বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি?
A
২৫ টি
B
৩০ টি
C
৩২ টি
D
৩৭ টি
উত্তরের বিবরণ
• ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে।
- বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
- এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।
• মৌলিক স্বরধ্বনি ৭টি: [ই], [এ], [ অ্যা], [আ], [অ], [ও], উ]।
• মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি: [প], [ফ], [ব], [ভ], [থ], [দ], [ধ], [ট], [ঠ], [ড], [ঢ], [চ], [ছ], [জ], [ঝ], [ক], [খ], [গ], [ঘ], [ম], [ন], [ঙ] [স], [শ], [হ], [ল], [র], [ড়], [ঢ়]। এখানে তৃতীয় বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়েছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
0
Updated: 1 month ago
ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
Created: 2 months ago
A
বর্ণ
B
শব্দ
C
অক্ষর
D
ধ্বনি
• ভাষার ক্ষুদ্রতম একক - ধ্বনি;
• ভাষার মূল ভিত্তি - ধ্বনি;
• ধ্বনি নির্দেশক চিহ্ন - বর্ণ;
• ভাষার মূল উপকরণ - বাক্য;
• ভাষার প্রাণ - অর্থবোধক বাক্য।
উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম ও নবম-দশম শ্রেণী এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
0
Updated: 2 months ago
বাংলা ভাষায় তিনটি মৌলিক অংশ রয়েছে, এগুলো কি কি?
Created: 3 days ago
A
ধ্বনি, শব্দ, বাক্য
B
শব্দ, ধ্বনি, সমাস
C
অনুসর্গ, উপসর্গ, শব্দ
D
ধ্বনি, শব্দ, বর্ণ
বাংলা ভাষায় তিনটি মৌলিক অংশ রয়েছে, সেগুলো হল:
ক) ধ্বনি, শব্দ, বাক্য
-
ধ্বনি: ভাষার সর্বনিম্ন একক অংশ, যা কোন ভাষার কথা বলা বা শ্রবণযোগ্য সুর ও শব্দ তৈরি করে।
-
শব্দ: ধ্বনির সংমিশ্রণে তৈরি হয় এবং এটি একটি অর্থবোধক একক হিসেবে ব্যবহৃত হয়।
-
বাক্য: শব্দের সম্মিলন, যা একটি পূর্ণাঙ্গ ভাব বা অর্থ প্রকাশ করে।
বাংলা ভাষার এই মৌলিক অংশগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে ভাষার কাঠামো তৈরি করে, এবং ভাষার ব্যবহারিক দিকগুলোকে সম্ভব করে তোলে।
0
Updated: 3 days ago
প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কোন দেশের নাগরিক ছিলেন?
Created: 2 weeks ago
A
ব্রিটিশ ভারত
B
স্কটল্যান্ড
C
পর্তুগাল
D
জার্মান
পর্তুগিজ পাদ্রি মনোএল দা আসসুম্পসাঁউ রচিত ‘ভোকাবুলারিও এ ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ’ গ্রন্থটি বাংলা ভাষার ব্যাকরণ সংক্রান্ত প্রথম প্রামাণ্য গ্রন্থ হিসেবে বিবেচিত। এতে বাংলা ভাষার শব্দ, বাক্যগঠন ও ব্যাকরণিক কাঠামোর বিশদ ব্যাখ্যা পাওয়া যায়, যা বাংলা ভাষার প্রাচীন রূপ ও ব্যাকরণচর্চার প্রাথমিক ধাপকে নির্দেশ করে।
0
Updated: 2 weeks ago