কাজী নজরুল ইসলাম তাঁর রচিত কোন কাব্যগ্রন্থটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন?
A
সাম্যবাদী
B
অগ্নিবীণা
C
ছায়ানট
D
সর্বহারা
উত্তরের বিবরণ
• 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থ:
- 'অগ্নিবীণা' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
- এই কাব্যের জনপ্রিয় কবিতা 'বিদ্রোহী'। 'বিদ্রোহী' কবিতার জন্যই মূলত তিনি 'বিদ্রোহী কবি' হিসাবে পরিচিত হন।
- কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা- প্রলয়োল্লাস।
- 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন।
অগ্নিবীণা কাব্যে মোট ১২টি কবিতা রয়েছে। কবিতাগুলো হলো-
- প্রলয়োল্লাস,
- বিদ্রোহী,
- রক্তাম্বর-ধারিণী মা,
- আগমণী,
- ধূমকেতু,
- কামাল পাশা,
- আনোয়ার,
- রণভেরী,
- শাত-ইল-আরব,
- খেয়াপারের তরণী,
- কোরবানী,
- মহররম।
উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা এবং 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থ।
0
Updated: 1 month ago
'সূর্য' এর প্রতিশব্দ কোনটি?
Created: 1 month ago
A
সুধাকর
B
তনু
C
মার্তণ্ড
D
সিন্ধু
‘সূর্য’ শব্দের বিভিন্ন প্রতিশব্দ বাংলা ভাষায় প্রচলিত আছে। এগুলো মূলত কাব্য ও সাহিত্যরচনায় ব্যবহার হয়ে থাকে।
-
‘সূর্য’ এর প্রতিশব্দ: মার্তণ্ড
-
‘সূর্য’ এর কিছু প্রচলিত প্রতিশব্দ:
-
রবি
-
তপন
-
ভানু
-
ভাস্কর
-
আদিত্য
-
প্রভাকর
-
দিবাকর
-
বিভাবসু
-
দিনমণি
-
মার্তণ্ড
-
অংশুমালী
-
অরুণ
-
অন্যদিকে,
-
চাঁদের প্রতিশব্দ: সুধাকর, কলানিধি
-
‘দেহ’ শব্দের প্রতিশব্দ: কায়া, কলেবর, গা, গাত্র, তনু, শরীর, অঙ্গ, কায়
-
‘সমুদ্র’ এর প্রতিশব্দ: সাগর, সিন্ধু, বারিধি, জলধি, অর্ণব, পারাবার, বারীশ, উদধি, পয়োনিধি
0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুরের 'বসুন্ধরা ও বর্ষাযাপন' কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Created: 1 month ago
A
মানসী
B
বলাকা
C
চিত্রা
D
সোনার তরী
‘সোনার তরী’ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ, যা ১৮৯৪ সালে প্রকাশিত হয়। এই গ্রন্থের কিছু গুরুত্বপূর্ণ কবিতা কুষ্টিয়ার শিলাইদহে বসে রচিত হয়েছে।
-
উল্লেখযোগ্য কবিতাসমূহ:
-
সোনার তরী
-
বিম্ববতী
-
বর্ষাযাপন
-
সুপ্তোত্থিতা
-
হিং টিং ছট
-
বসুন্ধরা
-
নিরুদ্দেশ যাত্রা
-
রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
মানসী
-
চিত্রা
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
-
পূরবী
-
পুনশ্চ
-
পত্রপূট
-
সেঁজুতি
-
শেষলেখা
0
Updated: 1 month ago
ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন?
Created: 1 month ago
A
রোসাঙ্গ রাজসভা
B
লক্ষ্মণ সেনের রাজসভা
C
কৃষ্ণনগর রাজসভা
D
মিথিলার রাজসভা
• ভারতচন্দ্র রায়গুণাকর:
-
নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
সংক্ষিপ্ত পরিচয়:
-
মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি।
-
রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে অন্নদামঙ্গল কাব্য রচনা করেন।
-
অন্নদামঙ্গল কাব্যের ৩টি খন্ড রয়েছে।
-
মহারাজ কৃষ্ণচন্দ্র তাঁকে ‘রায়গুণাকর’ উপাধি দেন।
-
প্রথম কাব্য: বিমিশ্র দেবতা সত্যনারায়ণের সম্মানে রচিত একটি পাঁচালি।
-
উনবিংশ শতাব্দীর কলকাতায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন।
-
৪৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago