কাজী নজরুল ইসলাম তাঁর রচিত কোন কাব্যগ্রন্থটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন?
A
সাম্যবাদী
B
অগ্নিবীণা
C
ছায়ানট
D
সর্বহারা
উত্তরের বিবরণ
• 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থ:
- 'অগ্নিবীণা' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
- এই কাব্যের জনপ্রিয় কবিতা 'বিদ্রোহী'। 'বিদ্রোহী' কবিতার জন্যই মূলত তিনি 'বিদ্রোহী কবি' হিসাবে পরিচিত হন।
- কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা- প্রলয়োল্লাস।
- 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন।
অগ্নিবীণা কাব্যে মোট ১২টি কবিতা রয়েছে। কবিতাগুলো হলো-
- প্রলয়োল্লাস,
- বিদ্রোহী,
- রক্তাম্বর-ধারিণী মা,
- আগমণী,
- ধূমকেতু,
- কামাল পাশা,
- আনোয়ার,
- রণভেরী,
- শাত-ইল-আরব,
- খেয়াপারের তরণী,
- কোরবানী,
- মহররম।
উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা এবং 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থ।
0
Updated: 1 month ago
'চিনিপাতা' — কোন সমাসের উদাহরণ?
Created: 1 month ago
A
দ্বন্দ্ব
B
তৎপুরুষ
C
বহুব্রীহি
D
কর্মধারয়
তৎপুরুষ সমাস বাংলা ভাষায় একটি গুরুত্বপূর্ণ সমাসের ধরন, যা সমস্যমান পদ ও সন্নিহিত অনুসর্গের সংযোগের মাধ্যমে গঠিত হয়। এই সমাসে সাধারণত পরপদের অর্থ প্রাধান্য পায়।
-
বিভক্তি লােপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ:
-
দুঃখকে প্রাপ্ত → দুঃখপ্রাপ্ত
-
ছেলেকে ভুলানো → ছেলে-ভুলানো
-
-
সন্নিহিত অনুসর্গ লােপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ:
-
মধু দিয়ে মাখা → মধুমাখা
-
চিনি দিয়ে পাতা → চিনিপাতা
-
-
বিভক্তি লােপ না পাওয়া তৎপুরুষ সমাস (অলুক তৎপুরুষ) উদাহরণ:
-
গরুর গাড়ি → গরুরগাড়ি
-
তেলে ভাজা → তেলেভাজা
-
0
Updated: 1 month ago
কোন গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচনা নয়?
Created: 1 month ago
A
টুনি মেম
B
তুলনাহীনা
C
পথে প্রবাসে
D
অবিশ্বাস্য
পথে প্রবাসে গ্রন্থের রচয়িতা সৈয়দ মুজতবা আলী নয়, এটি অন্নদাশঙ্কর রায় রচিত।
সৈয়দ মুজতবা আলী
-
জন্ম: ১৯০৪
-
ভূমিকা লিখেছেন: কাজী নজরুল ইসলামের রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম
-
প্রথম প্রকাশিত গ্রন্থ: দেশে বিদেশে (ভ্রমণ কাহিনি; আফগানিস্তানের কাবুল শহর নিয়ে লেখা)
-
ছদ্মনাম: প্রিয়দর্শী, ওমর খৈয়াম, মুসাফির, সত্য পীর
রচিত গ্রন্থসমূহ:
-
উপন্যাস: অবিশ্বাস্য, শবনম, তুলনাহীনা
-
রম্য রচনা: পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী
-
ছোটগল্প: চাচা-কাহিনী, টুনি মেম
0
Updated: 1 month ago
কৃত্তিবাসী রামায়ণ শ্রীরামপুর মিশন প্রেস থেকে সর্বপ্রথম পাঁচ খণ্ডে মুদ্রিত হয় কত সালে?
Created: 1 month ago
A
১৮০২-০৩ সালে
B
১৮০৪-০৬ সালে
C
১৮০৭-০৮ সালে
D
১৮১০-১৩ সালে
রামায়ণ হলো সংস্কৃত ভাষায় রচিত মহাকাব্য, যার রচয়িতা বাল্মীকি।
কৃত্তিবাসী রামায়ণ:
-
কৃত্তিবাস ওঝা ছিলেন সংস্কৃত রামায়ণের প্রথম বাংলা অনুবাদক কবি এবং শ্রেষ্ঠ অনুবাদক হিসেবে স্বীকৃত।
-
তাঁর রচিত রামায়ণের অন্যনাম শ্রীরাম পাঞ্চালী।
-
বাল্মীকির সংস্কৃত রামায়ণ অনুসরণ করে, কৃত্তিবাস পয়ার ছন্দে বাংলা রামায়ণ রচনা করেন।
-
এটি প্রথমবার ১৮০২–০৩ সালে শ্রীরামপুর মিশন প্রেস থেকে পাঁচ খণ্ডে মুদ্রিত হয়।
0
Updated: 1 month ago