A
Personal Area Network
B
Local Area Network
C
Virtual Private Network
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
Personal Area Network (PAN) এবং Bluetooth
Personal Area Network (PAN)
PAN হলো একটি ছোট পরিসরের নেটওয়ার্ক, যা মূলত ব্যক্তির নিজের কাছাকাছি থাকা ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়।
-
PAN সাধারণত কয়েক মিটার পর্যন্ত বিস্তৃত হয়।
-
এটি USB Bus বা FireWire Bus এর মাধ্যমে সংযুক্ত হতে পারে।
-
PAN-এ ব্যবহৃত প্রধান ডিভাইসগুলোর মধ্যে রয়েছে: ল্যাপটপ, মোবাইল ফোন, প্রিন্টার ইত্যাদি।
Bluetooth:
Bluetooth হলো স্বল্প দূরত্বে ডিভাইসগুলোর মধ্যে ওয়্যারলেসভাবে ডেটা আদান-প্রদানের একটি প্রযুক্তি।
-
এটি মূলত Wireless Personal Area Network (WPAN) হিসেবে কাজ করে।
-
Bluetooth রেডিও ফ্রিকোয়েন্সি (RF) প্রযুক্তি ব্যবহার করে এবং 2.4GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
-
Bluetooth-এর সাধারণ কার্যকরী পরিসর ১০ মিটার, তবে শক্তিশালী ব্যাটারির মাধ্যমে এটি ১০০ মিটার পর্যন্ত বৃদ্ধি করা যায়।
-
এটি প্রযুক্তিগতভাবে IEEE 802.15 স্ট্যান্ডার্ড অনুসরণ করে।
-
আজকাল কম্পিউটার, মোবাইল, গেমিং কনসোল, ডিজিটাল ক্যামেরা, প্রিন্টার, ল্যাপটপ, জিপিএস রিসিভার প্রভৃতি যন্ত্রে Bluetooth ব্যবহৃত হয়।
উৎস: মাহবুবুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।

0
Updated: 1 day ago
Push এবং Pop নিচের কার সাথে সম্পর্কিত?
Created: 1 week ago
A
Queue
B
Stack
C
Union
D
Array
স্ট্যাক (Stack) এবং কিউ (Queue)
-
স্ট্যাক (Stack)
-
স্ট্যাক হলো একটি LIFO (Last In First Out) ধরনের ডেটা স্ট্রাকচার।
-
এর অর্থ, যে আইটেমটি সর্বশেষ স্ট্যাকে প্রবেশ করবে, সেটি প্রথমে বের হবে।
-
স্ট্যাকে নতুন আইটেম যোগ করা হয় Push অপারেশনের মাধ্যমে।
-
স্ট্যাক থেকে আইটেম অপসারণ করা হয় Pop অপারেশনের মাধ্যমে।
-
-
কিউ (Queue)
-
কিউ হলো একটি FIFO (First In First Out) ধরনের ডেটা স্ট্রাকচার।
-
এর অর্থ, যে আইটেমটি প্রথমে কিউতে প্রবেশ করবে, সেটি প্রথমে বের হবে।
-
-
অ্যারে (Array)
-
একই ধরনের ডেটার একটি ধারাবাহিক গুচ্ছকে অ্যারে বলা হয়।
-
উৎস: Computerhope Website.

0
Updated: 1 week ago
ROM ভিত্তিক প্রোগ্রামের নাম কি?
Created: 5 days ago
A
malware
B
firmware
C
virus
D
lip - lop
ROM (রিড ওনলি মেমরি)
-
ROM এর পূর্ণরূপ হলো Read Only Memory।
-
ROM-এ থাকা তথ্য পরিবর্তন করা যায় না।
-
ROM-ভিত্তিক প্রোগ্রামকে Firmware বলা হয়।
-
সাধারণত, কম্পিউটার তৈরি হওয়ার সময় যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে মেমরিতে রাখা হয়, সেগুলো ফার্মওয়্যার।
-
এই প্রোগ্রামগুলো কম্পিউটারের পর্দায় দেখা যায়, কিন্তু ব্যবহারকারী এগুলোতে কোনো পরিবর্তন করতে পারে না।
-
উদাহরণস্বরূপ, কম্পিউটার চালু করলে স্বয়ংক্রিয়ভাবে কিছু তথ্য মনিটরে প্রদর্শিত হয়; এগুলোই ROM-ভিত্তিক ফার্মওয়্যারের আউটপুট।
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০২১ সংস্করণ)

0
Updated: 5 days ago
Wi MAX-এর পূর্ণরূপ কি?
Created: 1 week ago
A
Worldwide Interoperability for Microwave Access
B
Worldwide Internet for Microwave Access
C
Worldwide Interconection for Microwave Access
D
কোনোটিই নয়
ওয়াইম্যাক্স (WiMAX)
-
WiMAX-এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access।
-
এটি একটি তারবিহীন যোগাযোগ প্রযুক্তি, যা বিস্তৃত এলাকা জুড়ে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রদান করে।
-
WiMAX সাধারণত প্রায় ৫০ কিমি পর্যন্ত এলাকায় কভারেজ দিতে সক্ষম।
-
এর সর্বোচ্চ ডাউনলোড/আপলোড স্পীড প্রায় ১০০০ Mbps পর্যন্ত হতে পারে।
-
WiMAX-এর কার্যকর ফ্রিকোয়েন্সি প্রায় ২ থেকে ৬৬ GHz পর্যন্ত থাকে।
-
এর মানদণ্ড নির্ধারণ করা হয়েছে IEEE 802.16 স্ট্যান্ডার্ড দ্বারা।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

0
Updated: 1 week ago