A
File transfer
B
VolP
C
Data Security
D
File download
উত্তরের বিবরণ
VoIP এবং H.323 প্রোটোকল
-
VoIP-এর পূর্ণরূপ হলো Voice over Internet Protocol।
-
এটি একটি প্রযুক্তি যার মাধ্যমে ভয়েস বা অডিও সংকেতকে ডিজিটাল ডেটায় রূপান্তর করে ইন্টারনেটের মাধ্যমে প্রেরণ করা হয়।
-
VoIP সাধারণত অডিও এবং ভিডিও কল করার জন্য ব্যবহৃত হয়।
-
VoIP ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে টেলিফোন কল করা যায়।
-
VoIP-কে কখনও কখনও IP telephonyও বলা হয়, কারণ এটি ইন্টারনেটের ডেটা নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস যোগাযোগ পরিচালনা করে।
-
H.323 প্রোটোকল সাধারণত VoIP যোগাযোগে ব্যবহৃত হয়।
-
সংক্ষেপে, VoIP হলো একটি যোগাযোগ প্রযুক্তি যা ইন্টারনেট প্রোটোকল (IP) ব্যবহার করে ভয়েস ট্রাফিক বহন করে।
উৎস: ব্রিটানিকা

0
Updated: 1 day ago
নিচের কোন প্রােগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একবারে অনুবাদ ও সম্পাদন করে?
Created: 1 hour ago
A
Interpreter
B
Emulator
C
Compiler
D
Simulator
অনুবাদক প্রোগ্রাম
-
যে প্রোগ্রাম অ্যাসেম্বলি বা উচ্চতর ভাষায় লেখা সোর্স প্রোগ্রামকে মেশিনের ভাষায় রূপান্তরিত করে, তাকে অবজেক্ট প্রোগ্রাম বলা হয়।
-
সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করার সফটওয়্যারকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম।
-
অনুবাদক প্রোগ্রামের তিনটি ধরন আছে—
১. কম্পাইলার (Compiler)
২. অ্যাসেম্বলার (Assembler)
৩. ইন্টারপ্রেটার (Interpreter)
কম্পাইলার (Compiler)
-
কম্পাইলার সোর্স প্রোগ্রামকে একবারে পুরোপুরি মেশিন ভাষায় রূপান্তর করে।
-
এতে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি হয় এবং সাধারণত একটি এক্সিকিউটেবল ফাইল (.exe) পাওয়া যায়।
অ্যাসেম্বলার (Assembler)
-
অ্যাসেম্বলার কেবল অ্যাসেম্বলি ভাষায় লেখা সোর্স প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে।
-
এটি ব্যবহারকারীকে জানায়, সোর্স প্রোগ্রামের নির্দেশনাগুলো সঠিক আছে কি না।
ইন্টারপ্রেটার (Interpreter)
-
ইন্টারপ্রেটারও উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় অনুবাদ করে, তবে এটি কম্পাইলারের মতো একসাথে পুরো প্রোগ্রাম রূপান্তর করে না।
-
বরং এটি লাইন বাই লাইন অনুবাদ ও সম্পাদন করে এবং সঙ্গে সঙ্গে ফলাফল দেখায়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 hour ago
কোনটি সঠিক নয়?
Created: 5 days ago
A
A + 0 = A
B
A. 1 = A
C
A+ A'= 1
D
A.A' = 1
বুলিয়ান অ্যালজেবরা (Boolean Algebra)
বুলিয়ান অ্যালজেবরা হলো একটি গাণিতিক কাঠামো যা মূলত সত্য (True) এবং মিথ্যা (False) এই দুই লজিকের ওপর ভিত্তি করে কাজ করে।
ইতিহাস:
-
প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল (George Boole) ১৮৪৭ সালে তাঁর প্রথম গ্রন্থ “The Mathematical Analysis of Logic”-এ বুলিয়ান অ্যালজেবরার প্রাথমিক ধারণা উপস্থাপন করেন।
-
১৮৫৪ সালে, তাঁর গ্রন্থ “An Investigation of the Laws of Thought”-এ বুলিয়ান অ্যালজেবরার ওপর আরও বিস্তৃত আলোচনা করেন।
-
বুলিয়ান অ্যালজেবরা পরে কম্পিউটার বিজ্ঞান ও ডিজিটাল সার্কিট ডিজাইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ, বাইনারি সিস্টেম (1 ও 0) ব্যবহার করে যেকোনো গাণিতিক বা লজিক্যাল সমস্যা সমাধান সম্ভব।
মূল ধারণা:
-
বুলিয়ান অ্যালজেবরা সত্য এবং মিথ্যার মধ্যে সম্পর্ক নির্ধারণ করে।
-
জর্জ বুলকে বুলিয়ান অ্যালজেবরার আবিষ্কারক বলা হয়।
মূল মৌলিক সূত্রসমূহ (Basic Laws):
দ্রষ্টব্য: কোনো বুলিয়ান উপপাদ্য নয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মুজিবুর রহমান।

0
Updated: 5 days ago
ই-মেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP-এর পূর্ণরূপ কি?
Created: 1 week ago
A
Simple Message Transmission Protocol
B
Strategic Mail Transfer Protocol
C
Strategic Mail Transmission Protocol
D
Simple Mail Transfer Protocol
ইমেইল প্রোটোকলসমূহ
ইমেইল সার্ভারে প্রধানত তিনটি প্রোটোকল ব্যবহৃত হয়: POP, IMAP, এবং SMTP।
SMTP:
-
SMTP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol।
-
এটি মূলত ব্যবহার হয় ইমেইল পাঠানোর জন্য। সাধারণত যে মেইলগুলো অন্যের কাছে পাঠানো হয়, সেগুলোকে আউটগোয়িং মেইল বলা হয়।
-
এই প্রোটোকল আউটগোয়িং মেইল সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপনে সাহায্য করে।
-
SMTP সাধারণত পোর্ট 25 এর মাধ্যমে কাজ করে।
উৎস: ব্রিটানিকা

0
Updated: 1 week ago