'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের কবি ছিলেন-
A
বসন্তরঞ্জন রায়
B
বড়ু চণ্ডীদাস
C
কানাহরি দত্ত
D
জ্ঞানদাস
উত্তরের বিবরণ
• 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য:
- বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য হিসেবে শ্রীকৃষ্ণকীর্তন স্বীকৃত।
- ১৯০৯ খ্রিষ্টাব্দে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণকীর্তনের পুথি আবিষ্কার করেন।
- শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কারের সময় গ্রন্থের প্রথম পৃষ্ঠায় এর কোনো নাম পাওয়া যায়নি। সম্পাদক বসন্তরঞ্জন রায় এর নাম দেন শ্রীকৃষ্ণকীর্তন। একে শ্রীকৃষ্ণসন্দর্ভও বলা হয়।
- ১৯১৬ খ্রিষ্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় পুথিটি 'শ্রীকৃষ্ণকীর্তন' নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- পুথির প্রথম দুটি এবং শেষপৃষ্ঠা পাওয়া যায়নি বলে এর নাম ও কবির নাম স্পষ্ট করে জানা যায়নি।
- কবির ভণিতায় 'চণ্ডীদাস' এবং অধিকাংশ ক্ষেত্রে 'বড়ু চণ্ডীদাস' পাওয়া যাওয়ায় এই গ্রন্থের কবি হিসেবে বড়ু চণ্ডীদাসকে গ্রহণ করা হয়।
- শ্রীকৃষ্ণকীর্তন গীতি-আলেখ্য। রাধাকৃষ্ণের প্রণয়লীলা এর বিষয়বস্তু। মোট ১৩ খণ্ডে ৪১৮টি পদে এটি বিন্যস্ত।
এ কাব্যের প্রধান তিনটি চরিত্র:
- কৃষ্ণ,
- রাধা,
- বড়ায়ি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহবুবুল আলম।
0
Updated: 1 month ago
‘যোগাযোগ’ উপন্যাসে কুমোদিনীর স্বামীর নাম কী?
Created: 1 month ago
A
নিখিলেস
B
অমিত
C
মধুসূদন
D
নবকুমার
সঠিক উত্তর হলো: গ) মধুসূদন
অন্যান্য অপশনের ব্যাখ্যা:
-
নিখিলেশ: তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে-বাইরে উপন্যাসের চরিত্র।
-
অমিত: তিনি শেষের কবিতা উপন্যাসের নায়ক।
-
নবকুমার: তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের চরিত্র।
যোগাযোগ উপন্যাস সম্পর্কিত আলোচনা
রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাস প্রথমে তিন পুরুষ নামে বিচিত্রা মাসিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। পরে উপন্যাসটির নামকরণ হয় যোগাযোগ। এই উপন্যাসে কুমোদিনীর স্বামীর নাম হলো মধুসূদন।
কাহিনিতে কুমোদিনী ও মধুসূদনের সম্পর্কের মধ্য দিয়ে পারিবারিক ও সামাজিক দ্বন্দ্ব, শ্রেণিগত বৈষম্য, ব্যক্তিগত আকাঙ্ক্ষা ও টানাপোড়েন ফুটে উঠেছে। শেষ পর্যন্ত কুমোদিনী দ্বিধাগ্রস্ত অবস্থায় স্বামীর কাছে সমর্পিত হলেও তার ভেতরে এক বিদ্রোহী নারীর সত্তা স্পষ্টভাবে প্রকাশিত হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উল্লেখযোগ্য উপন্যাস
-
ঘরে-বাইরে
-
চোখের বালি
-
শেষের কবিতা
-
যোগাযোগ
-
নৌকাডুবি
-
গোরা
-
রাজর্ষি
-
চার অধ্যায়
0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথের ‘চোখের বালি’ উপন্যাসরে দুটি চরিত্রের নাম কী?
Created: 2 months ago
A
বিনোদিনী ও মহেন্দ্র
B
ধুসূদন ও কুমুদিনী
C
সুরেশ ও অচলা
D
নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
চোখের বালি
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশকাল: ১৯০৩
-
ধরণ: বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস
-
উল্লেখযোগ্য দিক:
-
বাংলা উপন্যাসে নতুন খাতার প্রবাহ।
-
প্রথমবার সমসাময়িক সমাজের পাত্র-পাত্রীর ব্যবহার।
-
কাহিনির ভার কমিয়ে ব্যক্তিত্ব ও মানসিক সংকটকে কেন্দ্র করে উপন্যাস।
-
-
প্রধান চরিত্র: বিনোদিনী, মহেন্দ্র, আশালতা, বিহারী, রাজলক্ষী
-
চরিত্রগত সংক্ষেপ:
-
বিনোদিনী: বিধবা; আশা-আকাঙ্ক্ষা, প্রেম ও দুঃখের কেন্দ্রবিন্দু
-
আশালতা: মহেন্দ্রের পতিব্রতা স্ত্রী
-
মহেন্দ্র: স্ত্রীর ভালোবাসা উপেক্ষা করে বিনোদিনীর প্রতি আকর্ষণ
-
অন্য উল্লেখযোগ্য চরিত্রসমূহ
| উপন্যাস | প্রধান চরিত্র |
|---|---|
| বিষবৃক্ষ | নগেন্দ্রনাথ, কুন্দনন্দিনী |
| গৃহদাহ | সুরেশ, অচলা |
| যোগাযোগ | মধুসূদন, কুমুদিনী |
রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য উপন্যাস
-
ঘরে-বাইরে
-
চোখের বালি
-
শেষের কবিতা
-
যোগাযোগ
-
নৌকাডুবি
-
দুই বোন
-
মালঞ্চ
-
গোরা
-
রাজর্ষি
-
চার অধ্যায়
0
Updated: 2 months ago
'আঠারো আনা' বাগ্ধারাটি কী অর্থ প্রকাশ করে?
Created: 1 month ago
A
প্রায় সম্পূর্ণ
B
সকল তথ্য
C
অর্থের কু-প্রভাব
D
বাড়াবাড়ি
“আঠার আনা” – বাড়াবাড়ি
-
অর্থ: বাড়াবাড়ি করা, অতিরিক্ত বা অতিরঞ্জিত আচরণ।
-
বাক্য উদাহরণ: তোমার সবসময় আঠারো আনা স্বভাব, যা আমার একদম ভালো লাগে না।
-
অন্য বাগ্ধারার অর্থ:
-
ঊনকোটি চৌষট্টি – প্রায় সম্পূর্ণ
-
তামার বিষ – অর্থের কু-প্রভাব
-
নাড়ির খবর – সকল তথ্য
-
0
Updated: 1 month ago