভাষার চাতুর্য, সূক্ষ্ম ব্যঙ্গ, পরিহাসপ্রিয়তা; ভাবালু প্রেমকাহিনীকে প্রতিবাদী রূপে উপস্থাপন।
প্রমথ চৌধুরী
-
বাংলা ভাষার সাধু ও চলিত রূপের তুলনামূলক গবেষক।
-
বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক।
-
সাহিত্যিক ছদ্মনাম: বীরবল
-
উল্লেখযোগ্য রচনা:
-
বীরবলের হালখাতা (১৯০২, ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত) → প্রথমবার চলিত রীতি প্রয়োগ।
-
-
বাংলা কাব্য সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তক।
0
Updated: 2 months ago
‘শেষ বড় কবি’ বলা হয় কাকে?
Created: 1 month ago
A
কোরেশী মাগনঠাকুর
B
ভারতচন্দ্র রায়গুণাকর
C
ঈশ্বরচন্দ্র গুপ্ত
D
শাহ মুহম্মদ সগীর
ভারতচন্দ্র রায়গুণাকর ছিলেন আঠারো শতকের মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি। তাঁর জীবনকাল ১৭১২ থেকে ১৭৬০ খ্রিষ্টাব্দ পর্যন্ত। তিনি মধ্যযুগের ‘শেষ বড় কবি’ হিসেবে পরিচিত এবং তাঁকে নাগরিক কবিও বলা হয়। ভারতচন্দ্র বেশ কিছু গ্রন্থ রচনা করলেও তাঁর শ্রেষ্ঠ রচনা হলো ‘অন্নদামঙ্গল’, যা তিনি ১৭৫২-৫৩ সালে রচনা করেন। এই কাব্যের দ্বিতীয় অংশ ‘বিদ্যাসুন্দর’ নামে পরিচিত।
-
‘অন্নদামঙ্গল’ কাব্যের বৈশিষ্ট্য: ছন্দ ও অলঙ্কারের সুদক্ষ প্রয়োগ
-
অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য: অন্নদামঙ্গল অষ্টাদশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কাব্য এবং সমগ্র বাংলা সাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য গ্রন্থ
-
অন্য উল্লেখযোগ্য গ্রন্থ: সত্যনারায়ণের পাঁচালী
0
Updated: 1 month ago