Firewall কী protection দেয়ার জন্য ব্যবহৃত হয়?
A
Fire attacks
B
Unauthorized access
C
Virus attacks
D
Data-driven attacks
উত্তরের বিবরণ
ফায়ারওয়াল (Firewall)
ফায়ারওয়াল হলো একটি নিরাপত্তা ব্যবস্থা যা নেটওয়ার্ককে অননুমোদিত প্রবেশ এবং সাইবার আক্রমণ থেকে রক্ষা করে। এটি মূলত একটি কোম্পানি বা প্রতিষ্ঠানের ইন্ট্রানেট এবং ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে অবৈধ অ্যাক্সেস নিয়ন্ত্রণে সাহায্য করে।
-
ফায়ারওয়াল কম্পিউটারের সফটওয়্যার বা হার্ডওয়্যারের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে।
-
এটি সাধারণত রাউটার বা ডেডিকেটেড সার্ভারের সঙ্গে যুক্ত থাকে এবং পুরো নেটওয়ার্ককে নিরাপদ রাখে।
-
ফায়ারওয়ালকে একটি গেইটকিপারের মতো ভাবা যায়, যা নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা যাচাই করে এবং ডেটা ফিল্টার হিসেবে কাজ করে।
-
এর মাধ্যমে অননুমোদিত ব্যবহারকারীর প্রবেশ বন্ধ করা যায় এবং সিস্টেমের ডেটা ও নিরাপত্তা নিশ্চিত হয়।
-
অথোরাইজড ব্যবহারকারীর জন্য ফায়ারওয়াল যাচাইয়ের পর প্রবেশের অনুমতি দেয়।
উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
ই-মেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP-এর পূর্ণরূপ কি?
Created: 1 month ago
A
Simple Message Transmission Protocol
B
Strategic Mail Transfer Protocol
C
Strategic Mail Transmission Protocol
D
Simple Mail Transfer Protocol
ইমেইল প্রোটোকলসমূহ
ইমেইল সার্ভারে প্রধানত তিনটি প্রোটোকল ব্যবহৃত হয়: POP, IMAP, এবং SMTP।
SMTP:
-
SMTP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol।
-
এটি মূলত ব্যবহার হয় ইমেইল পাঠানোর জন্য। সাধারণত যে মেইলগুলো অন্যের কাছে পাঠানো হয়, সেগুলোকে আউটগোয়িং মেইল বলা হয়।
-
এই প্রোটোকল আউটগোয়িং মেইল সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপনে সাহায্য করে।
-
SMTP সাধারণত পোর্ট 25 এর মাধ্যমে কাজ করে।
উৎস: ব্রিটানিকা
0
Updated: 1 month ago
Mobile Phone-এর কোনটি input device নয়?
Created: 2 months ago
A
Keypad
B
Touch Screen
C
Camera
D
Power Supply
পেরিফেরাল ডিভাইস
কম্পিউটারের সাথে সংযুক্ত যে হার্ডওয়্যারগুলো ডেটা ইনপুট বা আউটপুট হিসেবে কাজ করে, সেগুলোকে কম্পিউটার পেরিফেরাল ডিভাইস বলা হয়। পেরিফেরাল ডিভাইসগুলো মূলত তিন ধরনের হয়ে থাকে:
ইনপুট ডিভাইস
যেসব ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারী বা পরিবেশ থেকে তথ্য কম্পিউটারে পৌঁছায়, সেগুলোকে ইনপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ:
-
কীবোর্ড (Keyboard)
-
মাউস (Mouse)
-
ট্র্যাকবল (Trackball)
-
জয়স্টিক (Joystick)
-
টাচ স্ক্রিন (Touch Screen)
-
বারকোড রিডার (Barcode Reader)
-
পয়েন্ট-অফ-সেল (Point-of-sale)
-
OMR, OCR
-
স্ক্যানার (Scanner)
-
লাইটপেন (Lightpen)
-
গ্রাফিক্স প্যাড (Graphics Pad)
-
ডিজিটাল ক্যামেরা (Digital Camera)
আউটপুট ডিভাইস
যেসব ডিভাইস কম্পিউটারের প্রক্রিয়াকৃত তথ্য ব্যবহারকারীর কাছে প্রদর্শন করে, সেগুলোকে আউটপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ:
-
মনিটর (Monitor)
-
প্রিন্টার (Printer)
-
প্লটার (Plotter)
-
স্পিকার (Speaker)
-
মাল্টিমিডিয়া প্রজেক্টর (Multimedia Projector)
-
ইমেজ সেটার (Image Setter)
-
ফিল্ম রেকর্ডার (Film Recorder)
-
হেডফোন (Headphone)
ইনপুট-আউটপুট ডিভাইস
যেসব ডিভাইস একই সময়ে তথ্য গ্রহণ ও প্রদর্শন করতে পারে, সেগুলোকে ইনপুট-আউটপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ:
-
হার্ড ডিস্ক (Hard Disk)
-
CD/DVD
-
টাচ স্ক্রিন (Touch Screen)
-
পেনড্রাইভ (Pendrive)
বিঃদ্রঃ পাওয়ার সাপ্লাই (Power Supply) কোনো ইনপুট ডিভাইস নয়।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 2 months ago
নিচের কোনটি Bluetooth-এর IEEE standard?
Created: 1 month ago
A
IEEE 802.15
B
IEEE 802.1
C
IEEE 802.3
D
IEEE 802.11
ব্লুটুথ (Bluetooth) হলো একটি স্বল্প দূরত্বের বাইরের তার ছাড়া (wireless) ডেটা আদান-প্রদানের প্রযুক্তি, যা আধুনিক প্রায় সব ধরনের ডিভাইসকে একে অপরের সঙ্গে ব্যক্তিগতভাবে সংযুক্ত করতে সক্ষম।
এটি Wireless Personal Area Network (WPAN) প্রটোকলের অংশ এবং প্রযুক্তিগতভাবে IEEE 802.15 নামে পরিচিত।
-
ব্লুটুথের কার্যকরী পাল্লা সাধারণত ১০ মিটার, তবে ব্যাটারির শক্তি বৃদ্ধি করলে এটি ১০০ মিটার পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব।
-
ব্লুটুথ ব্যবহার করে কম্পিউটার, মোবাইল ফোন, গেমিং কনসোল, ডিজিটাল ক্যামেরা, প্রিন্টার, ল্যাপটপ, জিপিএস রিসিভার ইত্যাদিতে ডেটা বিনা খরচে বিনিময় করা যায়।
অন্যান্য ওয়্যারলেস প্রযুক্তির IEEE স্ট্যান্ডার্ড:
-
Wi-Fi: IEEE 802.11
-
WiMAX: IEEE 802.16
0
Updated: 1 month ago