মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
A
তিলোত্তমাসম্ভব কাব্য
B
দ্য ক্যাপটিভ লেডি
C
মেঘনাদবধ কাব্য
D
চতুর্দশপদী কবিতাবলী
উত্তরের বিবরণ
✦ ব্যক্তিত্ব: মাইকেল মধুসূদন দত্ত
জন্ম: ২৫ জানুয়ারি ১৮২৪, সাগরদাঁড়ি গ্রাম, যশোর জেলা
পেশা: মহাকবি, নাট্যকার
ভাষা ও সাহিত্য অবদান:
-
বাংলা ভাষার সনেট প্রবর্তক
-
অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক
-
প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ: পদ্মাবতী নাটক (দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় গর্ভাঙ্ক)
-
সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ: তিলোত্তমাসম্ভব কাব্য
-
প্রথম কাব্যগ্রন্থ (ইংরেজিতে): দ্য ক্যাপটিভ লেডি
✦ নাটকসমূহ
-
শর্মিষ্ঠা
-
পদ্মাবতী
-
কৃষ্ণকুমারী
✦ কাব্যসমূহ
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য)
-
চতুর্দশপদী কবিতাবলী
✦ প্রহসনসমূহ
-
একেই কি বলে সভ্যতা
-
বুড়ো সালিকের ঘাড়ে রোঁ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
আলাওল কোন শতকের কবি ছিলেন?
Created: 2 months ago
A
অষ্টাদশ
B
সপ্তদশ
C
ষোড়শ
D
পঞ্চদশ
আলাওল
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আলাওল আনুমানিক ১৬০৭ খ্রিষ্টাব্দে ফরিদপুর জেলার ফতেয়াবাদ পরগনার জালালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আরাকান রাজসভা তথা সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি হিসেবে পরিচিত।
তাঁর প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য হলো ‘পদ্মাবতী’, যা তিনি মাগন ঠাকুরের উৎসাহে রচনা করেন।
সৈয়দ আলাওল রচিত বিখ্যাত সাহিত্যকর্মসমূহ—
-
পদ্মাবতী
-
হপ্তপয়কর
-
সিকান্দারনামা
-
তোহফা
-
সয়ফুলমুলুক বদিউজ্জামান ইত্যাদি
0
Updated: 2 months ago
চর্যাপদের কোন কবি নাগার্জুনের শিষ্য ছিলেন?
Created: 2 months ago
A
লুইপা
B
কাহ্নপা
C
শবরপা
D
ভুসুকুপা
শবরপা
-
পদবী: চর্যাপদের সর্বাপেক্ষা প্রাচীন কবি।
-
শিষ্যত্ব: নাগার্জুনের শিষ্য।
-
জীবনকাল: ৬৮০ – ৭৬০ খ্রিস্টাব্দ (অনুমান)।
-
পদরচনা: চর্যাপদের প্রথম পদকর্তা ও লুইপার গুরু।
-
পদসংখ্যা: ২৮ ও ৫০ নং পদের রচয়িতা।
-
গ্রন্থ: সংস্কৃত ও অপভ্রংশ মিলে মোট ১৬টি গ্রন্থ রচনা।
উল্লেখযোগ্য পঙক্তি
0
Updated: 2 months ago
কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাসের অন্তর্ভুক্ত নয়?
Created: 2 months ago
A
রাধারানী
B
আনন্দমঠ
C
সীতারাম
D
দেবী চৌধুরানী
0
Updated: 2 months ago