'শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।'- উক্তিটি কোন গল্পের অন্তর্ভুক্ত?
A
সমাপ্তি
B
পোস্টমাস্টার
C
দেনা-পাওনা
D
সুভা
উত্তরের বিবরণ
✦ ছোটগল্প: সমাপ্তি
লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর
সংকলন: গল্পগুচ্ছ
প্রধান চরিত্র: মৃন্ময়ী
বিশেষ তথ্য / বিখ্যাত উক্তি:
-
“শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।”
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
‘সমাপ্তি’ ছোটগল্প
0
Updated: 1 month ago
"বিশ্বে যা-কিছু মহান্ সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।" - পঙ্ক্তিটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Created: 2 months ago
A
সাম্যবাদী
B
সর্বহারা
C
অগ্নি-বীণা
D
বিষের বাঁশি
সাম্যবাদী কাব্যগ্রন্থ
-
রচয়িতা: কাজী নজরুল ইসলাম
-
প্রকাশকাল: ১৯২৫
-
মোট কবিতা: ১১ টি
-
প্রধান বিষয়বস্তু: মানুষের সমতা ও সমঅধিকার
-
প্রথম কবিতা: সাম্যবাদী
-
বিখ্যাত কবিতা: নারী
‘নারী’ কবিতার সংক্ষিপ্ত ভাবার্থ
-
কবি এখানে নারী ও পুরুষকে সমমানের হিসেবে দেখান।
-
বিশ্বের সমস্ত মহান সৃষ্টি ও কল্যাণকর কাজের অর্ধেকই নারী করেছে।
-
বিশ্বের সমস্ত কষ্ট ও দুঃখের কারণের অর্ধেকই নারী এবং অর্ধেকই পুরুষের।
উল্লেখ্য: এই কবিতার মাধ্যমে নজরুল নারীর অবদান ও সমতার গুরুত্ব তুলে ধরেছেন।
0
Updated: 2 months ago
মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
তিলোত্তমাসম্ভব কাব্য
B
দ্য ক্যাপটিভ লেডি
C
মেঘনাদবধ কাব্য
D
চতুর্দশপদী কবিতাবলী
✦ ব্যক্তিত্ব: মাইকেল মধুসূদন দত্ত
জন্ম: ২৫ জানুয়ারি ১৮২৪, সাগরদাঁড়ি গ্রাম, যশোর জেলা
পেশা: মহাকবি, নাট্যকার
ভাষা ও সাহিত্য অবদান:
-
বাংলা ভাষার সনেট প্রবর্তক
-
অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক
-
প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ: পদ্মাবতী নাটক (দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় গর্ভাঙ্ক)
-
সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ: তিলোত্তমাসম্ভব কাব্য
-
প্রথম কাব্যগ্রন্থ (ইংরেজিতে): দ্য ক্যাপটিভ লেডি
✦ নাটকসমূহ
-
শর্মিষ্ঠা
-
পদ্মাবতী
-
কৃষ্ণকুমারী
✦ কাব্যসমূহ
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য)
-
চতুর্দশপদী কবিতাবলী
✦ প্রহসনসমূহ
-
একেই কি বলে সভ্যতা
-
বুড়ো সালিকের ঘাড়ে রোঁ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
'ঘরগেরস্থির রাজনীতি' গ্রন্থটি রচনা করেন কে?
Created: 2 months ago
A
বেগম রোকেয়া
B
সুফিয়া কামাল
C
সেলিনা হোসেন
D
নীলিমা ইব্রাহিম
ঘরগেরস্থির রাজনীতি (প্রবন্ধগ্রন্থ)
-
লেখক: সেলিনা হোসেন
-
প্রকাশ: ২০০৭
-
বিষয়বস্তু:
-
মোট সতেরটি প্রবন্ধ সংকলিত
-
বাংলাদেশের সমাজ প্রেক্ষিতে নারীর অবস্থা ও অবস্থান বিশ্লেষণ
-
নারীবাদী দৃষ্টিকোণ থেকে সমাজ-ভাবনার চিত্র উপস্থাপন
-
সেলিনা হোসেন (লেখক পরিচিতি)
-
জন্ম: ১৯৪৭, ১৪ জুন, রাজশাহী
-
ধারা: কথাশিল্পী
-
মূল বিষয়বস্তু: অবরুদ্ধ সমাজে মুক্তচিন্তা ও মানুষের মুক্তির আকুতি
-
পুরস্কারসমূহ:
-
মুহাম্মদ এনামুল হক স্বর্ণপদক (১৯৬৯)
-
বাংলা একাডেমি পুরস্কার (১৯৮০)
-
ফিলিপস্ পুরস্কার (১৯৮৮)
-
বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার (১৯৯৭)
-
0
Updated: 2 months ago