বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি?
A
২৫ টি
B
৩০ টি
C
৩২ টি
D
৩৭ টি
উত্তরের বিবরণ
• ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে।
- বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
- এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।
• মৌলিক স্বরধ্বনি ৭টি: [ই], [এ], [ অ্যা], [আ], [অ], [ও], উ]।
• মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি: [প], [ফ], [ব], [ভ], [থ], [দ], [ধ], [ট], [ঠ], [ড], [ঢ], [চ], [ছ], [জ], [ঝ], [ক], [খ], [গ], [ঘ], [ম], [ন], [ঙ] [স], [শ], [হ], [ল], [র], [ড়], [ঢ়]। এখানে তৃতীয় বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়েছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
0
Updated: 1 month ago
নিচের কোনটি অন্ত্যযত?
Created: 1 month ago
A
বিস্ময়চিহ্ন
B
সেমিকোলন
C
হাইফেন
D
কোলন-ড্যাশ
বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ অনুযায়ী, বাংলা ভাষায় ব্যবহৃত যতিচিহ্ন বিভিন্ন শ্রেণিতে বিভক্ত।
-
অন্ত্যযতি:
১. দাঁড়ি (।)
২. প্রশ্নচিহ্ন (?)
৩. বিস্ময়চিহ্ন (!)
৪. দুই দাঁড়ি (।।) -
অভ্যন্তর যতি:
৫. কমা (,)
৬. সেমিকোলন (;)
৭. হাইফেন (-)
৮. ড্যাশ (_)
৯. কোলন (:)
১০. কোলন-ড্যাশ (:-)
১১. বিন্দু (.) -
অন্যান্য যতি:
১২. ঊর্ধ্বকমা (')
১৩. ত্রিবিন্দু (...)
১৪. উদ্ধৃতিচিহ্ন ('...' / "…")
১৫. বন্ধনীচিহ্ন (({{-]}))
১৬. বিকল্পচিহ্ন (/)
উৎস:
0
Updated: 1 month ago
'দার-দাঁড়' শব্দজোড়ের অর্থ কী?
Created: 1 month ago
A
প্রহরী - কিনারা
B
স্ত্রী - নৌকার বৈঠা
C
নৌকার বৈঠা - দরজা
D
স্ত্রী - প্রহরী
'দার' শব্দের অর্থ হলো স্ত্রী, আর 'দাঁড়' শব্দের অর্থ হলো নৌকার বৈঠা। এ ধরনের আরও কিছু শব্দজোড় রয়েছে যেগুলো আকারে কাছাকাছি হলেও অর্থে ভিন্ন।
-
দর: মূল্য
-
দড়: কঠিন, মজবুত
-
দাঁড়ি: যতি চিহ্ন
-
দ্বারী: প্রহরী
-
দাড়ি: শ্মশ্রু
উৎস:
0
Updated: 1 month ago
সাধারণত পত্রের দুটি অংশ থাকে- এগুলো কী?
Created: 1 month ago
A
শিরোনাম ও পত্রগর্ভ
B
প্রেরক ও প্রাপকের ঠিকানা
C
লেখকের স্বাক্ষর ও নাম
D
প্রেরকের ঠিকানা
সাধারণত পত্রের দুইটি অংশ থাকে। যেমন: ১/শিরোনাম: শিরোনামের দুইটি অংশ থাকে। শিরোনামের মূল অংশ হচ্ছে প্রাপকের ঠিকানা। ২/পত্রগর্ভ:পত্রগর্ভকে পত্রের মূল অংশ বলা হয়।
0
Updated: 1 month ago