A
সম্ + √জ্ঞা + অ + আ
B
সম্ + √জ্ঞা + অ
C
সম্ + √জ্ঞা + আ + অ
D
সন্ + √জ্ঞা + অ + আ
উত্তরের বিবরণ
• সংস্কৃত কৃৎ প্রত্যয়:
অ(অঙ্) + স্ত্রী প্রত্যয় (আ) যোগে গঠিত কিছু শব্দ হলো-
- শ্রৎ + √ধা + অ + আ = শ্রদ্ধা,
-√ব্যথ্ + অ + আ = ব্যথা,
-√কৃপ্ + অ + আ = কৃপা,
- সম্ + √জ্ঞা + অ + আ = সংজ্ঞা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 day ago
'তপন' শব্দের অর্থ কী?
Created: 1 day ago
A
ফুল
B
চাঁদ
C
রাত
D
সূর্য
✦ শব্দ: তপন (বিশেষ্য পদ)
Meaning / অর্থ:
-
সূর্য, ভানু
-
গ্রীষ্মকাল
-
সূর্যকান্তমণি
-
আকন্দগাছ
✦ 'সূর্য' শব্দের সমার্থক শব্দসমূহ
-
রবি
-
তপন
-
ভানু
-
ভাস্কর
-
আদিত্য
-
সবিতা
-
প্রভাকর
-
দিবাকর
-
বিভাবসু
-
মার্তণ্ড
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 day ago
'Null and Void'-এর বাংলা পরিভাষা কোনটি?
Created: 1 week ago
A
বাতিল
B
পালাবদল
C
মামুলি
D
নিরপেক্ষ
Null and Void
English Meaning: Something that has no legal force, effect, or binding power.
In simple words: Invalid.
Bangla Meaning: কোনো কিছুর কার্যকারিতা না থাকা বা বাতিল হিসেবে গণ্য হওয়া।
উদাহরণ: যদি কোনো চুক্তি নিয়ম মেনে তৈরি না হয়, তবে সেটি null and void অর্থাৎ কার্যকারিতা হারায়।
উৎস: Accessible Dictionary

0
Updated: 1 week ago
কোন বর্ণের নিজস্ব কোন ধ্বনি নেই?
Created: 1 week ago
A
ন
B
ম
C
ঞ
D
শ
ঞ (ঞ-কার) বর্ণের ধ্বনিগত ব্যবহার
-
নিজস্ব কোনো স্বতন্ত্র ধ্বনি নেই।
-
স্বতন্ত্র অবস্থায়:
ঞ বর্ণটি সাধারণত [অঁ] ধ্বনির মতো উচ্চারিত হয়। -
সংযুক্ত ব্যঞ্জনে:
ঞ বর্ণটি [ন্] ধ্বনির মতো উচ্চারিত হয়।
উদাহরণসমূহ
-
মিঞা → [মিয়াঁ]
-
চঞ্চল → [চন্চল্]
-
গঞ্জ → [গন্জো]
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 1 week ago