কোনটি অপপ্রয়োগ?
A
জ্ঞানবান
B
অধীন
C
গণনীয়
D
ঘূর্ণীয়মান
উত্তরের বিবরণ
প্রত্যয়ের অপপ্রয়োগ-জনিত অশুদ্ধি
| অশুদ্ধ শব্দ | শুদ্ধ শব্দ |
|---|---|
| আবশ্যকীয় | আবশ্যক |
| একত্রিত | একত্র |
| অধীনস্থ | অধীন |
| করিতকর্মী | করিতকর্মা |
| গণ্যনীয় | গণনীয় |
| জ্ঞানমান | জ্ঞানবান |
| ঘূর্ণীয়মান | ঘূর্ণায়মান |
| পুজ্য | পূজ্য |
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago
'হৃ' যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে?
Created: 1 month ago
A
হ্ + ন
B
হ্ + ণ
C
হ্ + র
D
হ্ + ঋ
বাংলা বর্ণমালায় যুক্তবর্ণ হলো দুটি বা ততোধিক বর্ণের সংযোগ থেকে গঠিত একক ধ্বনি। যেমন, হ্ + ঋ = হৃ।
-
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
-
ঞ্চ = ঞ্ + চ
-
হ্ + ম = হ্ম
-
হ্ + উ = হু
-
হ্ + ন = হ্ন
-
উৎস:
0
Updated: 1 month ago
হাইফেন কোথায় বসে?
Created: 1 month ago
A
দুই বাক্যের সংযোগ দেখাতে।
B
দুই শব্দের সংযোগ দেখাতে।
C
বাক্যে উদ্ধৃতি প্রয়োগ করতে।
D
উক্তি বা প্রত্যুক্তি বোঝাতে।
হাইফেন চিহ্ন দিয়ে পাশাপাশি দুই বা ততোধিক শব্দকে জোড়া লাগানো হয়। যেমন : উত্তর-পশ্চিম কোণে ঝড়ের কালো মেঘ দেখা যাচ্ছে। ২. সমাসবদ্ধ পদের সব সমস্যমান পদের অর্থ প্রাধান্য পেলে, তাদের মধ্যে হাইফেন বসে।
0
Updated: 1 month ago
পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কী বলে?
Created: 1 month ago
A
বচন
B
লিঙ্গ
C
বাক্য
D
বাগর্থ
যে সকল শব্দ দ্বারা পুরুষ, স্ত্রী ও অচেতন বস্তুকে চিহ্নিত করা যায়, তাকে লিঙ্গ বলে। লিঙ্গ চার প্রকার যথা- 1. পুংলিঙ্গ 2. স্ত্রীলিঙ্গ 3. ক্লীবলিঙ্গ 4. উভয় লিঙ্গ লিঙ্গ প্রসঙ্গে আর একটি কথা বিশেষভাবে মনে রাখতে হবে—কেবলমাত্র প্রাণীবাচক শব্দগুলি পুংলিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গের পর্যায়ে পড়ে।
অপ্রাণীবাচক শব্দ ক্লীবলিগের অন্তর্গত। সংস্কৃত ব্যাকরণে উভয় লিঙ্গ বলে কোন কিছু নেই; কিন্তু ইংরেজি ব্যাকরণে Common Gender অর্থাৎ উভয় লিঙ্গ আছে।
0
Updated: 1 month ago